আঞ্চলিক কুষ্ঠ প্রশিক্ষণ কেন্দ্রের অফিসে আগ্নেয়াস্ত্র নিয়ে হানা দিয়ে কর্মীদের বেতনের টাকা লুঠ করে চম্পট দিল দুষ্কৃতীরা। শুক্রবার দুপুরের ডাকাতির এই অভিযোগ উঠল বাঁকুড়া সদর থানার গৌরীপুরে। পুলিশ জানিয়েছে, প্রায় দশ লক্ষ টাকা ও কয়েকটি মোবাইল ফোন ডাকাতি হয়েছে বলে থানায় অভিযোগ হয়েছে। জেলা পুলিশ সুপার মুকেশ কুমার বলেন, “পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ডাকাতির ওই ঘটনার পিছনে অন্তর্ঘাত রয়েছে কি না তাও আমরা খতিয়ে দেখছি।”
ওই প্রশিক্ষণ কেন্দ্রের ৬৫ জন কর্মীর মধ্যে ৪৩ জনকে বেতনের টাকা হাতে হাতে দেওয়া হয়। এ দিন বাঁকুড়া শহরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে পুলিশি পাহারায় প্রশিক্ষণ কেন্দ্রে বেতনের টাকা নিয়ে আসা হয়। কর্মীদের অভিযোগ, পুলিশ কর্মীরা বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে দু’টি মোটরবাইকে পাঁচ জন দুষ্কৃতী রিভলভার উঁচিয়ে প্রশিক্ষণ কেন্দ্রের নীচের তলায় ক্যাশিয়ারের অফিসে ঢোকে। সেখানে তখন জনা দশেক কর্মী ছিলেন। দুষ্কৃতীরা কয়েকজনের মোবাইল ফোন কেড়ে নিয়ে সবাইকে লাগোয়া বাথরুমে ঢুকিয়ে বাইরে থেকে দরজা আটকে দেয়। এরপর টাকা ভর্তি ব্যাগ নিয়ে তারা চম্পট দেয়। খবর পেয়ে ডিএসপি (আইন ও শৃঙ্খলা) কৃশানু রায় বাহিনী নিয়ে সেখানে তদন্তে যান। এলাকা নাকাবন্দিও করা হলেও রাত পর্যন্ত দুষ্কৃতীদের পুলিশ ধরতে পারেনি। প্রশিক্ষণ কেন্দ্রের ডিরেক্টর ভৈরবচন্দ্র মণ্ডল বলেন, “কর্মীদের বেতনের ন’লক্ষ ৬৫ হাজার টাকা ও চারটি মোবাইল ফোন লুঠ হয়েছে। কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেতন নিতে বলা সত্ত্বেও কিছু কর্মীরা আপত্তিতে তা হয়নি। না হলে এই ঘটনা হত না।” ওই অফিসের ২২ জনের বেতন তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ে। |