টুকরো খবর
কলাবাগানে পিস্তল, ধৃত সবংয়ের সিপিএম নেতা
বাড়ির কলাবাগানে পড়ে থাকা দু’টি আগ্নেয়াস্ত্র উদ্ধারের পর সিপিএমের এক শাখা সম্পাদককে গ্রেফতার করল পুলিশ। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে সবং থানা এলাকার হিতালজোর গ্রামে। ধৃত সিপিএম নেতার নাম শম্ভুনাথ পাল। এ দিন নিজের বাড়ির সীমানার ধারে কলাবাগানের কাছে ঘোরাঘুরি করছিলেন শম্ভুনাথবাবু। তখন গ্রামের কিছু লোক এসে কলাবাগানের কাছে দু’টি ‘ওয়ান শটার’ পিস্তল দেখতে পান বলে অভিযোগ। শম্ভুনাথবাবুই ওখানে পিস্তল পুঁতছিলেন বলে অভিযোগ তুলে তৃণমূলের নেতা-কর্মী তাঁর গ্রেফতারের দাবি তোলেন। শম্ভুনাথবাবু তখন পড়শির বাড়িতে আশ্রয় নেন। পরে সবং থানার শম্ভুনাথবাবুকে ধরে। পিস্তল দু’টি উদ্ধার হয়। মরচে ধরা পিস্তল দু’টি বহু পুরোনো বলে পুলিশ সূত্রে খবর। সিপিএমের সবং জোনাল কমিটির সম্পাদক অমলেশ বসুর অভিযোগ, গোটাটাই তৃণমূলের সাজানো। তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক অমূল্য মাইতি বলেন, “২০১০ সালে পূর্ব মেদিনীপুর আক্রমণের সময় বহু হার্মাদ সবংয়ে ঘাঁটি করেছিল। তখনকার অস্ত্র লুকোতে গিয়ে শম্ভু পাল ধরা পড়েছেন।”

ভারতছাড়ো আন্দোলন স্মরণ সুতাহাটা থানায়
রবিবার ছিল মাতঙ্গিনী হাজরার ৭২তম আত্মবলিদান দিবস। তমলুক আদালতের পিছনে
মাতঙ্গিনীর হত্যাস্থলে তাঁর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। নিজস্ব চিত্র।

‘ভারতছাড়ো আন্দোলন’ পর্বে ১৯৪২-এর ২৯ সেপ্টেম্বর সুতাহাটা থানা দখল করেছিলেন এলাকার বিপ্লবীরা। স্বাধীন ভারতে পরবর্তী সময়ে স্থানীয় মানুষের উদ্যোগে থানা চত্বরে এক স্মারকস্তম্ভ প্রতিষ্ঠা করা হয়। থানা দখলের দিনটিকে স্মরণ করে রবিবার সুতাহাট থানা এবং স্থানীয় মানুষের উদ্যোগে ওই স্মারকস্তম্ভ প্রাঙ্গনে এক অনুষ্ঠান আয়োজিত হয়। স্মৃতিচারণ করা হয় স্বাধীনতা আন্দোলনের। থানার ওসি স্বপন গোস্বামী, আমিনুল ইসমাল-সহ পুলিশ কর্মীরা জানান, এ বার থেকে প্রতিবছরই এই দিনটির স্মরণে অনুষ্ঠান আয়োজন করা হবে। অনুষ্ঠানে থানার পক্ষ থেকে স্বাধীনতা সংগ্রামীদের সংবর্ধনা দেওয়া হয়।


‘ওয়ান ওয়ে’ রাস্তায় ভোগান্তি, অবরোধ
বাস পরিষেবা নিয়ে নাজেহাল হওয়ার অভিযোগ তুলে শনিবার দিঘার বাইপাস মোড়ে স্থানীয় ছাত্রছাত্রী ও স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা পথ অবরোধ করেন। ঘণ্টাখানেক অবরোধের জেরে যানজটে ভোগান্তি হয় অনেকের। অবরোধকারীদের বক্তব্য, ‘দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ’ সম্প্রতি দিঘা শহরে ‘ওয়ান ওয়ে’ যান চলাচল ব্যবস্থা চালু করেছে। এর ফলে দিঘা শহরে যানজট কিছুটা কমেছে ঠিকই। যাতায়াতে ভোগান্তি বেড়েছে। ‘ওয়ান ওয়ে’ রাস্তা থাকায় দিঘা বাইপাস হয়ে দিঘা থেকে বাস বাইরে বেরিয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন পুরাতন দিঘার বাসিন্দা ও পর্যটকরা। বাস ধরতে গেলে তাঁদের নিউ দিঘা বা বাইপাসে যেতে হচ্ছে। বহু পথ উজিয়ে সেখানে যেতে তাঁদের নাজেহাল হতে হচ্ছে। অবরোধকারীদের দাবি, অবিলম্বে রুটের বাসগুলিকে দিঘা শহরের ভেতর দিয়ে যাওয়া আসার অনুমতি দিয়ে পর্ষদ সমস্যার সমাধান করুক। দাবি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন পর্ষদ কর্তারা।

