বাজারে প্রথম শেয়ার ছাড়ার সময়ে ২০১০ সালে নিজেদের কয়লার ভাণ্ডার সম্পর্কে কার্যত কোনও ভুল তথ্য সেবিকে কোল ইন্ডিয়া দেয়নি বলে দাবি করেছেন কর্তৃপক্ষ। সম্প্রতি কোনও কোনও মহল থেকে অভিযোগ করা হয় যে, শেয়ার ছাড়ার সময়ে আবেদনপত্রে কোল ইন্ডিয়া তাদের সঞ্চিত কয়লার পরিমাণ অতিরঞ্জিত করে দেখিয়েছিল। সম্প্রতি কোল ইন্ডিয়ার সিএমডি এস নরসিংহ রাও বলেন, ২০১০ সালে তাঁরা কয়লার ভাণ্ডার নির্ধারণ করার জন্য এক রকম পদ্ধতিতে হিসাব করতেন। পরে আন্তর্জাতিক পদ্ধতি মেনে হিসাবের প্রক্রিয়া পরিবর্তন করা হয়। এর জন্যই কয়লার ভাণ্ডার সস্পর্কে দু’রকম তথ্য প্রকাশ পেয়েছে। কিন্তু কয়লার মূল পরিমাণে কোনও হেরফের হয়নি। রাওয়ের অভিযোগ, এ ক্ষেত্রে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে কোল ইন্ডিয়াকে হেয় করা হচ্ছে।
|
যে সব করদাতার রিটার্ন অডিট করাতে হয়, তাঁরা অনলাইন ব্যবস্থায় রিটার্ন জমা দেওয়ার জন্য এক মাস বাড়তি সময় পাবেন। সিবিডিটি তা জমার শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর থেকে বাড়িয়ে আগামী ৩১ অক্টোবর করেছে। তবে পুরনো পদ্ধতিতে হাতে হাতে রিটার্ন জমা দিলে সময়সীমা ৩০ সেপ্টেম্বরই থাকছে। অল ইন্ডিয়া ফেডারেশন অফ ট্যাক্স প্র্যাক্টিশনার্সের সেক্রেটারি জেনারেল নারায়ণ জৈন বলেন, “আমাদের সংগঠন অনলাইনে এবং হাতে হাতে, দু’ক্ষেত্রেই অডিট করা রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ১ মাস বাড়ানোর দাবি করেছে।”
|
বাজারে নতুন সিমেন্ট আনল এসিসি। সংস্থার দাবি, তাদের এই ‘এসিসি প্লাস’ ব্র্যান্ডের সিমেন্টটি উন্নত মানের ফ্লাই-অ্যাশ থেকে তৈরি করা হয়েছে। যা দিয়ে বাড়ি তৈরি করলে তুলনায় অনেক বেশি মজবুত হবে। পুরুলিয়ায় এসিসি-র দামোদর সিমেন্ট কারখানায় এটি উৎপাদন করা হবে বলেও জানিয়েছে সংস্থা।
|
দিব্যেন্দু বসু বণিকসভা বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। |