টুকরো খবর
সুপারভাইজার খুন
পাথর খাদানের এক সুপারভাইজারকে পিটিয়ে খুন করা ও এক কর্মীকে মারধর করার অভিযোগ উঠল ঝাড়খণ্ডের শিকারিপাড়া থানার শালডাঙা গ্রামে। মহম্মদবাজারের পাঁচামি লাগোয়া ওই এলাকায় ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে। নিহতের নাম পাপ্পু সিং (৩৫)। পটনার বৈশালি এলাকায় তাঁর বাড়ি। দুমকার পুলিশ সুপার নির্মলকুমার মিশ্র বলেন, “কী কারণে, কে বা কারা তাঁকে খুন করেছে পুলিশ তদন্ত করছে। নিহত ও আহতকে সিউড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ময়না-তদন্তের পরে ওই সুপারভাইজারের দেহ তাঁর আত্মীয়দের হাতে তুলে দেওয়া হয়েছে।” আহত কর্মী রথীন্দ্রনাথ সাহার বাড়ি মহম্মদবাজারের খয়ড়াকুড়িতে। তিনি বলেন, “পাপ্পুদার চিৎকারে আমার ঘুম ভেঙে যায়। কিছু বুঝে ওঠার আগেই আমাকে একজন রড, লাঠি দিয়ে মারধর করে। খাদানের অন্য কর্মীরা চলে আসায় ওরা পালিয়ে যায়।” খাদানের ম্যানেজার বিশ্বজিৎ মণ্ডল বলেন, “আমাদের কার্যালয় ঘটনাস্থল থেকে ৬-৭ কিলোমিটার দূরে। কার্যালয়টি মহম্মদবাজার থানার মধ্যে পড়ে। ঘটনাস্থলের কাছাকাছি কর্মী, খালাসি মিলিয়ে ২৫-৩০ জন ছিলেন। গরমের জন্য বেশিরভাহ লোকজন বাইরে ঘুমোন। কে বা কারা এই কাজ করল বুঝে উঠতে পারছি না।”

পরিদর্শনে রেলকর্তারা
পূর্ব রেলের সাহেবগঞ্জ লুপ লাইনের বোলপুরের লালপুল সম্প্রসারণ নিয়ে রেলের আধিকারিক এবং পুর-কর্তৃপক্ষের সঙ্গে মঙ্গলবার একপ্রস্থ আলোচনা হয়ে গেল। ওই দিন চিফ ইঞ্জিনিয়র দীপঙ্কর দাশগুপ্ত-সহ রেলের একাধিক কর্মী, আধিকারিক সরেজমিনে খতিয়ে দেখেন ওই সঙ্কীর্ণ সেতু লালপুল। প্রসঙ্গত, সাহেবগঞ্জ লুপ লাইনের উপর থাকা ওই সেতু বোলপুর ও আশপাশের একাধিক জেলায় যাওয়ার জন্য ব্যবহার করেন নিত্যযাত্রী থেকে স্কুল কলেজ পড়ুয়া। সঙ্কীর্ণ এই সেতু অবিলম্বে সম্প্রসারণের দাবি দীর্ঘদিনের। চিফ ইঞ্জিনিয়র দীপঙ্কর দাশগুপ্ত বলেন, “লালপুল সম্প্রসারণের জন্য ১৩ কোটি ৭ লক্ষ টাকা ধার্য করা হয়েছে। পুরকর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। আমরা দ্রুত কাজ শুরু করব।” বোলপুরের পুরপ্রধান সুশান্ত ভকত জানান, পৌষমেলার পর কাজ শুরু হবে লালপুল সেতু সম্প্রসারণের কাজ। ওই সেতুর দু’দিকে ফুটব্রিজ থাকবে।

রবীন্দ্রনাথ নিয়ে আলোচনা
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউ জি সি অনুমোদিত) আর্থিক সহযোগিতায় দু’দিনের জাতীয়স্তরের আলোচনাচক্র শেষ হল বুধবার। বিষয়বস্তু ‘নানা রঙের রবীন্দ্রনাথ’। মঙ্গলবার থেকে এই আলোচনাচক্র শুরু হয়েছিল নলহাটি হিরালাল ভকত কলেজে। ‘নাট্যকার ও অভিনেতা রবীন্দ্রনাথ’ বিষয়ে বক্তব্য রাখেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাটক বিভাগের অধ্যাপক সৌমিত্র বসু। ‘যুক্তিবাদী রবীন্দ্রনাথ, অতিপ্রাকৃত ছোটগল্পের দর্পণ’ নিয়ে বক্তব্য রাখেন ভাগলপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ইরা ঘোষাল এবং ‘জাতীয়তা, আন্তর্জাতিকতা ও রবীন্দ্রনাথ’ নিয়ে বলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক গোলাম মুস্তাফা।

