মন্ত্রীর গায়ে হাত, মার মালদহ মেডিক্যালের অধ্যক্ষকে
মেডিক্যাল কলেজ হস্টেলের ক্যান্টিন নিয়ে তুলকালাম হয়ে গেল রবিবার। এই দিন দুপুরে ওই ক্যান্টিনে গিয়েছিলেন স্থানীয় বিধায়ক তথা পর্যটন মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। সেখানে ছিলেন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ উচ্ছল ভদ্র। তাঁদের মধ্যে কথাবার্তা চলার সময়ে অধ্যক্ষ তাঁর গায়ে হাত তোলেন বলে কৃষ্ণেন্দুবাবুর অভিযোগ। এর পরেই মন্ত্রীর নিরাপত্তারক্ষীদের হাতে উচ্ছলবাবু প্রহৃত হন। মন্ত্রী এবং অধ্যক্ষ দু’জনেই অবশ্য পরে জানিয়েছেন, বিষয়টি মিটমাট হয়ে গিয়েছে।
কৃষ্ণেন্দুবাবুর অভিযোগ, “অধ্যক্ষ আমার গায়ে হাত তুলেছিলেন। তা দেখে আমার নিরাপত্তা রক্ষীরা অধ্যক্ষের উপর ঝাঁপিয়ে পড়েছিলেন। পরে অধ্যক্ষ ক্ষমা চাওয়ায় বিষয়টি মিটমাট হয়ে গিয়েছে।” উচ্ছলবাবু বলেন, “আমি কখনওই মন্ত্রীকে মারতে যাইনি। আমার হাতটা মন্ত্রীর হাতে লেগে গিয়েছিল। এ জন্য আমি মন্ত্রীর কাছে হাতজোড় করে ক্ষমাও চেয়ে নিয়েছি।” কিন্তু সরকারি হাসপাতালের মধ্যেই তাঁর মতো এক সরকারি আধিকারিককে মারধর করা হল, তবু কেন পুলিশের কাছে কোনও অভিযোগ জানালেন না তিনি? উচ্ছলবাবুর বক্তব্য, “বিষয়টি মিটমাট হয়ে গিয়েছে।” কৃষ্ণেন্দুবাবু অবশ্য রাতে দাবি করেন, “অধ্যক্ষ আমার গালেই চড় মারতে চেয়েছিলেন, আমি সরে যাওয়ায় তাঁর হাত আমার হাতে এসে লাগে।” তিনি তা হলে আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন না কেন? কৃষ্ণেন্দুবাবুর বক্তব্য, “অধ্যক্ষ ক্ষমা চেয়ে নেওয়ায় আর অভিযোগ করিনি।”
মালদহ মেডিক্যালের ক্যান্টিনে রাজ্যের পর্যটনমন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ
চৌধুরীর সঙ্গে কলেজের অধ্যক্ষ উচ্ছল ভদ্র। —নিজস্ব চিত্র
এই ক্যান্টিন নিয়ে বেশ কিছু দিন ধরেই উত্তেজনা ছিল। মালদহ জেলা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান মন্ত্রী কৃষ্ণেন্দুবাবুই। তাঁর দাবি, পড়ুয়াদের অনেকে তাঁকে লিখিত অভিযোগ করেছেন যে, ক্যান্টিন ভাল ভাবে চলছে না। তিনি বলেন, “কোনও টেন্ডার ছাড়াই ক্যান্টিন চালানো হচ্ছে। আমি ৩ সেপ্টেম্বর রোগী কল্যাণ সমিতির বৈঠকের সিদ্ধান্ত মতো অধ্যক্ষকে বলেছিলাম টেন্ডার ডাকতে। অধ্যক্ষ তা না করে বেআইনি ভাবেই ক্যান্টিন চালাচ্ছিলেন।” শনিবার মন্ত্রীর ঘনিষ্ঠ কয়েক জন এ ব্যাপারে অধ্যক্ষের কাছে অভিযোগ করতে যান। মন্ত্রীর দাবি, “অধ্যক্ষ তখন আমার সেই ঘনিষ্ঠ ব্যক্তির বিরুদ্ধেই থানায় এফআইআর করেন। তার পরে এ দিন আমি নিজেই গিয়েছিলাম ক্যান্টিন কী ভাবে চালানো হচ্ছে, তা খোঁজখবর নিতে। সঙ্গে প্রশাসনিক কর্তারাও ছিলেন।”
হাসপাতাল সূত্রের খবর, দুপুর দেড়টা নাগাদ অতিরিক্ত জেলাশাসক নীলকমল বিশ্বাসকে সঙ্গে নিয়ে মন্ত্রী ওই ক্যান্টিনে যান। ওই মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ এম এ রসিদ এবং একাধিক চিকিৎসকও সে সময়ে ক্যান্টিনে উপস্থিত ছিলেন। মন্ত্রী সোজা ক্যান্টিনে ঢুকে চিৎকার করে অধ্যক্ষকে বলতে থাকেন, “ক্যান্টিন চালাচ্ছে কে? আমরা সিদ্ধান্ত নিয়েছি বেআইনি ক্যান্টিন চলবে না।”
