এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে আসানসোল আদালত এক অভিযুক্তকে যাবজ্জীবন কারাদন্ডের সাজা শুনিয়েছেন। সোমবার আদালতের ফাস্ট ট্র্যাক এডিজে ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক মনোজিত্ ভট্টাচার্য এই সাজা শোনান। এই মামলার সরকার পক্ষের আইনজীবী দুন্দলাপ্রসাদ সিংহ জানান, ধর্ষণের ঘটনাটি ঘটেছিল ২০০৬ সালের ১৭ এপ্রিল। সরকার পক্ষের আইনজীবী জানিয়েছেন, এই মামলায় মোট নয়জন সাক্ষীর বয়ান নেওয়া হয়েছে। মামলার প্রধান অভিযুক্তের নাম আনোয়ার হুসেন ওরফে আকবর। মামলার সরকার পক্ষের আইনজীবী জানিয়েছেন, ঘটনার দিন দুপুর দেড়টা নাগাদ জামুড়িয়ার নন্ডীগ্রামের বাউড়িপাড়ার বাসিন্দা ওই নাবালিকাকে তার বাড়ি থেকে ভুল বুঝিয়ে নিয়ে যায় আকবর। ওই সময় নাবালিকার বাড়িতে তার মা বাবা ছিলেন না। অভিযোগ, ওই অভিযুক্ত নাবালিকাকে তার মা ডাকছে বলে বাইরে নিয়ে যায়। আট বছর বয়সী ওই নাবালিকা অভিযুক্তের সঙ্গে বেরিয়ে যায়। এরপর তাকে ইগরার কাছে তিন নম্বর পাম্পহাউস লাগোয়া জঙ্গলঘেরা ফাঁকা জায়গায় নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনার সময় মেয়েটি অজ্ঞান হয়ে পড়লে অভিযুক্ত তাকে ফেলে চম্পট দেয়। বেশ কিছুক্ষণ পরে ওই রাস্তা ধরে বাড়ি ফিরছিলেন জামুড়িয়ার বাসিন্দা ডাবলা বাউড়ি। তিনি মেয়েটিকে ওই অবস্থায় দেখে পুলিশে খবর দেন ও বাহাদুরপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। কিন্তু তার অবস্থা এতটাই খারাপ ছিল যে তাকে সঙ্গে সঙ্গে আসানসোল মহকুমা হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে দু’দিন থাকার পরেও অবস্থার কোনও উন্নতি না হওয়ায় তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে ২১ দিন চিকিত্সা চলার পরে তাকে সুস্থ করে বাড়ি নিয়ে আসা হয়। |