সীমানা বিতর্কে কাজে বাধা
সীমানা নিয়ে বাংলা-ওড়িশার পুরনো বিরোধে দিঘার উদয়পুরে কাঁথি সেচ দফতরের উদ্যোগে সমুদ্রপাড় বাঁধানোর কাজে বাধা পড়ল। ভূমিক্ষয় রোধের জন্য পাথর ফেলে পাড় বাঁধানো চলছিল। বৃহস্পতিবার ওড়িশা পুলিশ এসে এলাকাটি তাদের বলে কাজ বন্ধ করে দেয়। শুক্রবার রামনগর ১-এর বিডিও তমোজিৎ চক্রবর্তী, সেচ দফতরের নিবার্হী বাস্তুকার স্বপন পণ্ডিত, দিঘা থানার ওসি অজিত ঝা-সহ পুলিশবাহিনী উদয়পুরে যায়। তবে ওড়িশা পুলিশের দেখা মেলেনি। দিঘা থানার পুলিশের উপস্থিতিতে সেচ দফতরের কর্মীরা ফের পাড় বাঁধানো শুরু করেন। বিডিও বলেন, “পাড় বাঁধানোর কাজে কোনও রকম হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না।”

স্কুলে জয়ী তৃণমূল
পূর্ব মেদিনীপুরের চারটি স্কুলে অভিভাবক প্রতিনিধি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। সুতাহাটা ব্লকের কুঁকড়াহাটি হাইস্কুলে শনিবার ছিল মনোনয়ন জমা দেওয়ার দিন। কিন্তু বামেরা মনোনয়ন জমা না দেওয়ায় জেতে তৃণমূল। গতবারও ওই স্কুলে ক্ষমতায় ছিল তৃণমূল। কাঁথি মহকুমার দিঘা দেবেন্দ্রলাল জগবন্ধু শিক্ষাসদনের নির্বাচনেও শনিবার ৬টি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। অন্য দিকে, রবিবার এগরা মহকুমার ভগবানপুর ১ ব্লকের মহম্মদপুর ২ অঞ্চলের অর্ন্তগত মোবারকপুর হাইস্কুলে এবং ওই ব্লকেরই বিভীষণপুর অঞ্চলের শঙ্করপুর হাইস্কুলে জেতে তৃণমূল।

ভবনের উদ্বোধন
রবিবার জলসরায় একটি সমবায়ের নতুন ভবনের উদ্বোধন করেন সমবায় দফতরের পরিষদীয় সচিব জ্যোতির্ময় কর। জলসরা সমবায় সমিতির পরিচালন কমিটির সভাপতি রফিক আলি খান জানান, এই সমবায়ের উপর ১০-১২টি গ্রামের কৃষকরা নির্ভরশীল। এতদিন একটি ঘরে কাজ চালাতে সমস্যা হচ্ছিল। তাই সমবায়ের নিজস্ব তহবিল থেকে ১৬ লক্ষ টাকা ব্যয়ে ভবনটি তৈরি করা হয়েছে।” অনুষ্ঠানে ছিলেন বিধায়ক শঙ্কর দোলই, এআরসিএস প্রসাদ গঙ্গোপাধ্যায়।

ফুটবল প্রতিযোগিতা
একদিনের দিবারাত্রি ব্যাপী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল এগরা-২ ব্লকে। রবিবার আটবাটি স্পোটর্স অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের পরিচালনায় আটবাটি অন্নপূর্ণা বিদ্যামন্দির খেলার মাঠে ওই টুর্নামেন্টের আয়োজন করা হয়। প্রতিযোগিতায় মোট ১৬টি দল যোগ দেয়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.