কীর্ণাহার স্পোর্টস অ্যাসোসিয়েশনের ফুটবল ফাইনাল। ছবি: সোমনাথ মুস্তাফি। |
কীর্ণাহার স্পোর্টস অ্যাসোসিয়েশন পরিচালিত ৮ দলীয় নক আউট ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ হল ২২ সেপ্টেম্বর। ওই দিন আয়োজক সংস্থার মাঠে বোলপুর টাউন ক্লাবকে টাইব্রেকারে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্থানীয় কড়েয়া মিলন সমিতি। জয়ী দলের মীর আলি ম্যান অব দ্য ম্যাচ ও বোলপুরের সঞ্জয় কোঁড়া ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন। উইনার্স ও রানার্স দলকে ট্রফি-সহ যথাক্রমে ৬ হাজার ও ৪ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। মাঠে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক গদাধর হাজরা, নানুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মধুসূদন পাল প্রমুখ।
|
সুভাষপল্লি ফুটবল অ্যাকাডেমির পরাজয় |
নানুরের খুজুটিপাড়ায় দীননাথ স্মৃতি সঙ্ঘের পরিচালনায় ২২ সেপ্টেম্বর শুরু হয়েছে ৮ দলীয় নক আউট ফুটবল প্রতিযোগিতা। উদ্বোধনী খেলায় বোলপুর ইয়ং টাউন ক্লাব ৫-১ গোলে বর্ধমানের দুর্গাপুর সুভাষপল্লি ফুটবল অ্যাকাডেমিকে পরাজিত করে। আগামী ২৮ সেপ্টেম্বর বোলপুর সুরজিৎ স্মৃতি সঙ্ঘের বিরুদ্ধে খেলবে সিমাইত রিক্রিয়েশন ক্লাব। স্থানীয় কলমদিঘি ময়দানে খেলা হচ্ছে। ৬ নভেম্বর ফাইনাল। |