ঘুমন্ত অবস্থাতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল ওরা। উত্তরপূর্ব নাইজেরিয়ায় কলেজ হস্টেলে সন্দেহভাজন বোকো হারাম গোষ্ঠীর জঙ্গিরা ছাত্রদের উপরে হামলা চালিয়ে অন্তত ৫০ জনকে গুলি করে হত্যা করেছে।
নাইজেরিয়ার ইয়োবে প্রদেশের গুজবায় গত কাল রাত একটা নাগাদ কলেজ অফ এগ্রিকালচার-এ হানা দেয় বন্দুকবাজ জঙ্গিরা। হস্টেলের অধিকাংশ ছাত্র তখন ঘুমিয়ে। সেই অবস্থাতেই তাঁদের উপরে ক্রমাগত গুলি চালায় জঙ্গিরা। গুলির শব্দে ঘুম ভেঙে যে সব ছাত্র পালানোর চেষ্টা করছিলেন, রেহাই পাননি তাঁদের অনেকেও। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, একসঙ্গে বেশ কয়েক জন ছাত্রকে কলেজ চত্বরের বাইরে নিয়ে গিয়ে এক একটি দলে ভাগ করে দেয় জঙ্গিরা। তার পরে এক এক করে দল বেছে নিয়ে গুলি করে হত্যা করে তাঁদের। পরে কলেজে আগুন ধরিয়ে দিয়ে চলে যায় তারা। আতঙ্কে এক হাজারেরও বেশি ছাত্র কলেজ ছেড়ে পালিয়ে গিয়েছেন। কলেজের মুখপাত্র মোলিমা ইডি মাটো জানিয়েছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। কলেজের ডরমিটরি, ক্লাসরুম থেকে রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়েছে।
ইয়োবের স্কুল বা বিশ্ববিদ্যালয় বার বার জঙ্গি হামলার নিশানা হচ্ছে। বোকো হারাম গোষ্ঠী চায় দেশে ইসলামি শাসন প্রতিষ্ঠা করতে। তাই নাইজেরিরার সরকারকে ক্ষমতাচ্যুত করতে চায় তারা। |
এই মাসেই নাইজেরিয়ায় উত্তরপূর্বের বোর্নো প্রদেশে বোকো হারামের জঙ্গিরা সেনার ছদ্মবেশে নকল চেকপোস্ট তৈরি করে পথচলতি ১৪৩ জনকে হত্যা করেছে। ইয়োবে-তে গত মে মাস থেকে জরুরি অবস্থা জারি রয়েছে। প্রেসিডেন্ট গুডলাক জনাথন জঙ্গি নিয়ন্ত্রণে এই রকম তিনটি প্রদেশে জরুরি অবস্থা জারি করেছেন। দেশের অর্থনৈতিক অবস্থা তেমন জোরদার নয়। তবু নিরাপত্তা খাতে জলের মতো অর্থ খরচ করছে প্রশাসন। তাতেও জঙ্গি হামলা ঠেকানো যাচ্ছে না। জুন মাসেই ইয়োবে-তে দু’টি স্কুলে হামলা চালিয়েছিল বোকো হারাম জঙ্গিরা। মাইদিগুড়ির কাছে একটি স্কুলে প্রাণ হারায় ন’টি শিশু আর দামাতুরুর আর একটি স্কুলে জঙ্গিদের শিকার হয় ছাত্র-শিক্ষক মিলিয়ে ১৩ জন। তার এক মাস পরেই আবার ওই অঞ্চলের মামুদো শহরে বেশ কয়েকটি ডরমিটরিতে গুলি করে ৪১ জন ছাত্রছাত্রীকে হত্যা করে।
স্কুল বা কলেজ কোনওটাই ভাল চোখে দেখে না বোকো হারাম। শিক্ষার এই সব প্রতিষ্ঠান তাদের চোখে পশ্চিমী সংস্কৃতির প্রতীক। তাই তাদের গোষ্টীর নাম বোকো হারাম, যার নাম ‘পশ্চিমী শিক্ষা নিষিদ্ধ।’
আফ্রিকা জুড়ে এমন বিভিন্ন জঙ্গি সংগঠন নিয়ে যথেষ্ট মাথাব্যথা রয়েছে পশ্চিমী দেশগুলির। এক সপ্তাহ আগেই কেনিয়ার রাজধানী নাইরোবির ওয়েস্টগেট শপিং মলে সোমালিয়ার আল শাবাব গোষ্ঠীর জঙ্গিরা অন্তত ৬৭ জনকে হত্যা করে। সোমালিয়া থেকে কেনিয়ার সেনা সরানোর দাবিতে ওই হামলা বলে দাবি করেছিল জঙ্গিরা। |