টুকরো খবর
খড়্গপুরে যুবক খুনে ধৃত এক
রেলশহরে এক যুবককে গুলি করে খুনের ঘটনায় গ্রেফতার হল এক জন। শনিবার মধ্যরাতে ইন্দার একটি হোটেল থেকে ধরা হয় দেবব্রত সিংহকে। শ্রীকৃষ্ণপুরের ওই যুবক হোটেলের নিরাপত্তাকর্মী। গত বৃহস্পতিবার রাতে ইন্দাতেই খুন হন সুরজিৎ বসু। রামকৃষ্ণপল্লির বাসিন্দা বছর একুশের সুরজিৎ বন্ধুর মোবাইল দোকানে শুতে যাচ্ছিলেন। তখন বহিরাগত কিছু যুবকের সঙ্গে ওই হোটেলের নিরাপত্তাকর্মীদের বচসা বচ্ছিল। সেই গণ্ডগোলে সুরজিৎ জড়িয়ে পড়েন এবং গুলিবিদ্ধ হন। সুরজিতের দুই সঙ্গীকে জেরা করে খড়্গপুর টাউন পুলিশ তিনটি নাম পায়। তারপরই দেবব্রতকে ধরা হয়। রবিবার ধৃতকে মেদিনীপুর জেলা আদালতে হাজির করা হলে বিচারক ৪ দিন পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

পলিটেকনিক কলেজ, জমি চিহ্নিত খাসজঙ্গলে
মুখ্যমন্ত্রীর ঘোষণামতো মেদিনীপুরে পলিটেকনিক কলেজ তৈরির জন্য রবিবার জমি দেখা হয়ে গেল। এ দিন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক গুলাম আলি আনসারি, জেলা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক অরিন্দম দত্ত ও মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতি জমি দেখতে যান। মেদিনীপুর শহর ঘেঁষা খাসজঙ্গলে বেশ কিছুটা সরকারি জমি রয়েছে। জেলাশাসক বলেন, “খাসজঙ্গলে ৫ একর জমি চিহ্নিত করা হয়েছে। যে জমি পলিটেকনিক কলেজ তৈরির জন্য সংশ্লিষ্ট দফতরকে দেওয়া যেতে পারে।” জমি সংক্রান্ত রিপোর্ট দ্রুত সংশ্লিষ্ট দফতরে পাঠিয়ে দেওয়া হবে। রির্পোট দেখে সংশ্লিষ্ট দফতর সবুজ সঙ্কেত দিলেই জেলা প্রশাসন ওই জমি কলেজের নামে হস্তান্তর করে দেবে। তারপরই কলেজ তৈরির কাজ শুরু হয়ে যাবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

দ্রুত বজ্রাহতের পরিবারকে সাহায্যের আশ্বাস তৃণমূলের
বজ্রাঘাতে মৃতদের পরিবারের লোকেদের সঙ্গে রবিবার দেখা করলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য তথা দলনেতা নির্মল ঘোষ। সম্প্রতি চন্দ্রকোনা থানার পিয়ারডাঙা গ্রামে পান পরিবারের সদস্যা পদ্ম পান মারা যান। তাঁর পারলৌকিক কাজের দিন বজ্রাঘাতে ওই পরিবারেরই দু’জন সহ মোট তিন জন মারা যান। আহত হন প্রায় ২২ জন। আহতদের মধ্যে এখনও অনেকে হাসপাতালে চিকিসাধীন। এ দিন নির্মলবাবু বজ্রাঘাতে মৃতদের পরিবারগুলিকে বিপর্যয় মোকাবিলা দফতর থেকে দ্রুত আর্থিক সাহায্য দেওয়ার আশ্বাস দেন। আহতদের চিকিৎসার ব্যয়ভার বহন করার প্রতিশ্রুতিও দেন তিনি। এ দিন নির্মলবাবুর সঙ্গে পিয়ারডাঙায় গিয়েছিলেন তৃণমূলের চন্দ্রকোনা-২ ব্লকের সভাপতি অমিতাভ কুশারী, স্থানীয় বসনছড়া পঞ্চায়েত প্রধান পরিতোষ কোলে।

শিক্ষক সম্মেলন

জেলা তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির প্রথম বার্ষিকী ব্লক সম্মেলন অনুষ্ঠিত হল। শনিবার দুপুরে দাঁতন-২ ব্লকের তুরকা হাইস্কুলে এই সম্মেলনের উদ্বোধন করেন তথা অবসরপ্রাপ্ত শিক্ষক সলিল দাস পট্টনায়েক। অন্যদিকে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সদর পশ্চিম চক্রের সম্মেলন হল রবিবার। সম্মেলনটি হয়েছে মাতকাতপুর প্রাথমিক বিদ্যালয়ে। সম্মেলনে সভাপতি হন কেশব মাইতি, সম্পাদক সুদীপ দলবেরা।


বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যাক্তির। মৃতের নাম কাজল জানা (৪০)। বাড়ি চন্দ্রকোনা থানার হালদারদিঘি মোড়ে। রবিবার সকালে চন্দ্রকোনা থানার ক্ষীরপাই শহরের হালদারদিঘি মোড়ে ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, পেশায় ইলেকট্রিক মিস্ত্রি কাজলবাবু এ দিন সকালে বাড়িতেই কাজ করছিলেন। তখনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

সমিতির দাবি
পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের আংশিক সময়ের অধ্যাপক সমিতির রবিবার পিংলা কলেজে তৃতীয় বার্ষিকী জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে আংশিক সময়ের অধ্যাপকরা অন্তত ৫ দিন কাজ, নির্দিষ্ট বেতনক্রম, অবসরকালীন সুযোগ-সুবিধের দাবি জানান।

হামলার নালিশ
সিপিএমের লোকেদের হামলায় তাঁদের এক পঞ্চায়েত সদস্য-সহ চার জন জখম হয়েছেন বলে অভিযোগ তৃণমূলের। প্রহৃতের নাম অজিত বাগ। রবিবার ঘটনাটি ঘটে শালবনির গড়মাল গ্রাম পঞ্চায়েতের খড়িকাশুলিতে। এ দিন ওই এলাকায় তৃণমূলের বিজয় মিছিল ছিল। সিপিএম অবশ্য হামলার অভিযোগ উড়িয়ে দিয়েছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.