এই প্রতিবেদকের সামনেই এর পর অধ্যক্ষের দিকে আঙুল তুলে মন্ত্রী বলেন, “কালকে যাঁরা ক্যান্টিন বন্ধ করতে এসেছিলেন, তাঁদের বিরুদ্ধে আপনি থানায় কেন এফআইআর করেছেন? কার কাছ থেকে অনুমতি নিয়েছেন? ক্যান্টিনের জন্য টেন্ডার করতে বলেছিলাম, কেন করেননি?” অধ্যক্ষ তখন হাতজোড় করে বলেন, “হাসপাতাল আর মেডিক্যাল কলেজ দু’টো আলাদা।” মন্ত্রী সে কথায় কর্ণপাত করেননি। অধ্যক্ষ তখন বলতে থাকেন, “স্যার আপনি এ সব কী বলছেন? আপনাকে আমি খুব সম্মান করি। আপনি শান্ত হোন।” এর পরেই মন্ত্রী বলেন, “হাসপাতাল কি লুম্পেনদের জায়গা হয়ে গিয়েছে? যাকে খুশি জায়গা দিয়ে দিচ্ছেন?” এর পরেই অধ্যক্ষ সুর চড়িয়ে বলেন, “স্যার আমাকে লুম্পেন বলবেন না। আমি এক জন চিকিৎসক।”
দু’জনেই তখন রেগে গিয়ে হাত নেড়ে কথা বলছিলেন। এরই মধ্যে উত্তেজিত অধ্যক্ষের ডান হাত সজোরে মন্ত্রীর ডান হাতে লাগে। তাতে মন্ত্রী বলেন, “আপনি আমার গায়ে হাত তুললেন?” নিমেষের মধ্যে মন্ত্রীর তিন নিরাপত্তা রক্ষী ঝাঁপিয়ে পড়ে অধ্যক্ষের উপরে। অধ্যক্ষকে চেয়ার থেকে মেঝেতে ফেলে তারা এলোপাথাড়ি ঘুষি-লাথি মারতে থাকে। অধ্যক্ষ চিৎকার শুরু করেন। ঘরের বাকিরা ছুটে এসে তাঁকে বাঁচান। মন্ত্রী তখনও ধমক দিচ্ছিলেন অধ্যক্ষকে। তত ক্ষণে অধ্যক্ষ কেঁদে ফেলেছেন। হাতজোড় করে ক্ষমা ভিক্ষাও করেন তিনি।
অতিরিক্ত ডিএম নীলকমলবাবুর কথায়, “আমার সামনেই অধ্যক্ষ প্রথমে মন্ত্রীর গায়ে হাত তুলেছিলেন। তা দেখেই মন্ত্রীর রক্ষীরা অধ্যক্ষের উপরে ঝাঁপিয়ে পড়ে তাঁকে মারধর করেন। আমরা কয়েক জন গিয়ে অধ্যক্ষকে উদ্ধার করেছি।” একই কথা এম এ রসিদেরও। তিনি বলেন, “কথা কাটাকাটি শুরু হয়েছিল। তা থেকেই উত্তেজনা বাড়ে। অধ্যক্ষ তার পরে আচমকা মন্ত্রীর গায়ে হাত তোলেন। এর পরেই মন্ত্রীর নিরাপত্তা রক্ষীরা অধ্যক্ষের উপরে ঝাঁপিয়ে পড়েন।”
কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী আবু হাসেম খান চৌধুরী এ দিনই অধ্যক্ষের সঙ্গে দেখা করেন। পরে তিনি বলেন, “গুন্ডাদের মন্ত্রী করলে এটাই হয়। এক জন মন্ত্রী লোকজন নিয়ে মেডিক্যাল কলেজের অধ্যক্ষকে মারধর করেছে ভাবতেই পারছি না। এটা আমাদের লজ্জা। মুখ্যমন্ত্রীকে সব জানাব।”
ডিএম গোদালা কিরণকুমার ঘটনার কিছু ক্ষণ পরেই মেডিক্যাল কলেজে পৌঁছন। সব কথা শোনার পরে তিনি কেন অভিযোগ করেননি? ডিএমের বক্তব্য, “দু’পক্ষ মিটমাট করে নিয়েছেন বলেই অভিযোগ করা হয়নি।” এসপি কল্যাণ মুখোপাধ্যায় বলেন, “কেউ কোনও অভিযোগ করেননি আমাদের কাছে।” তবে সিপিএম নেতা মহম্মদ সেলিম এ দিন অধ্যক্ষের সঙ্গে দেখা করে জানিয়েছেন, জেলাশাসক ও জেলা পুলিশ সুপার এই ঘটনার দায় এড়াতে পারেন না।

পুরনো খবর:





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.