কালীমন্দিরে প্রণামী বাক্সের তালা ভেঙে চুরি হল রবিবার গভীর রাতে। দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার শঙ্করপুর কালীমন্দিরে এই চুরি হয়। সোমবার সকালে ঘটনাটি জানাজানি হয়। স্থানীয় বাসিন্দারা জানান, এ দিন সকালে তাঁরা দেখতে পান, মন্দিরের পিছনের জানলার কাচ ভাঙা। মূর্তির শরীর থেকে উধাও কয়েক ভরি ওজনের সোনা এবং রুপোর গয়না। বাসিন্দাদের অভিযোগ, প্রণামী বাক্সের তালা ভেঙে যা ছিল সব নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। পুলিশের আশ্বাস, এই ঘটনায় জড়িতদের শীঘ্রই ধরে ফেলা হবে।
|
পাম্পে চুরি
নিজস্ব সংবাদদাতা • জামুরিয়া |
পেট্রোল পাম্পের ম্যানেজারের ঘর থেকে চুরি হল রবিবার রাতে। ঘটনাটি ঘটেছে জামুরিয়ার তপসি পেট্রোল পাম্পে। থানায় লিখিত অভিযোগে পাম্পের ম্যানেজার জানিয়েছেন, নগদ টাকা-সহ মোবাইল ও বেশ কিছু সামগ্রী চুরি করেছে দুষ্কৃতীরা। পুলিশ তদন্ত শুরু করেছে।
|
প্রায় ১০০ টন অবৈধ কয়লা বাজেয়াপ্ত করেছে বারাবনি থানার পুলিশ। তবে কেউ গ্রেফতার হয়নি। পুলিশ জানায়, সোমবার রামপুরে সংলগ্ন জঙ্গলঘেরা ফাঁকা জায়গায় এই কয়লা মজুত ছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তা উদ্ধার করে। পুলিশের অনুমান, স্থানীয় একটি বেসরকারি খনি সংস্থার কয়লা চুরি করে দুষ্কৃতীরা মজুত করছিল। |