ফের শিখ বিদ্বেষের ঘটনা মার্কিন মুলুকে। জগজিৎ সিংহ নামের বছর পঞ্চাশের এক ট্রাক চালককে জঙ্গি বলার অভিযোগ উঠল মিসিসিপির ট্রাফিক পুলিশের বিরুদ্ধে। পুলিশের হাতে কৃপাণ তুলে দিতে অস্বীকার করায় গ্রেফতারও করা হলে তাঁকে। এতেও মিলল না রেহাই। অভিযুক্ত ট্রাফিক পুলিশের বিরুদ্ধে বিচার চেয়ে আদালতের দ্বারস্থ হতে গিয়ে আরও বেশি হেনস্থা হলেন ওই ট্রাক চালক। জগজিতের পাগড়ি দেখে রীতিমতো ক্ষেপে উঠলেন বিচারক। পাগড়ি না খুললে শাস্তি দেওয়ার কথাও বলেন তিনি। অভিযুক্ত ট্রাফিক পুলিশ ও বিচারকের এ হেন আচরণের তীব্র নিন্দা করেছেন ‘আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন’-এর ডিরেক্টর বিয়ার অটউড।
|
আসাদ-বাহিনীর যুদ্ধবিমান হানায় মৃত্যু হল অন্তত পক্ষে ১২ জনের। রবিবার সকালে ঘটনাটি ঘটে রাক্কা শহরে। সাতসকালে হঠাৎই শহরের একটি স্কুলে আঘাত হানে সিরিয়া সরকারের যুদ্ধবিমানটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৮ ছাত্র-ছাত্রী-সহ বারো জনের। আহতদের মধ্যে অধিকাংশেরই অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা তাই আরও বাড়তে পারে বলেই অনুমান করা হচ্ছে। আসাদ-বিরোধীদের দমনে দেশের বিদ্রোহী অধ্যুষিত অঞ্চলে প্রায়শই বিমানহানা ঘটায় সিরিয়া সরকার।
|
ইরানের এক ‘চর’কে গত ১১ সেপ্টেম্বর গ্রেফতার করা হয়েছে বলে রবিবার সরকারি ভাবে ঘোষণা করল ইজরায়েল। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রাষ্ট্রপুঞ্জের অধিবেশনে যোগ দিতে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এই কথা ঘোষণা করা হয়। ইজরায়েলের গোয়েন্দা দফতর সূত্রের খবর, আলি মনসুরি নামের বছর ৫৮-এর ওই ব্যক্তি অ্যালেক্স মান্স নাম নিয়ে ইজরায়েলে ছিলেন।
|
মেয়েদের ভয় পায় তালিবান। ভয় পায় শিক্ষার শক্তিকেও। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জানাল মালালা ইউসুফজাই। রবিরার তাকে সম্মানিত করে ঐতিহ্যবাহী এই বিশ্ববিদ্যালয়। মেয়েদের মধ্যে শিক্ষার প্রসারের সঙ্গে নিজের দেশ, পাকিস্তানের সোয়াট উপত্যকার কথাও ফিরে এসেছে মালালার মুখে।
|
গোলাপি রঙের মিনি মাউস আঁকা ব্যাগপ্যাক পিঠে নিয়ে অন্য দিনের মতোই স্কুলে পৌঁছে গিয়েছিল ৩ বছরের এক শিশু। ব্যাগ খুলেই চক্ষু চড়কগাছ। ব্যাগের ভিতর থরে থরে সাজানো ১৪টা মারিজুয়ানার প্যাকেট। ফোন যায় পুলিশে। মেয়েটিকে জিজ্ঞাসাবাদের পর বাবা-মায়ের হাতে তুলে দিয়েছে পুলিশ। জানা যায়, মেয়েটির বাবার এক বন্ধু এই কাণ্ড ঘটিয়েছেন। তাঁকে গ্রেফতার করা হয়েছে। |