‘ভারতছাড়ো আন্দোলন’ পর্বে ১৯৪২-এর ২৯ সেপ্টেম্বর সুতাহাটা থানা দখল করেছিলেন এলাকার বিপ্লবীরা। স্বাধীন ভারতে পরবর্তী সময়ে স্থানীয় মানুষের উদ্যোগে থানা চত্বরে এক স্মারকস্তম্ভ প্রতিষ্ঠা করা হয়। থানা দখলের দিনটিকে স্মরণ করে রবিবার সুতাহাট থানা এবং স্থানীয় মানুষের উদ্যোগে ওই স্মারকস্তম্ভ প্রাঙ্গনে এক অনুষ্ঠান আয়োজিত হয়। স্মৃতিচারণ করা হয় স্বাধীনতা আন্দোলনের। থানার ওসি স্বপন গোস্বামী, আমিনুল ইসমাল-সহ পুলিশ কর্মীরা জানান, এ বার থেকে প্রতিবছরই এই দিনটির স্মরণে অনুষ্ঠান আয়োজন করা হবে। অনুষ্ঠানে থানার পক্ষ থেকে স্বাধীনতা সংগ্রামীদের সংবর্ধনা দেওয়া হয়। |