টুকরো খবর
সিরিয়ায় নিখোঁজ স্পেনের সাংবাদিক
আফগানিস্তান থেকে শুরু করে ইরাক, লেবানন, আলজিরিয়ার নানা যুদ্ধক্ষেত্রে খবর জোগাড় করতে দৌড়ে বেরিয়েছেন স্পেনের সাংবাদিক মার্ক মার্জিনেদাস। বার্সেলোনার একটি সংবাদপত্রের যুদ্ধ বিশেষজ্ঞ হিসেবে যে কোনও দেশে যুদ্ধ বাধলেই পৌঁছে যেতেন সেখানে। ১ সেপ্টেম্বর একই ভাবে চলে এসেছিলেন সিরিয়াতেও। ২০১১ সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরুর পর থেকে এই নিয়ে তৃতীয় বার সেখানে যান তিনি। তার পরই ৪ সেপ্টেম্বর থেকে নিখোঁজ মার্ক। সিরিয়ার কোনও গোষ্ঠী অবশ্য এখনও তাঁকে অপহরণের দায় স্বীকার করেনি। তবে মার্ক যে সংবাদপত্রে কাজ করেন সেটির দাবি, হামা শহরের কাছ থেকে জেহাদিরা অপহরণ করেছে তাঁকে। নানা সূত্র থেকে তারা এই তথ্য জানতে পেরেছে। ৪ তারিখের পর থেকে কোনও খোঁজ নেই মার্কের। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রিপোর্টে ইতিমধ্যেই সিরিয়াকে সাংবাদিকদের পক্ষে সব চেয়ে বিপজ্জনক স্থান বলে ঘোষণা করা হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই বুধবার সিরিয়ায় ফিরে এসেছে রাষ্ট্রপুঞ্জের বিশেষজ্ঞ দল। সেখানে রাসায়নিক অস্ত্রের প্রয়োগ হয়েছিল কি না, তা নিয়ে ফের শুরু হবে তদন্ত। অভিযোগ, গত ৩০ মাসের সংঘর্ষের মধ্যে আসাদ বাহিনী রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে অন্তত ১৪ বার। যার বলি হয়েছেন ১ লক্ষেরও বেশি মানুষ।

জলের প্রমাণ কৌতূহলীর হাতে
মঙ্গলের মাটিতে জল থাকার আরও প্রমাণ পেল মিস কৌতূহলী। নাসার মঙ্গলযান কিউরিওসিটি ওজনে প্রায় এক টন। ওই পৃথুলা শরীর নিয়েই বহু মাস হেঁটে সে পৌঁছেছে শার্প পর্বতের পাদদেশে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডন সামনার জানিয়েছেন, কিউরিওসিটি শার্প পর্বতের এই পাদদেশ থেকে কিছু বেলে পাথর পেয়েছে, যার ভিতরে ভর্তি ছোট ছোট ছিদ্র। জলের ধারা যাওয়ার জন্যই এত ছোট ছিদ্র তৈরি হয়েছিল, অনুমান বিজ্ঞানীদের। এর আগে ইয়েলোনাইফ বে-তে আস্ত একটা হ্রদ থাকার প্রমাণ পেয়েছিল কৌতূহলী। ইয়েলোনাইফ বে না কি শার্প পর্বতে পাওয়া প্রমাণ, কোনটা বেশি পুরনো, দু’জায়গাতেই একই রকম তরল প্রবাহিত হয়েছিল কি না এ সব জানতে অপেক্ষা করতে হবে আরও ক’টা দিন।

জিনস পরে আসায় জরিমানা ছাত্রীকে
নিষেধাজ্ঞা অমান্য করে জিনস পরে বিশ্ববিদ্যালয়ে আসার অপরাধে জরিমানা করা হল এক ছাত্রীকে। পাকিস্তানের ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েনস অ্যান্ড টেকনোলজি (এনইউএসটি)-তে ছাত্রীদের ওড়না ব্যবহার করা বাধ্যতামূলক এবং জিনস পরা নিষিদ্ধ। ছেলে আর মেয়েকে এক বেঞ্চে বসতে দেখলেও জরিমানা করা হয় ৫০০ কিংবা ১০০০ টাকা। কলেজ কর্তৃপক্ষের এই নিষেধাজ্ঞা শুধু ছাত্রছাত্রী নয়, শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রেও প্রযোজ্য। যদিও বিশ্ববিদ্যালয় সূত্রে এই তথ্য অস্বীকার করা হয়েছে।

ওবামার প্রশংসা ইরানের কাগজে
ইরান নিয়ে আমেরিকার দৃষ্টিভঙ্গি বদলকে স্বাগত জানাল দেশেরই এক দৈনিক। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় বুধবার মার্কিন প্রেসিডেন্ট বলেন, অতীতকে তো এত সহজে বদলে ফেলা যায় না। তবে পারস্পরিক বিশ্বাস আর সম্মানের ভিত্তিতে নতুন দিশা দেখতে পারে দু’দেশের সম্পর্ক। ১৯৮০ সাল থেকে আমেরিকা ও ইরানের মধ্যে কোনও দ্বিপাক্ষিক সম্পর্ক নেই।

খুন ভারতীয়
বন্দুকবাজের হাতে খুন হলেন এক ভারতীয় বংশোদ্ভূত। ফিলিপিন্সের সংবাদমাধ্যম সূত্রের খবর, হাইওয়েতে রাস্তা আটকে কয়েক জন দুষ্কৃতী যশবিন্দরের দিকে পর পর গুলি চালিয়ে পালিয়ে যায়। হাসপাতালে মৃত বলে ঘোষণা করা হয় যশবিন্দরকে।

মার্কিন মুলুকের ডায়েরি

বন্ধু ইরান
আমেরিকায় হাজির নতুন ইরান। ইরানের সঙ্গে এত দিন সংঘাতই হয়েছে মার্কিন কর্তাদের। রাষ্ট্রপুঞ্জের অধিবেশনে ফিদেল কাস্ত্রো, মুয়াম্মর গদ্দাফির মতোই আমেরিকার বিরুদ্ধে গলা ফাটাতেন ইরানের প্রেসিডেন্ট। এ বার কিন্তু সে দেশের নতুন প্রেসিডেন্ট হাসান রৌহানির দিকে বন্ধুত্বের হাত বাড়াল ওবামা প্রশাসন। ফলে ইরান-ভারত সুসম্পর্কের দিকে আমেরিকা যে ভাবে ভুরু কুঁচকে তাকাত, এ বার আর তা হবে না। বরং পশ্চিম এশিয়ায় শান্তি আনতে দিল্লি সচেষ্ট হলে খুশিই হবে হোয়াইট হাউস।

স্বস্তি সিরিয়া
রাশিয়ার সাহায্যে সিরিয়ার সঙ্গে মধ্যস্থতায় ব্যস্ত আমেরিকা। ফিকে হয়ে আসছে সিরিয়ার উপর আক্রমণের সম্ভাবনাও। মার্কিন কংগ্রেসেও এ নিয়ে প্রস্তাব পাশ হয়নি। সব মিলিয়ে খুশি রাষ্ট্রপুঞ্জের অধিবেশনে যোগ দিতে আসা প্রধানমন্ত্রীর সচিবালয়ের এক কর্তা। তাঁর কথায়, “হাঁফ ছেড়ে বেঁচেছি। প্রধানমন্ত্রীর সফর চলাকালীন আমেরিকা যুদ্ধ ঘোষণা করলে বিরোধিতা করতে হত। অতিথি হয়ে এসেও ঝগড়া করার মতো বিড়ম্বনায় পড়তে হল না!”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.