টুকরো খবর
পরিচালন সমিতির দখল নিয়ে মারামারি
ক্ষমতাসীন পরিচালন সমিতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা নিয়ে উত্তেজনা ছড়াল কৃষ্ণগঞ্জের তারকদাস মা মহারানী হাই স্কুলে। মঙ্গল ও বুধবার ওই স্কুলে ঝামেলা হয়েছে। গণ্ডগোলের জেরে দুই ছাত্র জখম হয়েছে। চলতি বছরে ফেব্রুয়ারিতে শিক্ষা বাঁচাও কমিটি ভোটে জিতে পরিচালন সমিতির দখল নেয়। দিন কয়েক আগে তৃণমূল ক্ষমতাসীন সমিতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে। তারপর মঙ্গলবার ক্ষমতাসীন গোষ্ঠীর সদস্যরা স্কুলে প্রধান শিক্ষকের সঙ্গে দেখা করেন। প্রধান শিক্ষক আনন্দমোহন মণ্ডল বলেন, “দেখা করতে এসে আমার সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন ওঁরা।” প্রতিবাদে বুধবার স্কুলে তালা ঝোলায় তৃণমূল। দু’পক্ষের মধ্যে মারামারি বাধে। লড়াইয়ের মাঝে পড়ে একাদশ শ্রেণির ছাত্র অমিত বিশ্বাস জখম হয়। সে শক্তিনগর হাসপাতালে চিকিৎসাধীন। তার বাবা সত্যরঞ্জন বিশ্বাসের দাবি, ‘‘আমার ছেলেকে তৃণমূলের লোকজন মেরেছে।” পরিচালন সমিতির সম্পাদক অলোক পাত্র বলেন, “মানুষের সমর্থনে আমরা ক্ষমতায় এসেছি। তৃণমূল এটা মানতে না পেরে আমাদের সরিয়ে দিতে চাইছে।” কৃষ্ণগঞ্জের তৃণমূলের ব্লক সভাপতি লক্ষণ ঘোষ চৌধুরী বলেন, “ওটা অভিভাবকদের নিজেদের মধ্যে সমস্যা। এর সঙ্গে আমাদের দল জড়িত নয়।”

আট ছাত্রের নামে থানায় নালিশ স্কুল কর্তৃপক্ষের
স্কুলে ভাঙচুর, সম্পত্তি নষ্ট ও নিজেদের মধ্যে মারপিটের অভিযোগে আট ছাত্রের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করল বেলডাঙা শ্রীশচন্দ্র স্কুল কর্তৃপক্ষ। বুধবার স্কুল চলাকালীন কটূক্তি করাকে কেন্দ্র করে একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রদের মধ্যে মারপিট বাধে। পরে স্কুলের বেঞ্চ, পাখা-সহ কিছু জিনিস তারা ভাঙচুর করে বলে অভিযোগ। স্কুল সূত্রে খবর, গত ৪ সেপ্টেম্বর দশম শ্রেণির ছাত্ররা একাদশ শ্রেণিতে বসেছিল বলে ছাত্রদের মধ্যে গণ্ডগোল শুরু হয়। লাঠি ও সাইকেলের চেন দিয়ে তারা মারামারি করে। স্কুলের প্রধানশিক্ষক বলরাম হালদার বলেন, “ওই ঘটনায় এই আট ছাত্রকেই পনেরো দিনের জন্য সাসপেন্ড করা হয়েছিল। কিন্তু তারপরেও তাদের আচরণে কোনও পরিবর্তন হয়নি। তাই স্কুলের সকলের সঙ্গে আলোচনা করে তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।” ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

