টুকরো খবর
দুর্ঘটনায় মৃত ২, আহত ৫
একটি গরু বোঝাই ট্রাকের সঙ্গে অন্য একটি ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে দু’জনের। আহত হয়েছেন আরও পাঁচজন। বুধবার ভোর চারটে নাগাদ বুদবুদ সেনাছাউনির ২ নম্বর গেটের কাছে দু’নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। মৃতদের নাম সরাই শেখ (৩৮) ও মানোয়ারা খান (৪০)। সরাই শেখের বাড়ি মঙ্গলকোটের ঝিলু গ্রামে ও মানোয়ারা খান স্থানীয় মাথরুন গ্রামের বাসিন্দা। এঁরা দুজনেই গরু ব্যবসায়ী। আহতদের বর্ধমান মেডিক্যালে ভর্তি করানো হয়েছে। মারা গিয়েছে ১০টি গরুও। ভোরে একটি গরু বোঝাই একটি ট্রাক পুরুলিয়া থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল। তখনই দুর্ঘটনা ঘটে। পুলিশের প্রাথমিক ধারণা, অন্য ট্রাক বা গাড়িকে ওভারটেক করতে গিয়েই দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই মারা যান এক জন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আর এক ব্যবসায়ী। পাঁচজন কর্মীকে আহত অবস্থায় প্রথমে পুরষা ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদেরকে বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়।

বিদ্যুৎ বাঁচাতে উদ্যোগ
বারবার টান্সফর্মার বিকল হওয়া আটকাতে এবার নিজেরাই এগিয়ে এলেন বাসিন্দারা। বুধবার জামুড়িয়ার নিউ সাতগ্রাম ও সেন্ট্রাল সাতগ্রাম এলাকায় তাঁরা নিজেরাই ১৮০টি বাড়ি থেকে হিটার খুলে সেগুলি নষ্ট করে দেন। বাসিন্দাদের দাবি, এলাকার বেশ কিছু বাড়িতে হিটারে রান্না হওয়ায় অতিরিক্ত ভার বইতে না পেরে বারবার ট্রান্সফর্মার বিকল হয়ে পড়ছে। আর একবার খারাপ হলে তা সারাতেও অনেক সময় নিচ্ছে কর্তৃপক্ষ। ফলে দীর্ঘদিন বিদ্যুৎহীন পড়ে থাকছে এলাকা। তাঁদের অভিযোগ, খনি কর্তৃপক্ষ বারবার হিটার ব্যবহার করতে বারণ করলেও অনেক বাসিন্দাই তা শুনছেন না। তাই এ দিন যাঁরা হিটার ব্যবহার করেন না তাঁরা একজোট হয়ে ১৮০টি বাড়িতে ঢুকে হিটার খুলে ফেলেন। পরে তা নষ্টও করে দেন। খনি কর্তৃপক্ষ জানান, তাঁরাও চান আবাসিকেরা সচেতনতায় জোর দিন।

