খেলার টুকরো খবর

রাসবিহারীর জয়
সুপার ডিভিশন ফুটবলে রাসবিহারী অ্যাথলেটিক ইউনাইটেড ক্লাব ৩-০ গোলে হারিয়েছে পুলিশ অ্যাথলেটিক ক্লাবকে। রাসবিহারীর হয়ে দুটি গোল করেছেন সংকেত রায় ও উজ্বল হাওলাদার। এই জয়ের ফলে ৬টি ম্যাচে রাসবিহারীর সংগ্রহ হল ১২ পয়েন্ট। তারা এর আগে দুটি ম্যাচে হেরেছে। সুপার ডিভিশন লিগের গতবারের চ্যাম্পিয়ন শিবাজী সঙ্ঘ লিগের শেষ দুটি ম্যাচে না খেলার সিদ্ধান্ত নিয়েছে। দলের কর্মকর্তা পুর্ণেন্দু মন্ডল বলেন, “চ্যাম্পিয়ন হওয়ার লড়াই থেকে পিছিয়ে যাওয়ার কারণেই আমাদের এই সিদ্ধান্ত।”

জিতল দীপালি সঙ্ঘ
—নিজস্ব চিত্র।
মহকুমা ক্রীড়া সংস্থার খেলায় রবিবার জিতল দীপালি সঙ্ঘ। অমরনাথ পার্ক স্টেডিয়ামের মাঠে তারা রামেশ্বরপুর যুবশক্তি ক্লাবকে ২-০ গোলে হারিয়েছে। টানা বৃষ্টিতে এ দিন মাঠের হাল ছিল বেশ খারাপ। তা সত্ত্বেও এ দিন শুরু থেকে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে। যুবশক্তি ক্লাবের ফুটবলাররাও নজর কেড়েছে। তাদের একটি শট ক্রসবারে লেগে ফিরে আসে।

বর্ধমানের জয়
আন্তঃজেলা সিনিয়র ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠল বর্ধমান। কোচবিহারের মাথাভাঙা স্টেডিয়ামে রবিবার তারা মালদহকে ৬-৪ গোলে হারিয়ে দিয়েছে। বর্ধমানের হয়ে হ্যাটট্রিক করেন কৃষ্ণকুমার সিংহ ও শৈলেশ কোড়া। সোমবার বীরভূম-কোচবিহার ম্যাচে জয়ী দলের বিরুদ্ধে মুখোমুখি হবে বর্ধমান।

বাস্কেটবলে শিবাজি
রোটারি ক্লাব অব বর্ধমান ও গ্রেটারের উদ্যোগে আন্তঃক্লাব বাস্কেটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল বর্ধমানের শিবাজি সঙ্ঘ। অরবিন্দ স্টেডিয়াম মাঠে ফাইনালে তারা ৫৯-৪৫ পয়েন্ট চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসকে হারিয়ে দিয়েছে। মেয়েদের বিভাগের ফাইনালে ব্লু একাদশ ৩৬-২৮ পয়েন্টে হারিয়েছে ইয়োলো একাদশকে।

জিতল মানকুণ্ডু
ভাতার একাদশ অ্যাথলেটিক ক্লাব আয়োজিত সারা বাংলা ফুটবলে রবিবার বেলেঘাটা একাদশকে ৪-০ গোলে হারিয়ে দিল মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব। শনিবার এই প্রতিযোগিতার অন্য খেলায় ভাতার এমপি ইন্সটিটিউশনের মাঠে বাঁকুড়া জঙ্গলমহল ১-৪ গোলে হেরেছে বারপুর ধনেখালি তরুণ সঙ্ঘের কাছে।

স্মৃতি ফুটবল
কমলপুর ইয়ং স্পোর্টিং ক্লাব আয়োজিত বুড়ো সরকার স্মৃতি নক আউট ফুটবলে রবিবারের খেলায় আমরা ক’জন ক্লাব ১-০ গোলে হারায় তানসেন এসিকে। গোল করেন সন্তোষ হেমব্রম।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.