শিশুকে ‘অপহরণ’, ধৃতের জেল হাজত
শিশুকে অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃত খায়রুল আলমকে মঙ্গলবার সিউড়ি আদালতে হাজির করানো হলে বিচারক ১৪ দিন জেলহাজতে রাখার নির্দেশ দেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত শনিবার থেকে সাঁইথিয়া নবডাঙাল গ্রামের বাসিন্দা সাত বছরের শিশু আব্বাসউদ্দিনের খোঁজ মিলছিল না। প্রথমে পরিবারের লোকেরা ভেবেছিলেন, শিশুটি হারিয়ে গিয়েছে। পরে মুক্তিপণ চেয়ে বাড়ি ফোন আসায় সেই ধারণা বদলে যায়। তদন্তে নেমে পুলিশ ঝাড়খণ্ডের পাকুড় থেকে শিশুটিকে উদ্ধার করে। খায়রুল নামে ওই যুবককে গ্রেফতার করে। ধৃত ওই যুবক শিশুটির সম্পর্কে দাদা হয়।

শিক্ষকদের প্রশিক্ষণ শিবির
পঞ্চম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত নতুন পাঠ্যক্রমের জন্য নলহাটি ১ ব্লকের মাধ্যমিক স্কুলগুলির শিক্ষকদের চার দিনের প্রশিক্ষণ কর্মশালা সোমবার থেকে শুরু হয়েছে হরিপ্রসাদ হাইস্কুলে। আজ, বৃহস্পতিবার এই কর্মশালা শেষ হবে। সেখানে বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, শারীরশিক্ষা এই ৭টি বিষয়ের উপর ৩৩৭ জন শিক্ষক প্রশিক্ষণ নিচ্ছেন।

দুর্ঘটনায় মৃত্যু
ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল দু’জনের। মৃতেরা হলেন নলহাটির চালবাজার এলাকার নিখিল দফাদার (৪৩) ও বর্ধমান জেলার কাটোয়া থানার কেসিয়া মল্লিকপুরের সানোয়ার হোসেন (২৫)। বুধবার সকালে নলহাটি স্টেশনে ট্রেনে চাপতে গিয়ে পড়ে যান নিখিলবাবু। তখন বর্ধমান-সাহেবগঞ্জ লোকাল ট্রেনে কাটা তিনি কাটা পড়েন। অন্য দিকে, মঙ্গলবার মুরারই থানার রাজগ্রামে রেললাইনে কাজ করার সময়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় সানোয়ার হোসেনের।

বাজ পড়ে মৃত ২
বুধবার দুপুরে রাজনগরের গাংমুড়ি-জয়পুর পঞ্চায়েতের কালপাহাড়ী গ্রামের কাছে একশো দিন প্রকল্পে কাজ করার সময়ে বজ্রাঘাতে মৃত্যু হল সোমলাল মারাণ্ডি (২৬) ও মেরিলাল মারাণ্ডি (২১) নামে দুই যুবকের। তাঁরা কালপাহাড়ী গ্রামের বাসিন্দা।

গ্রেফতার ১
উদ্ধার হওয়া মুদ্রা। —নিজস্ব চিত্র।
নকল সোনার মুদ্রা-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল সিউড়ি পুলিশ। ধৃত শেখ নাজিরুদ্দিনের বাড়ি সাঁইথিয়া থানার আমোদপুরে। সোমবার বিকেলে তাকে সিউড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাকে সিউড়ি আদালতে তোলা হলে বিচারক জেল হাজতের নির্দেশ দেন।

কর্মশালা
কম খরচে বেশি লাভ ও বিভিন্ন বিষয়ে মৎস্য চাষিদের মধ্যে সচেতনতা বাড়াতে ইলামবাজারের চৌমণ্ডলপুরে একটি কর্মশালা হয়েছে। ইলামবাজার-সহ বোলপুর, পাড়ুই এলাকার শতাধিক মৎস্যচাষি যোগ দিয়েছিলেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.