|
|
|
|
কন্যাশ্রীতে ২০ হাজার আবেদন
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
স্কুল-কলেজ পড়ুয়া দুঃস্থ ছাত্রীদের লেখাপড়ায় সাহায্য করতে পয়লা অক্টোবর থেকে চালু হচ্ছে রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘কন্যাশ্রী’। এ জন্য আবেদনপত্র নেওয়া শুরু হয়েছে। পূর্ব মেদিনীপুরে ইতিমধ্যে ২০ হাজার আবেদন জমা পড়েছে। তার মধ্যে ৭০০ জন আগামী মঙ্গলবার কলকাতায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে অর্থ সাহায্য গ্রহণ করবে। পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক (ট্রেজারি) সুমন হাওলাদার বলেন, “জেলায় এখনও পর্যন্ত প্রায় ২০ হাজার ছাত্রীর আবেদন জমা পড়েছে। ওই সব আবেদনপত্র খতিয়ে দেখে প্রথম ধাপে জেলার ৭০০ জন দুঃস্থ ছাত্রীকে সাহায্য দেওয়ার জন্য চিহ্নিত করা হয়েছে। বাকি আবেদনপত্র খতিয়ে দেখার কাজ চলছে।”
মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এই নতুন প্রকল্পে ১৩ থেকে ১৮ বছরের মধ্যে গরিব পরিবারের স্কুল-কলেজের ছাত্রীদের বার্ষিক ও এককালীন আর্থিক সাহায্য দেওয়া হবে। আগামী মঙ্গলবার কলকাতায় নেতাজি ইনডোর স্টেডিয়ামে প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করবেন মুখ্যমন্ত্রী। সে দিন রাজ্যের ১০ হাজার ছাত্রীকে সাহায্য দেওয়া হবে। তাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২৫ হাজার টাকা করে জমা দেওয়া হবে। প্রশাসনিক সূত্রে খবর, দুঃস্থ পরিবারে অভিভাবকেরা যাতে ছাত্রীদের তড়িঘড়ি বিয়ে না দিয়ে অন্তত ১৮ বছর বয়স পর্যন্ত পড়াশোনার ব্যবস্থা করেন, সে জন্যই ‘কন্যাশ্রী’র পরিকল্পনা। এই প্রকল্পে সাহায্য পেতে ছাত্রীদের বয়স চলতি বছরের পয়লা এপ্রিল থেকে ১৩ বছর থেকে ১৮ বছরের মধ্যে হতে হবে। পরিবারের বার্ষিক আয় থাকতে হবে ১ লক্ষ ২০ হাজার টাকার মধ্যে। এই শর্ত পূরণ হলে ১৮ বছর বয়স পর্যন্ত প্রতি বছর ৫০০ টাকা করে দেওয়া হবে। ১৮ বছর বয়স হলেই ছাত্রীদের এককালীন ২৫ হাজার টাকা দেওয়া হবে। প্রকল্পটি ধারাবাহিক প্রক্রিয়া। সাহায্য পাওয়ার জন্য উপযুক্ত ছাত্রীরা এখন থেকে যে কোনও সময় আবেদন করতে পারবে। |
|
|
|
|
|