টুকরো খবর
ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ মালদহে
পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে গণ ধর্ষনের চেষ্টার অভিযোগ উঠেছে চার যুবকের বিরুদ্ধে। গত শনিবার দুপুরে ইংরেজবাজার থানার অমৃতির কাছে বড়মোহন পাড়ায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, জখম ওই ছাত্রীকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তার দেহের বিভিন্ন অংশে আঘাত রয়েছে। জেলা পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায় বলেন, “অভিযুক্তদের ধরতে পুলিশ তল্লাশি চালাচ্ছে। একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।” পুলিশ সূত্রে জানা গিয়ে গিয়েছে, শনিবার অমৃতির বেনিয়াগ্রামের বাসিন্দা পঞ্চম শ্রেণির ওই ছাত্রী বাড়ি থেকে স্কুলে যায়। কিন্তু ১১টা বেজে যাওয়ায় স্কুলের গেটে তালা পড়ে যায়। তার পরে সে হেঁটে বাড়ি ফিরছিল। বড়মোহনপুরের কাছে চারজন যুবক ওই ছাত্রীকে চারদিক থেকে ঘিরে ধরে। সে কোনওক্রমে পালিয়ে একটি ঝোপে লুকিয়ে থাকে। আধঘন্টা পর ফের বাড়ি যাওয়ার সময় চারজন তাকে মুখে কাপড় গুঁজে বাঁশ ঝাড়ে নিয়ে যায় বলে অভিযোগ। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ। ছাত্রীর চিত্‌কারে এলাকার লোকজন ছুটে আসতেই অভিযুক্তরা পালায় বলে অভিযোগ।

পুরসভার আরও একটি আসন দখল করল কংগ্রেস
ডালখোলা পুরসভার আরও একটি আসন দখল করল কংগ্রেস। রবিবার ডালখোলা পুরসভা ৭ নম্বর ওয়ার্ডের পুনর্নির্বাচনের গণনা হয়। তাতে জিতেছেন কংগ্রেসের শঙ্কর বিশ্বাস। গত পুরসভা নির্বাচনেও ওই আসনটি কংগ্রেসের দখলে ছিল। ডালখোলার কংগ্রেস নেতা সুভাষ গোস্বামী বলেন, “আমরা আশাবাদী ছিলাম, আসনটিতে আমারই জিতব।” পুরসভার মোট আসন সংখ্যা ১৬টি। ৭ নম্বর ওয়ার্ডে কংগ্রেসের জয়ের পর কংগ্রেসের আসন সংখ্যা দাঁড়াল ১০টি। অন্য দিকে, সিপিএম পেয়েছে ৪টি ও তৃণমূল পেয়েছে ২টি আসন। গত ২১ সেপ্টেম্বর পুরভোটের পর ২৪ সেপ্টেম্বর গণনার দিকে ওই ওয়ার্ডের একটি বুথে ইভিএমে গোলমাল দেখা দেয়। এতে ফের বুথটিতে ভোট গণনার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। গত শনিবার ভোট হয়। শঙ্করবাবু ৪০ ভোটে সিপিএমের নীলকল বিশ্বাসকে হারিয়েছেন। তিনি পেয়েছেন ৫৫০টি ভোট।

হদিস মেলেনি পলাতক বন্দির
থানার হাজতের সামনে থেকে এক পুলিশ কর্মীদের হাত ছাড়িয়ে পালানো বন্দির হদিশ মেলেনি। মালদহের হরিশ্চন্দ্রপুর থানায় গত শনিবার ওই ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, অষ্টম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে শুক্রবার অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল। ঘুগরু মুশহর নামে ওই যুবককে আদালতে হাজির করানোর আগে নিয়মমাফিক তাকে হাসপাতাল থেকে স্বাস্থ্যপরীক্ষা করে ফের থানায় নিয়ে আসা হয়। হাজতে ঢোকানোর আগে পুলিশকর্মীদের ধাক্কা দিয়ে ওই যুবক পালিয়ে যায় বলে অভিযোগ। ঘটনায় পুলিশকর্মীদের একাংশের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছেন অভিযোগকারী ছাত্রীর পরিবার এবং বাসিন্দারা। তাঁরা জানান, দোষী পুলিশ কর্মীদের বিরুদ্ধে অবিলম্বে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। হরিশ্চন্দ্রপুরের আইসি বাবিন মুখোপাধ্যায় বলেন, “পলাতক ঘুগরুকে ধরতে তল্লাশি চলছে।”

গুলিতে মৃত্যু
বিএসএফের ছোঁড়া গুলিতে মৃত্যু হল এক গ্রামবাসীর। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে দিনহাটার শুকারুর কুঠি এলাকায়। মৃতের নাম রফিকুল ইসলাম (২৮)। বিএসএফের দাবি, রফিকুল কয়েকজনের সঙ্গে গরু পাচার করছিল। তাঁদের ধাওয়া করলে পালানোর সময় গুলি ছোঁড়া হয়। তাতেই সম্ভবত মৃত্যু হয়েছে তাঁর।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.