খুনের দায়ে যাবজ্জীবন
এক ব্যক্তিকে ধারাল অস্ত্র দিয়ে খুনের দায়ে দু’জনকে যাবজ্জীবনের সাজা শোনান কান্দির অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক বিদ্যুৎ রায়। বৃহস্পতিবার তিনি ওই সাজা ঘোষণা করেন। সরকার পক্ষের আইনজীবী সুনীল চক্রবর্তী জানান, ২০১০ সালের ৭ জুলাই বর্ধমানের কেতুগ্রামের মৌগ্রামের হাসেম শেখকে সালার বাসস্ট্যান্ডে বাস থেকে নামিয়ে খুন করা হয়। ঘটনার পর মৃতের স্ত্রী লিলি বিবি বালি মোল্লা, ফরিদ শেখ, দুদুন মোল্লা ও মিরাজ মোল্লার নামে খুনের অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত দুদুন ইতিমধ্যে মারা গেছে। মিরাজ ঘটনার পর থেকেই বেপাত্তা। ওই ঘটনায় এ দিন বিচারক মৃতের গ্রামেরই বাসিন্দা বালি ও সালারের কুলুরি গ্রামের বাসিন্দা ফরিদকে যাবজ্জীবনের সাজা দেন। জানা গিয়েছে, জমি সংক্রান্ত বিবাদের জেরে হাসেম শেখকে খুন করা হয়।

হাঁড়ি নিয়ে হাতাহাতি
হাঁড়ি হারানো নিয়ে বৃহস্পতিবার সকালে খড়গ্রামের আমজুয়া গ্রামে গণ্ডগোল বাধে। প্রধান টুম্পা মার্জিত ঝামেলা মেটাতে চাইলেও জিইয়ে রাখতে চান পঞ্চায়েত সদস্য মাধব মার্জিত। উভয়েই কংগ্রেসের। মারামারিতে উভয়ের পরিবারের পাঁচ জন জখম হয়ে কান্দি ও বহরমপুর হাসপাতালে ভর্তি। টুম্পাদেবীর দাবি, “প্রধান হতে না পেরেই মাধববাবুর লোকজন মারল।” মাধববাবু বলেন, “টুম্পাদেবীর পরিবার নিজেদের মধ্যে মারামারি করেছে।” কান্দির এসডিপিও সন্দীপ সেন বলেন, “দু’পক্ষের মারামারি হলেও কোনও অভিযোগ দায়ের হয়নি।”

অস্ত্র-সহ ধৃত
আগ্নেয়াস্ত্র-সহ পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে। ধৃত ফিরোজ শেখ, শক্রঘ্ন রায় ও আনারুল শেখ মুর্শিদাবাদের বাসিন্দা। বুধবার পুলিশ দু’টি আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড গুলি সহ ওই তিনজনকে নদিয়ার চাপড়া এলাকার সীমানগর থেকে পাকড়াও করে। পুলিশের অনুমান, ধৃতরা ডাকাতির উদ্দেশে জড়ো হয়েছিল।

নাতি খুনে ঠাকুমা ধৃত
অ্যাসিড ছুড়ে নাতিকে খুনে অভিযুক্ত ঠাকুমাকে গ্রেফতার করল পুলিশ। বুধবার রাতে হিরা বিবি নামে ওই মহিলাকে ভরতপুর থানার আমলা গ্রাম থেকে ধরা হয়। বৃহস্পতিবার ধৃতকে কান্দি আদালতে তোলা হলে বিচারক তিন দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। অভিযোগ, পুত্রবধূর বাপের বাড়ি থেকে পণের বাকি টাকা না পেয়ে গত মঙ্গলবার ভোরে ঘুমন্ত নাতিকে আ্যাসিড ছুড়েছিলেন হিরা বিবি। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন ওই মহিলা।

দেহ উদ্ধার
নিখোঁজের কয়েক দিন পর বৃহস্পতিবার গ্রামেরই একটি আমবাগান থেকে পুলিশ এক ব্যক্তির পচা গলা ঝুলন্ত দেহ উদ্ধার করল। গোকুল ঘটক (৪৭) নামে ওই ব্যক্তির বাড়ি শান্তিপুরের হরিপুর এলাকায়। পুলিশ জানায়, মানসিক অবসাদগ্রস্ত ওই ব্যক্তি অন্তত এক সপ্তাহ আগে আত্মঘাতী হয়েছেন।

কুপিয়ে খুন
মোরফুল মোমিন (৩৫) নামে এক যুবককে কুপিয়ে খুন করে থানায় গিয়ে আত্মসমর্পণ করল রানা মহলদার নামে এক যুবক। দু’জনেরই বাড়ি সুতির অরঙ্গাবাদে। বুধবার বিকেলের ওই ঘটনায় রানাকে গ্রেফতার করেছে পুলিশ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.