গভীর রাতে কোলিয়ারিতে ঢুকে কর্মীদের মারধর করে লুঠপাট চালাল একদল দুষ্কৃতী। শনিবার ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার পরাশিয়া কোলিয়ারিতে। কোলিয়ারি কর্তৃপক্ষ পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে। পুলিশ ও কোলিয়ারি সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত আড়াইটে নাগাদ একদল দুষ্কৃতী ওই খনিতে ঢোকে। এরপর সেখানকার ৫-৬ জন কর্মীকে মারধর করে। চারজনের মোবাইল ফোন কেড়ে নেয় তারা। কয়েকজনের কাছ থেকে জোর করে নগদ টাকাও নিয়ে নেয় বলে অভিযোগ। এরপর স্টোর রুম থেকে ৫০ ফুটের মতো কেবল-সহ বেশ কিছু যন্ত্রাংশ নিয়ে পালায় তারা। কোলিয়ারি কর্তৃপক্ষ জানিয়েছেন, এর আগে জুন মাসে একই ঘটনা ঘটেছিল। তাঁদের দাবি, কেঁদা ফাঁড়িতে অভিযোগ করা হলেও কোনও লাভ হয়নি। স্থানীয় বাসিন্দা তথা পঞ্চায়েত সমিতির সদস্য উদীপ সিংহ বলেন, “মনে হচ্ছে পুলিশ সব জেনে শুনেও চুপ করে বসে আছে।” তাঁর দাবি, আগ্নেয়াস্ত্র নিয়ে ওয়ারেন্ট থাকা দুষ্কৃতীরা ঘুরে বেড়াচ্ছে। পুলিশ অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।
|
ত্রিপাক্ষিক চুক্তির মাধ্যমে বর্ধমানের চালকল শ্রমিকদের পুজো বোনাসের সিদ্ধান্ত পাকা হল। শ্রম দফতরের মধ্যস্থতায় জেলার প্রায় সাড়ে চারশো চালকল মালিক ও আইএনটিটিইউসি জেলা সভাপতি প্রভাত চট্টোপাধ্যায়ের মধ্যে বৈঠকে শুক্রবার এই সিদ্ধান্ত হয়। প্রভাতবাবুর দাবি, চালকলগুলিতে কর্মরত ঠিকা শ্রমিকরা ন্যূনতম সাড়ে ৩ হাজার টাকা বোনাস পাবেন। স্থায়ী কর্মীদের বোনাস গত বছরের তুলনায় বেড়েছে সাড়ে সাতশো টাকা।
|
ডিএসপি এবং এএসপিতে এবার বাড়ছে না পুজো বোনাসের অঙ্ক। গত বারের মতোই এ বারও ডিএসপি-র কর্মীরা ১৬৬৮০ টাকা এবং এএসপি-র কর্মীরা ৯৬০০ টাকা বোনাস পাবেন। শ্রমিক নেতাদের খেদ, ডিএসপি গত বারের তুলনায় বেশি লাভ করেছে। তার সুফল বোনাসে মিলল না।
|
রামনাম সংকীর্তন। বিকাল পৌনে ৫টা। রামকৃষ্ণ মিশন আশ্রম। |