সারদা-ক্ষতে প্রলেপ
আজ ক্ষতিপূরণ পূর্বের ৫০ জন আমানতকারীকে
সারদা কাণ্ডে ক্ষতিগ্রস্ত আমানতকারীদের একাংশ পুজোর আগেই ক্ষতিপূরণ পেতে চলেছেন। ওই তালিকায় পূর্ব মেদিনীপুরের রয়েছেন প্রায় সাড়ে ৮ হাজার জন। আজ, সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় এক অনুষ্ঠানে সারা রাজ্যের আমানতকারীদের মধ্যে নির্বাচিত ৯২৬ জনের হাতে ক্ষতিপূরণের টাকা তুলে দেবেন। ওই তালিকায় জেলার ৫০ জন আমানতকারী রয়েছেন। ইতিমধ্যে তাঁদের সঙ্গে যোগাযোগ করে কলকাতায় নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। এঁদের সবার ক্ষতিপূরণের পরিমাণ ১০ হাজার টাকা অথবা তাঁর কম।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের মার্চে ওই বেসরকারি অর্থলগ্নি সংস্থায় টাকা রেখে ক্ষতিগ্রস্ত হন রাজ্যের কয়েক লক্ষ আমানতকারী। পরিস্থিতি খতিয়ে দেখে কমিশন গঠন করে রাজ্য সরকার। কমিশনের চেয়ারম্যান হন বিচারপতি শ্যামল সেন। তাঁর কাছে আবেদনের ভিত্তিতে তৈরি তালিকা থেকে প্রথম দফায় রাজ্যের ১ লক্ষ ৩ হাজার ১৩৭ জন আমানতকারীকে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। ৫০০ কোটি টাকার তহবিল তৈরির কথাও জানান মুখ্যমন্ত্রী। সেই মতো ক্ষতিগ্রস্ত আমানতকারীদের একাংশকে পুজোর আগে ক্ষতিপূরণ তুলে দেওয়ায় উদ্যোগী হয় সরকার। এরই অঙ্গ হিসেবে মুখ্যমন্ত্রী আজ কলকাতায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে আনুষ্ঠানিক ভাবে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়ার সূচনা করলেন।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী আজ কলকাতায় ওই ক্ষতিপূরণের চেক তুলে দেওয়ার পর আগামী ১০ অক্টোবরের মধ্যে জেলায় জেলায় ক্ষতিগ্রস্ত আমানতকারীদের একাংশের হাতে টাকা তুলে দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ জন্য পূর্ব মেদিনীপুর জেলায় আগামী ৩ অক্টোবর তমলুকের শালগেছিয়ায় অনুষ্ঠানে প্রায় এক হাজার জন সারদার আমানতকারীর হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়ার প্রস্তুতি চলছে। ওই অনুষ্ঠানে থাকার কথা দুই মন্ত্রী সুদর্শন ঘোষদস্তিদার, সৌমেন মহাপাত্র-সহ অন্য জনপ্রতিনিধিদের। তা ছাড়াও আগামী ১০ অক্টোবরের মধ্যে জেলার প্রতিটি ব্লকে শিবির করে বাকি সাড়ে ৭ হাজার আমানতকারীদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়ার প্রস্তুতি চলছে। অর্থাৎ, মহাষষ্ঠীর আগেই জেলার প্রায় সাড়ে ৮ হাজার সারদার আমানতকারী ক্ষতিপূরণের চেক হাতে পাবেন।
পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) অজয় পাল বলেন, “আগামী ১০ অক্টোবরের মধ্যে জেলার প্রায় সাড়ে ৮ হাজার সারদার আমানতকারীর হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়ার চেষ্টা চলছে। এ জন্য প্রশাসনিক প্রস্তুতি চলছে।” প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সারদা কাণ্ডে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়ার জন্য আমানতকারীদের চূড়ান্ত তালিকা তৈরির জন্য প্রতিটি থানাকে ক্ষতিগ্রস্ত আমানতকারীদের পরিচয় যাচাই করতে সচিত্র ভোটার পরিচয়পত্র, সারদায় টাকা জমা দেওয়ার শংসাপত্র, প্যান কার্ড নম্বর, ব্যাঙ্ক আকাউন্ট আছে কিনা প্রভৃতি বিষয় খতিয়ে দেখা হবে। তারপর থানা থেকে তাঁদের একটি ‘স্লিপ’ দেওয়া হবে। সেটি দেখালে ক্ষতিপূরণের চেক মিলবে। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, তথ্য যাচাইয়ের জন্য জেলার প্রতিটি থানায় ইতিমধ্যে আমানতকারীদের নামের তালিকা পাঠানো হয়েছে। ওই তালিকায় অনুযায়ী তমলুকের ১০৮৪ জন, ময়নার ১০৮১ জন, কোলাঘাটের ৭৬৪ জন, পাঁশকুড়ার ৫৬৯ জন, চণ্ডীপুরের ১৩৫ জন ও নন্দকুমারের ৮৯ জন রয়েছেন। এ ছাড়াও জেলার অন্য থানা এলাকার বেশ কিছু আমানতকারী রয়েছেন।
ওয়াকিবহল মহলের মতে, বাঙালির সবচেয়ে বড় পুজোর আগে ক্ষতিপূরণের চেক তুলে দিয়ে মুখ্যমন্ত্রী নিজের প্রতিশ্রুতি রক্ষার পাশাপাশি সারদায় আমানতকারীদের মানসিক ক্ষতে প্রলেপ দেওয়ার কাজে অনেকটাই এগিয়ে গেলেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.