পুজোর আগে কর্তৃপক্ষ বাগান ছেড়ে যাওয়ায় বিপাকে পড়লেন ডুয়ার্সের দলসিংপাড়া চা বাগানের কয়েকশো শ্রমিক। গত সোমবার থেকে বোনাস বাড়ানোর দাবিতে বাগানের কাজ বন্ধ করেন শ্রমিকরা। বৃহস্পতিবার সকালে কারখানায় গিয়ে শ্রমিকেরা জানতে পারেন, রাতেই কর্তৃপক্ষ বাগান ছেড়ে চলে গিয়েছেন। কালচিনির বিডিও চন্দ্রসেন খাতি জানান, ম্যানেজাররা বুধবার রাতেই চা বাগান ছেড়ে চলে গিয়েছেন। তিনি বলেন, “কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পুজোর আগে খোলানোর চেষ্টা করছি।” |
বন্ধ হয়ে গেল ডুয়ার্সের দলসিংপাড়া চা বাগান।
বৃহস্পতিবার সকালে কারখানায় কাজ করতে এসে তা জানতে পারেন শ্রমিকেরা। |
চা বাগানের মালিক পক্ষের সংগঠন ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের ডুয়ার্স শাখার সচিব প্রবীর ভট্টাচার্য বলেন, “ কেন্দ্রীয় ভাবে যে বোনাসের হার ঠিক হয়েছে তা দলসিংপাড়ার শ্রমিকরা মানছেন না বলে জটিলতা তৈরি হয়েছে। সোমবার শ্রমিকরা বাগানের কাজ বন্ধ করে ম্যানেজারদের ঘিরে বিক্ষোভ দেখান। কর্তৃপক্ষ নিরাপত্তার অভাব বোধ করায় বাগান ছেড়েছেন ম্যানেজাররা।” |
উদ্বিগ্ন বাগানের শ্রমিকেরা। |
ওই বাগানের শ্রমিক রেখা মাহালি, হেমকুমারী ছেত্রীরা জানান, চলতি বছরে মালিক পক্ষ ৭ মাসের বোনাস দিতে চান। কিন্তু, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত হিসেব করে বোনাস হওয়া দরকার। তৃণমূলের চা শ্রমিক সংগঠনের নেতা অনিল লামা জানান, তাঁরা বাগান খোলানোর জন্য কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছেন। সিবিএমিউর নেতা কুমার ছেত্রী বলেন, “শ্রমিকেরা ২০ শতাংশ বোনাস চাইছেন। মালিক পক্ষ ১০০ দিনের কাজ বাদ দিয়ে সাড়ে ১৫ শতাংশ বোনাস দিতে চান। তা নিয়ে বিতর্ক চলছে। সমাধান সূত্র খোঁজা হচ্ছে।” |
ছবিগুলি তুলেছেন নারায়ণ দে। |