টেন্ডার না করে বরাত দেওয়ার অভিযোগ তুলে মালদহ মেডিক্যাল কলেজের ক্যান্টিন বন্ধ করে দিল তৃণমূল। শনিবার দুপুরে কলেজের ছাত্রছাত্রীরা খাওয়া শেষ হলে একদল তৃণমূল কর্মী ক্যান্টিনের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারকে হুমকি দিয়ে ক্যান্টিন বন্ধ করে দেয় বলে অভিযোগ। তৃণমূলের বক্তহ্য, গত তিন বছর ধরে টেন্ডার না ডেকেই এক ঠিকাদারকে ক্যান্টিন চালানোর বরাত দেওয়া হচ্ছে।
ক্যান্টিন বন্ধের হুমকিতে হস্টেলে থাকা ১৪১ জন ছাত্রছাত্রী বিপাকে পড়েছে। শনিবার রাতে অবশ্য হস্টেলে রান্না হয়েছে বলে খবর। তবে রবিবার থেকে ক্যান্টিন বন্ধ থাকবে বলে ঠিকাদার সংস্থা জানিয়েছে। এক ছাত্রীর কথায়, “আগামীকাল থেকে কোথায় খাওয়ার পাব, বুঝতে পারছি না।” কলেজ কর্তৃপক্ষ টেন্ডার না হওয়ার কথা স্বীকার করে নিয়েছেন। অধ্যক্ষ উজ্জ্বল ভদ্র বলেন, “রাজ্যে একটি মেডিক্যাল কলেজ বাদে কোথাও টেন্ডার করে মেডিক্যাল কলেজের ক্যান্টিন চালানো হয় না। ছাত্রছাত্রীরাই কমিটি তৈরি করে ক্যান্টিন চালায়। এই কলেজ এখনও পুরোপুরি প্রস্তুত হয়নি। ফলে ক্যান্টিন টেন্ডার করা যায়নি। কলেজ কাউন্সিলের অনুমতি নিয়েই ক্যান্টিন চলছে।”
কলেজ কর্তৃপক্ষের যুক্তিতে অবশ্য তৃণমূল সন্তুষ্ট নয়। হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা পযর্টন মন্ত্রী কৃষ্ণেন্দু চৌধুরী বলেন, “অধ্যক্ষকে একাধিকবার ক্যান্টিনের জন্য টেন্ডার করতে অনুরোধ করছি। কিন্তু কর্তৃপক্ষ কথা শোনেনি। আজ দলের ছেলেরা ক্যান্টিন বন্ধ করে দিয়েছে। তবে ছাত্রছাত্রীদের যাতে অসুবিধা না হয় তা দেখা হবে।” ক্যান্টিনের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার গৌতম দস্তিদার বলেন, “২০১১ সালে যখন মেডিক্যাল কলেজ চালু হয় তখন থেকেই ক্যান্টিন চালাচ্ছি। অনেকদিন আগেই ক্যান্টিনের দায়িত্ব ছেড়ে দিতে চেয়েছিলাম, কিন্তু ছাত্রছাত্রীদের অসুবিধার কথা ছাড়তে পারিনি।” |