মেয়ে পাচারে ধৃত প্রাক্তন সেনাকর্মী
—নিজস্ব চিত্র।
নাবালিকা পাচারের অভিযোগে এক প্রাক্তন সেনাকর্মীকে গ্রেফতার করল দুর্গাপুর জিআরপি। বুধবার হওড়াগামী পূর্বা এক্সপ্রেস থেকে তাকে ধরা হয়। ধৃতের নাম স্বপন দীক্ষিত। বাড়ি বসিরহাটে। আরপিএফ সূত্রে জানা গিয়েছে, এ দিন আসানসোল স্টেশন পেরোনোর পরে হাওড়াগামী পূর্বা এক্সপ্রেসে তল্লাশি চালায় আরপিএফ। তখনই ওই নাবালিকা ও পাচারকারীকে সন্দেহ হয় তাঁদের। জিজ্ঞাসাবাদ করার জন্য তাদের দু’জনকে দুর্গাপুর স্টেশনে নামানো হয়। সেখানে পুলিশ জানতে পারে, বাংলাদেশের যশোর এলাকার বাসিন্দা ওই নাবালিকাকে ৪৬ বছর বয়সী স্বপন দীক্ষিত প্রথমে বিক্রি করার উদ্দেশ্যে দিল্লি নিয়ে যায়। সেখানে প্রায় একমাস থাকার পর কিছু সমস্যা হওয়ায় ধৃত ব্যক্তি তাকে একই উদ্দেশ্যে কলকাতায় আনছিল। আরপিএফ সূত্রে আরও জানা গিয়েছে, ধৃত ব্যক্তি আগে সেনাবাহিনীতে কাজ করত। ১৯৯৩ সালে তাকে বরখাস্ত করে সেনা দফতর। ধৃতের কাছ থেকে নগদ ৫১ হাজার টাকা ও তিনটি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ছাত্রীকে উত্ত্যক্ত করায় গ্রেফতার
মেয়েকে দিনের পর দিন উত্ত্যক্ত করছিল একদল যুবক। বাবা প্রতিবাদ করায় ওই যুবকেরা মাটিতে ফেলে মেরেছিল তাঁকে। আসানসোল উত্তর থানার ধাদকা তপসি অঞ্চলের সেই ঘটনায় মঙ্গলবার রাতে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ছোটুকুমার তাঁতিকে বুধবার আদালতে তোলা হলে বিচারক তাকে জেল হাজতে পাঠান। অভিযুক্ত আরও দু’জনকে খুঁজছে পুলিশ। বুধবার ওই ছাত্রীরও গোপন জবানবন্দি নিয়েছেন বিচারক। গত শনিবার রাতে ওই ছাত্রী তার কয়েকজন সহপাঠীর সঙ্গে টিউশন থেকে বাড়ি ফিরছিল। এলাকার দু’নম্বর জাতীয় সড়ক সংলগ্ন একটি মোড়ের দোকান থেকে তাদের উদ্দেশ্যে কটুক্তি করে কয়েকজন দুষ্কৃতী। ওই ছাত্রীর বাবা বজরঙ্গ পণ্ডিত বিষয়টি জেনে ওই দিন মেয়েকে আনতে যান। যুবকেরা প্রতিবাদ করায় প্রতিবাদ করেন তিনি। এরপরেই তাঁকে মারধর করে দুষ্কৃতীরা। পুলিশ অভিযোগ পেয়ে তল্লাশি চালিয়ে মঙ্গলবার রাতে একজন অভিযুক্তকে ধরেছে।

খনিতে হানা
খোলামুখ খনিতে হানা দিয়ে চারটি গ্যাস সিলিন্ডার ও দুটো গ্যাস কাটার উদ্ধার করল জামুড়িয়া পুলিশ। মঙ্গলবার রাতে জামুড়িয়ার নর্থ সিহারশোল খোলামুখ খনি থেকে এগুলি মেলে। পুলিশ জানিয়েছে, রাতে আচমকা তাঁরা খবর পান জনা কয়েক দুষ্কৃতী ওই খোলা মুখ খনিতে দাঁড় করিয়ে রাখা ডাম্পারের যন্ত্রাংশ কাটার জন্য জড়ো হয়েছে। পুলিশ দ্রুত সেখানে পৌঁছলে দুষ্কৃতীরা সিলিন্ডার ও গ্যাস কাটার ফেলে পালায়। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

চুরিতে ধৃত
এক রেলযাত্রীর সুটকেস চুরির অভিযোগে বমাল এক চোরকে ধরেছে আসানসোল জিআরপি। বুধবার আসানসোল স্টেশনের তিন-চার নম্বর প্ল্যাটফর্ম থেকে তাকে ধরা হয়। ধৃতের নাম সুনীল সাউ। বাড়ি ঝাড়খণ্ডের লক্ষ্মীসরাইয়ে। পুলিশ জানিয়েছে, বুধবার ভোরে সাউথ বিহার এক্সপ্রেস ট্রেনের মহম্মদ দানিশ নামে এক যাত্রীর সুটকেস চুরি যায়। জিআরপি থানায় অভিযোগ দায়ের করেন তিনি। এরপরেই পুলিশ অভিযানে নেমে সেটি উদ্ধার করে।

বধূ নির্যাতনে ধৃত
বধূ নির্যাতনের অভিযোগে মহম্মদ সাজিদ আনসারি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে আসানসোল মহিলা থানার পুলিশ। স্ত্রীর অভিযোগের ভিত্তিতে আসানসোলের রেলপাড় এলাকা থেকে তাকে ধরা হয়।

দুর্গাপুরে ফুটবল
দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত দ্বিতীয় ডিভিশন ফুটবল প্রতিযোগিতায় মঙ্গলবার এএসপি মাঠে বিধাননগর সেক্টর ২সি ও বিবেক সঙ্ঘের খেলা ১-১ গোলে অমীমাংসিত ভাবে শেষ হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.