শিলিগুড়ির পাঁচটি স্কুল পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে ৪ টিতেই হারল তৃণমূল নিয়ন্ত্রিত জাতীয়তাবাদী শিক্ষা মঞ্চের প্রার্থীরা। রবিবার চম্পাসারির শ্রীগুরু বিদ্যামন্দির, মাটিগাড়ার হরসুন্দর উচ্চ বিদ্যালয়, ঘোঘোমালি হাই স্কুল, বাল্মিকী বিদ্যাপীঠ এবং ফাঁসিদেওয়া গার্লস হাই স্কুলের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচন হয়। তার মধ্যে কেবল শ্রীগুরু বিদ্যামন্দিরে ৪-২ আসনে জেতে তৃণমূল নিয়ন্ত্রিত জাতীয়তাবাদী শিক্ষা মঞ্চের প্রার্থীরা। ২ টি আসন পায় বাম মনোভাবাপন্ন শিক্ষা গণতান্ত্রিকরণ সংস্থার প্রার্থীরা। বাকি সবগুলিতে জাতীয়াতাবাদী শিক্ষা মঞ্চের প্রার্থীদের হারতে হয়েছে। তবে ওই স্কুলে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের ৪টি আসন বামমনোভাবাপন্নদের দখলে রয়েছে। সে কারণে স্কুল পরিচালন সমিতি বাম মনোভাবাপন্নদের দখলেও যাওয়ার সম্ভাবনাই বেশি।
ফাঁসিদেওয়া গার্লস হাই স্কুলে ৬-০ তে জেতে কংগ্রেস নিয়ন্ত্রিত জাতীয়তাবাদী শিক্ষা ও সংস্কৃতি মঞ্চের প্রার্থীরা। মাটিগাড়ার হরসুন্দর উচ্চ বিদ্যালয়ে ৬-০ আসনে জেতে বাম মনোভাবাপন্নরা। বাল্মীকি বিদ্যাপীঠেও ৫-১ আসনে জেতে তাদের প্রার্থীরা। ঘোঘোমালি হাই স্কুলে ৫-১ আসনে জিতেছেন বাম মনোভাবাপন্ন শিক্ষা গণতান্ত্রীকরণ সংস্থার প্রার্থীরা।
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা তৃণমূলের দার্জিলিং জেলা সভাপতি গৌতম দেব বলেন, “এ দিন যে সমস্ত স্কুলে নির্বাচন হয়েছে অতীতে সেই প্রতিষ্ঠানে আমাদের কোনও সদস্য ছিলেন না। সেই হিসাবে এ বার ওই স্কুলগুলির অনেক ক্ষেত্রেই আমাদের দুই একজন প্রার্থী জিতেছেন।” ৩ টি স্কুলেই বাম মনোভাবাপন্নদের জয় হওয়ায় খুশি প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য। তিনি বলেন, “এই জয়ে প্রমাণ হল সিপিএমে এখনও মানুষের আস্থা আছে।”
এ দিন মাটিগাড়ার হরসুন্দর উচ্চ বিদ্যালয়ে স্কুলের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে বাম মনোভাবাপন্নদের শিবিরে ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে। রবিবার ওই ঘটনার পরও স্কুলের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে ৬-০ আসনে জয় পেল বাম মনোভাবাপন্নদের শিক্ষা গণতান্ত্রীকরণ সংস্থার প্রার্থীরা। সিপিএমের পক্ষ থেকে তৃণমূলের বিরুদ্ধে মাটিগাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পাল্টা অভিযোগ করে তৃণমূলও। ঘটনার অভিযোগ পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। যদিও তৃণমূলের পক্ষ থেকে ভাঙচুরের অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাঁরা ঘটনার জন্য সিপিএমকেই দায়ী করেছেন। |