ঝকঝকে দোকানই খদ্দের টানছে বেশি
দুর্গাপুজো মানেই নতুন পোশাক। পোশাকের দোকানগুলিতে ভিড় দেখেই বোঝা যায় পুজো আসতে বেশি বাকি নেই। কলকাতা ও সংলগ্ন শহরতলিতে পোশাকের দোকানগুলিতে এখন উপচে পড়ছে ভিড়। ব্যতিক্রম নয় গ্রাম বাংলার মহকুমা শহরগুলি। অন্যান্য জায়গার মত পুজোর বাজার জমে গিয়েছে কালনা শহরেও।
এ বারের পুজোর বাজারে কালনায় পোশাকের বৈচিত্র্য যেমন রয়েছে তেমনি সাবেকি পোশাকও রয়েছে। এককথায় ঐতিহ্য ও আধুনিকতার জোর লড়াই এ বার কালনার পুজোর বাজারের বৈশিষ্ঠ্য। তবে ব্যবসায়ীরা জানিয়েছেন, এ বার একটু হলেও কদর বেশি আধুনিক পোশাকের।
মহিলাদের পোশাকের ক্ষেত্রে এ বার বাজার মাতাচ্ছে নতুন নকশার চান্দেরি শাড়ি। চার থেকে পাঁচটি রঙে মিলছে এই শাড়ি। ভিতরে রয়েছে নানা কারুকার্য। বাজারে এর দাম ১২০০ টাকা থেকে ২,০০০ টাকার মধ্যে। চান্দেরি ছাড়াও শাড়ির মধ্যে পাটোলা শাড়ির বিক্রিও বেশ ভাল। এর দাম ৫০০ টাকা থেকে শুরু করে ৪,০০০ টাকা পর্যন্ত। এই শাড়ির চওড়া পাড় নজর কাড়ছে ক্রেতাদের। এছাড়াও চাহিদা রয়েছে কাজ করা সিল্কের শাড়ির। কালনা কলেজ মার্কেটের ব্যবসায়ী আশিষ হালদার জানান, ভিতরে কাজ করা শাড়িই বেশি বিক্রি হচ্ছে। কিশোরী থেকে বধূ সকলের মধ্যেই নতুন ধরনের শাড়ি কেনার হিড়িক এ বার বেশি। তাঁতশিল্পে কালনা মহকুমার খ্যাতি দীর্ঘ দিনের। সাবেকি তাঁতের শাড়ির দাম এ বার একটু বেশি হলেও তাঁতের শাড়ির বিক্রি অবশ্য কমেনি।
কালনার একটি পোশাকের দোকানে চলছে কেনাকাটা। নিজস্ব চিত্র।
এছাড়াও শাড়ির বাজারে লড়াইয়ে রয়েছে বালুচরী, কাঞ্জিভরম। চুড়িদারের মধ্যে এ বার নজর কাড়ছে ‘আনারকলি’। এই চুড়িদারের নীচের ঘের অনেকটাই বেশি। রয়েছে নানা নকশার কাজ।
পুরুষের পোশাকেও এ বার রয়েছে নতুনত্ব। বাজার ঘুরে দেখা গিয়েছে, এ বার পুরুষদের পোশাকে ‘শর্ট ঝুলে’র কদর বেশি। শহরের সাউ সরকার মোড়ের ব্যবসায়ী সুমিত সাহা জানান, ক্যাজুয়াল ট্রাউজার, নতুন ডিজাইনের চেক জামা এ বার ভাল বিকোচ্ছে। এ বার ভাল টি-শার্টের গড় দাম ৭০০ টাকা থেকে থেকে ১৫০০ টাকা। তবে এর থেকে কম দামেও মিলছে টি-শার্ট। আধুনিক পোশাকের পাশাপাশি সাবেকি জামা-প্যান্টের ছিট কাপড়ও বিক্রি হচ্ছে ভালই। এরসঙ্গেই বিক্রি হচ্ছে তসরের পাঞ্জাবী, ধুতি। কচিকাঁচাদের পোশাকেও এ বার দেখা যাচ্ছে বৈচিত্র্য। খুদেদের পুজো পোশাকে এ বার বেশি বিক্রি হট প্যান্ট, থ্রি কোয়ার্টার প্যান্ট, ধুতি প্যান্টের। এছাড়াও বিকোচ্ছে জিনস ও গেঞ্জি। ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কালনা শহরকে ঘিরে রয়েছে অনেকগুলি গ্রাম। তাই এই এলাকার অর্থনীতির ওঠাপড়া নির্ভর করে চাষের ভালমন্দের উপর। ফসলের দাম ভাল হলে কালনায় পুজোর বাজারেও কেনাকাটা ভাল হয়। তবে, শুধু কৃষি অর্থনীতিই নয়, বিকিকিনির বাজারে এখন পার্থক্য গড়ছে দোকানের পরিবেশ। শহুরে শপিং-মল সংস্কৃতিতে মজেছে প্রাচীন শহর কালনাও। শহরের বেশ কিছু পোশাক বিপণি এখন শীততাপনিয়ন্ত্রিত। খরিদ্দারের মন টানতে সুদৃশ্য পুতুলে সাজানো থাকছে পোশাক। বিভিন্ন দোকানে রয়েছে আকর্ষনীয় অফার।
ভাগীরথীর তীরের এই জনপদে ক্রমেই জাঁকিয়ে বসছে শহুরে সংস্কৃতি। পুজোর বাজারের আনাচে কানাচেও ফুটে উঠছে সেই ছবি।

পাইপগান-সহ গ্রেফতার
অস্ত্র-সহ এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম হাসিবুল শেখ। বাড়ি বীরভূমের সিউড়ির কাছে পুরন্দপুর গ্রামে। পুলিশ জানিয়েছে, শনিবার রাতে কেতুগ্রামের বন্নাসেরান্ডি গ্রামের কাছে বাদশাহি রোডের উপর থেকে তাকে ধরা হয়। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় পাইপগান। পুলিশ ধৃতকে রবিবার কাটোয়া আদালতে তুললে বিচারক তার ছ’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.