গত পাঁচ মাসে তাঁকে একাধিক বার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শনিবারও সল্টলেক কমিশনারেটে ডেকে পাঠিয়ে তাঁর জিজ্ঞাসাবাদ চলছিল। শেষ পর্যন্ত এ দিন সন্ধ্যায় সারদা-কাণ্ডের অন্যতম অভিযুক্ত সংস্থার আর এক উচ্চপদস্থ কর্তা সোমনাথ দত্তকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রের খবর, সারদার অধীন একটি বৈদ্যুতিন মাধ্যমের জেনারেল ম্যানেজার (অ্যাডমিনিস্ট্রেশন ও ফিনান্স) ইন্দ্রজিৎ রায়ের অভিযোগের ভিত্তিতে আদালতে একটি মামলা চলছে। এই মামলায় অন্যতম অভিযুক্ত হিসাবে ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন সুদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায় প্রমুখ। সোমনাথবাবু সারদার মিডিয়া শাখার ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তৃণমূল সূত্রের খবর, জনপ্রিয় এক অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তাঁর। তিনি সারদা কর্তাদের সঙ্গে কুণাল ঘোষের যোগাযোগ করিয়ে দিয়েছিলেন বলেও জানা গিয়েছে। তাই এই মামলার সূত্রেই তাঁর জিজ্ঞাসাবাদ চলছিল। পুলিশের দাবি, সোমনাথবাবুকে জিজ্ঞাসাবাদ করে এমন কিছু তথ্য পাওয়া গিয়েছে, যেখানে সোমনাথবাবুর ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল বলেই মনে করা হচ্ছে। তাই তাঁকে গ্রেফতারের প্রয়োজন হয়। আজ, রবিবার সল্টলেক এসিজেএম আদালতে তাঁকে তোলা হবে। এ দিন রাতে তাঁর মেডিক্যাল পরীক্ষা হয়। তাঁকে রাখা হয়েছে সেক্টর ফাইভ থানায়।
|
দিনমজুর, খেতমজুর, গৃহশ্রমিক বা যৌনকর্মী, যৌন হেনস্থার মুখোমুখি হতে হচ্ছে সকলকেই। তারই বিশদ চিত্র উঠে এল একটি সমীক্ষার রিপোর্টে। শনিবার ‘কর্মজীবী মহিলা পরিষদ’ সংগঠন প্রতিবেদনটি প্রকাশ করল কলকাতার ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে। ‘মহিলা শ্রমিকদের যৌন হেনস্থা ও কাজ’ প্রতিবেদনটির প্রকাশের অনুষ্ঠানে ছিলেন প্রায় শ’পাঁচেক মহিলা। মালবাজারের চা বাগানের শ্রমিক অষ্টবালা দাস এই সংগঠনের আহ্বায়ক। জানালেন, জলপাইগুড়ির বিন্নাগুড়ি ব্লকের চা বাগানে গত চার বছরে পাঁচ মেয়েকে ধর্ষণ করার অভিযোগ দায়ের হয়েছে। তাদের একজন খুনও হয়েছে। দেখা যাচ্ছে, ম্যানেজার বা সর্দার যখন তখন মেয়েদের গায়ে হাত দেয়। বাধা দিলে মজুরিটা ‘ঠিকঠাক’ মেলে না। ২০১৩-র এপ্রিলে কর্মক্ষেত্রে যৌন হেনস্থা ঠেকাতে আইন পাশ হলেও, অসংগঠিত শিল্প ক্ষেত্রে যৌন হেনস্থার অভিযোগ করতে পারছেন না মেয়েরা। উত্তর ২৪ পরগনার ইট ভাটায় রাতের পালিতে যাঁরা কাজ করেন, দরজাহীন ঘরে ঘুমোতে বাধ্য হন মেয়েরা। শৌচাগার, পানীয় জলের ব্যবস্থা নেই। মালিক অশালীন ভাষা, ভাবভঙ্গী ব্যবহার করেন। পুলিশ অভিযোগ নিতে চায় না। সমীক্ষায় দেখা যাচ্ছে, গৃহশ্রম পেশায় যুক্ত ৪২ শতাংশ মেয়েই কাজের বাড়িতে নির্যাতনের শিকার। বাথরুম ব্যবহার করতে না দেওয়া, না জানিয়ে ছাঁটাই, বোনাস চাইলে গালাগাল, ছাড়িয়ে দেওয়া, ইত্যাদির সমস্যার কথাও তাঁরা বলেন। সংগঠনের নেত্রী অনুরাধা তলোয়ার বলেন, “শহর ও গ্রামের শ্রমিক মেয়েরা একত্রিত হয়েছেন। অধিকার আদায়ে এটাই প্রথম পদক্ষেপ।”
|
লোকসভা ভোটের ময়দানে তৃণমূল এবং সিপিএম-কে কংগ্রেসের সহযোগী বলে প্রচার করবে রাজ্য বিজেপি। সেই যুক্তিতেই ওই দুই দলকে ভোট না দেওয়ার জন্য জনতার কাছে আবেদন জানাবে তারা। শনিবার হরিয়ানা ভবনে দলের রাজ্য কমিটির দু’ দিনের বৈঠকের প্রথম দিন এই প্রস্তাবই দিয়েছেন বিজেপি-র রাজ্য সভাপতি রাহুল সিংহ। দলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীকে সামনে রেখে পশ্চিমবঙ্গে নিজেদের ভোট বাড়াতে রাহুলের তত্ত্ব দেশে দু’টিই দল আছে। কংগ্রেস ও বিজেপি। এই দুয়ের মধ্যে একটি দল কেন্দ্রে সরকার গড়বে। তৃণমূল এবং সিপিএমের জাতীয় রাজনীতিতে ভূমিকা নেই। কংগ্রেস থেকে জাত তৃণমূল। আর সিপিএম তাত্ত্বিক ভাবে কংগ্রেসের স্বাভাবিক মিত্র। তাদের ভোট দেওয়া ঘুরিয়ে কংগ্রেসকেই ভোট দেওয়া। তাই ‘দুর্নীতিগ্রস্ত’ এবং ‘অন্তর্কলহে লিপ্ত’ কংগ্রেসের কেন্দ্রে ফের সরকার গড়া ঠেকাতে এ রাজ্যের মানুষের বিজেপি-কেই ভোট দেওয়া উচিত।
|
ব্যবসায়ীদের উপরে চাঁদার জুলুম রুখতে রাজ্যের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (ইবি)-কে নজরদারি চালাতে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার মহাকরণে টাস্ক ফোর্সের বৈঠকে মুখ্যমন্ত্রী এই নির্দেশ দিয়েছেন। চাঁদার জুলুম রুখতে মহাকরণ থেকে নির্দেশ পৌঁছেছে পুলিশ কমিশনারের কাছেও। একই সঙ্গে উৎসবের মুখে খুচরো বাজারে জিনিসপত্রের দাম যাতে নিয়ন্ত্রণে থাকে, সে ব্যাপারেও মুখ্যমন্ত্রী সতর্ক থাকতে বলেছেন কৃষি বিপণন দফতরের অফিসারদের। উৎসবের সুযোগে অসাধু ব্যবসায়ীরা যাতে চড়া দাম না হাঁকতে পারে, তার জন্য টাস্ক ফোর্সের সদস্যদেরও বাজার ঘুরে দেখার পরামর্শ দিয়েছেন তিনি।
|
মাদ্রাসার ৫০৯টি পদে শিক্ষকতার জন্য ৪৪১ জন প্রার্থীর তালিকা প্রকাশ করল মাদ্রাসা সার্ভিস কমিশন। মাদ্রাসার জন্য শিক্ষক-শিক্ষিকা বাছাই পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে শনিবার। ৫০৯টি শূন্য পদের জন্য আবেদন করেছিলেন ১ লক্ষ ৩৫ হাজার ৭৫ জন প্রার্থী। টেট-এ সফল হন ৩ হাজার ৮৮২ জন। তাঁদের মধ্যে ৬১২ জনকে ইন্টারভিউয়ে ডাকা হয়েছিল। চূড়ান্ত তালিকায় ঠাঁই পেয়েছেন ৪৪১ জন। তাঁরা কোন মাদ্রাসায় পড়াবেন, তা ঠিক করার জন্য ৫ ও ৬ অক্টোবর কাউন্সেলিং হবে। |