ভুয়ো পরিচয় দিয়ে ফোন করে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এক গ্রাহকের এটিএম নম্বর ও পিন জেনে নিয়ে গ্রাহকের আমানত থেকে দু’হাজার টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার দুর্গাপুরের সিটি সেন্টার ফাঁড়িতে গুসকরার বাসিন্দা ওই ব্যক্তি শুভ্র চোঙদার লিখিত অভিযোগ করেন। পুলিশ জানায়, ওই ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করা হবে। যে ফোনটি থেকে শুভ্রবাবুকে ফোন করা হয়েছিল সেটির পরিষেবা প্রদানকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করে ফোনটি কার নামে আছে তাও খতিয়ে দেখা হবে।
শুভ্রবাবু দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার কর্মী। ভাড়া থাকেন দুর্গাপুরের একটি আবাসনে। ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সিটি সেন্টার শাখায় তাঁর একটি আমানত রয়েছে। পুলিশের কাছে তিনি অভিযোগ করেন, ২৮ সেপ্টেম্বর সকালে তাঁর মোবাইলে ফোন করে পবন কুমার নামে পরিচয় দিয়ে এক জন জানান, তিনি ব্যাঙ্কের এটিএম অফিস থেকে বলছেন। তাঁর এটিএম কার্ড পুনর্নবীকরণ করতে হবে। সে জন্য তাঁর এটিএম নম্বর ও পিন বলতে হবে। শুভ্রবাবু বলেন, “আমি কোনও সন্দেহ না করে এটিএম নম্বর ও পিন বলি। সে দিনই আমার আমানত থেকে ২ হাজার টাকা তুলে নেওয়া হয়।” তিনি জানান, আমানতে থাকা বাকি ১০০ টাকাও ভয়ে তিনি সে দিনই তুলে নেন। ২৯ সেপ্টেম্বর পবনবাবু তাঁকে ফোন করে বাড়ির বাকিদের এটিএম নম্বর ও পিন নম্বর জানতে চান। শুভ্রবাবু বলেন, “আমি তাঁকে ওই ২ হাজার টাকা ফেরত চাই। তিনি জানান, ওই টাকা পরে আমানতে দিয়ে দেওয়া হবে। এর পরেই ফোনটি কেটে যায়।” |