দু’লক্ষ টাকা অনুদান
দুই মেদিনীপুরের ২৫৪টি ক্লাবকে এ বার অর্থ সাহায্য
বার নতুন করে অর্থ সাহায্য পেল দুই মেদিনীপুরের ২৫৪টি ক্লাব। ক্লাবগুলোকে ২ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হয়েছে। এর মধ্যে পূর্ব মেদিনীপুরের ১৬৮টি ক্লাব, ৮৬টি পশ্চিম মেদিনীপুরের। শনিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রায় ২ হাজার নতুন ক্লাবকে অর্থ সাহায্য করেন। তার মধ্যে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের ২৫৪টি ক্লাব রয়েছে।
পূর্ব মেদিনীপুরের যে ১৬৮টি ক্লাব এ বার অনুদান পেয়েছে, তার মধ্যে তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্রর নির্বাচনী এলাকার ১২টি ক্লাব, পাঁশকুড়ার (পূর্ব) বিধায়ক বিপ্লব রায়চৌধুরীর নির্বাচনী এলাকার ৯টি, পাঁশকুড়ার (পশ্চিম) বিধায়ক ওমর আলির নির্বাচনী এলাকার ১০টি, মহিষাদলের বিধায়ক সুদর্শন ঘোষ দস্তিদারের নির্বাচনী এলাকার ১৩টি, হলদিয়ার বিধায়ক শিউলি সাহার নির্বাচনী এলাকার ১১টি, নন্দীগ্রামের বিধায়ক ফিরোজা বিবির নির্বাচনী এলাকার ১০টি, পটাশপুরের বিধায়ক জ্যোতির্ময় করের নির্বাচনী এলাকার ১০টি প্রভৃতি। পশ্চিম মেদিনীপুরের যে ৮৬টি ক্লাব এ অর্থ পেয়েছে, তার মধ্যে রয়েছে নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মুর নির্বাচনী এলাকার ১১টি ক্লাব, ঝাড়গ্রামের বিধায়ক সুকুমার হাঁসদার নির্বাচনী এলাকার ১০টি, ঘাটালের বিধায়ক শঙ্কর দোলুইয়ের নির্বাচনী এলাকার ১২টি, মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতির নির্বাচনী এলাকার ১০টি, শালবনির বিধায়ক শ্রীকান্ত দোলুইয়ের নির্বাচনী এলাকার ১১টি ক্লাব। আগে যে সব ক্লাব ২ লক্ষ টাকা করে পেয়েছিল, এ বার তারা ১ লক্ষ টাকা করে পেয়েছে। পশ্চিম মেদিনীপুরে এমন ক্লাবের সংখ্যা ৯৬টি। পূর্বে এমন ক্লাব রয়েছে ৫৬টি।
ক্লাবগুলোকে টাকা দেওয়া নিয়ে এ বারও ক্ষোভ দেখা দিয়েছে জেলায়। বিরোধীদের বক্তব্য, এ ক্ষেত্রে দলবাজিই করা হচ্ছে। কারণ, বিরোধী বিধায়কদের নির্বাচনী এলাকার ক্লাবগুলোকে অর্থ সাহায্য করা হচ্ছে না। জেলার এক বাম বিধায়কের মন্তব্য, “কারা টাকা পাচ্ছে, কী জন্য পাচ্ছে, কিছু বুঝতে পারছি না। অনুদানের অর্থ দেওয়া নিয়েও রাজনীতি করা হচ্ছে।” জবাবে শাসক দলের এক বিধায়কের বক্তব্য, “এমন অভিযোগ ভিত্তিহীন। আগে বিরোধী বিধায়কদের নির্বাচনী এলাকার বেশ কিছু ক্লাবকে অর্থ সাহায্য করা হয়েছে। রাজ্য সরকার সবাইকে নিয়ে কাজ করার চেষ্টা করছে।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.