ভোটে লড়াই করলেও আলিপুরদুয়ার পুরবোর্ড গড়তে কংগ্রেসকে পাশে পেতে চাইছে তৃণমূল। ইতিমধ্যে তৃণমূলের তরফে বাম বিরোধী বোর্ড গঠনের জন্য কংগ্রেসকে আলোচনায় বসার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে কংগ্রেসের তরফেও বিষয়টি নিয়ে দলের অন্দরে আলোচনা শুরু হয়েছে। বাদ নেই বামেরাও। তাঁরাও কংগ্রেসের দলীয় অবস্থান সম্পর্কে খোঁজ নেওয়া শুরু করেছে।
তৃণমূলের রাজ্যের সহ-সভাপতি জহর মজুমদার বলেন, “বামবিরোধী বোর্ড গঠনের জন্য কংগ্রেসের সহযোগিতা চেয়ে আলোচনার প্রস্তাব দিয়েছি। এখনও উত্তর পাইনি।” তিনি জানান, “কংগ্রেস স্থানীয় নেতৃত্বের সঙ্গে বসতে না চায় তাহলে তাঁরা আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়ের সঙ্গেও কথা বলতে পারেন। বাম বিরোধী বোর্ড হলে শহরের উন্নয়নের জন্য রাজের তরফে বিশেষভাবে আলিপুরদুয়ারে নিশ্চয়ই নজর দেওয়া হবে।”
সদ্য সমাপ্ত আলিপুরদুয়ার পুর নির্বাচনে ২০টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল ও কংগ্রেস ৬টি করে আসন এবং বামেরা ৮টি আসন পেয়েছে। এর মধ্যে আজ সোমবার, সন্ধ্যায় পুরবোর্ড নিয়ে বিশেষ বৈঠক ডেকেছেন কংগ্রেস নেতৃত্বে। প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বরঞ্জন সরকার বলেন, “আলিপুরদুয়ার পুরবোর্ড গঠনে আমাদের দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একদিকে যেমন ভোটে তৃণমূলকে নানাভাবে আক্রমণ করেছি। তেমনিই, বামেদের বিরুদ্ধেও আমাদের দীর্ঘদিন এলাকায় লড়াই করে চলেছি। যাই হোক, আমরা শহরের উন্নয়ন চাই।”
দলীয় সূত্রের খবর, কংগ্রেস এবং তৃণমূল ছয়টি করে আসন পাওয়ায় চেয়ারম্যান পদের দাবিদার দুই দলই। সেখানে দুই দলের আলোচনা ফলপ্রসু হবে তা নিয়ে দুই দলের নেতারাই সন্দিহান। উল্টোদিকে, বামেদের মদতে দলীয় চেয়ারম্যান নির্বাচিত করা নিয়ে কংগ্রেসের একাংশ সচেষ্ট। সিপিএমের জলপাইগুড়ির জেলা সম্পাদক কৃষ্ণ বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা সমস্ত দিকেই খোঁজখবর রাখছি। কংগ্রেস কী অবস্থান নেয় তাও দেখা হচ্ছে।” উল্লেখ্য, চলতি সপ্তাহেই পুরবোর্ড গঠনের বিজ্ঞপ্তি জারি হওয়ার কথা। বিজ্ঞপ্তি জারির এক মাসের মধ্যে বোর্ড গঠন হবে। |