গুচ্ছ প্রকল্প নিয়ে আজ জেলায় মমতা
ফের পশ্চিম মেদিনীপুর সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বুধবার বেলপাহাড়ির (বিনপুর- ২) শিলদা প্রশাসনিক সভা করবেন তিনি। সভামঞ্চ থেকে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন-শিলান্যাসের পাশাপাশি বিভিন্ন পরিষেবাও দেবেন মুখ্যমন্ত্রী। প্রশাসন সূত্রে খবর, মোট ১৮টি প্রকল্পের উদ্বোধন এবং ১৭টি প্রকল্পের শিলান্যাস করার কথা মুখ্যমন্ত্রীর। যে সব প্রকল্পের উদ্বোধন হবে, তার মধ্যে রয়েছে খাকুড়দার সেতু, সাঁকরাইলের পানীয় জল সরবরাহ প্রকল্প, চারটি হস্টেল প্রভৃতি। আর যে সব প্রকল্পের শিলান্যাস হবে, তার মধ্যে রয়েছে গোপীবল্লভপুর-২, মোহনপুর, খড়্গপুর-২ এবং কেশিয়াড়ির কলেজ, দু’টি কিষাণ মাণ্ডি, দু’টি জল সরবরাহ প্রকল্প প্রভৃতি। মুখ্যমন্ত্রীর সভা ঘিরে মঙ্গলবার দিনভর জেলা প্রশাসনে তৎপরতা ছিল চোখে পড়ার মতো। সকাল থেকে বিভিন্ন দফতরের আধিকারিকেরা ব্যস্ত ছিলেন। শেষ প্রস্তুতির সমস্ত দিক দেখে নেন।
শিলদায় চলছে মঞ্চ তৈরির কাজ। ছবি: দেবরাজ ঘোষ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিলদার প্রশাসনিক সভা ঘিরে ঝাড়গ্রাম জুড়ে কড়া নিরাপত্তা বন্দোবস্ত করেছে ঝাড়গ্রাম জেলা পুলিশ। মঙ্গলবার ঝাড়গ্রাম থেকে শিলদা যাওয়ার জঙ্গল রাস্তা গুলিতে সকাল থেকে স্নিপার ডগ নিয়ে দফায় দফায় তল্লাশি চালায় সিআরপি ও পুলিশ। বুধবার শিলদা কলেজ মাঠে প্রশাসনিক জনসভা করার পরে ঝাড়গ্রাম রাজবাড়িতে রাত্রিযাপন করবেন মুখ্যমন্ত্রী। ফলে শহর জুড়েও আটোসাঁটো নিরাপত্তা নেওয়া হয়েছে।
জঙ্গলমহলের উন্নয়ন বরাবরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিশেষ গুরুত্ব পেয়েছে। তৈরি হয়েছে, ‘স্পেশাল প্যাকেজ’। উন্নয়নকে হাতিয়ার করে মাওবাদী মোকাবিলা ও জঙ্গলমহলে শান্তি ফেরানো অন্যতম কৃতিত্ব হিসেবেও দাবি করে মমতার সরকার। তৃণমূলের জেলা চেয়ারম্যান তথা বিধায়ক মৃগেন মাইতির কথায়, “মা-মাটি-মানুষের সরকারই জঙ্গলমহলে শান্তি ফিরিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এখানে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে। এই পরিবেশ রক্ষা করতে হবে।” সিপিএমের অবশ্য অভিযোগ, এক সময় মাওবাদীদের সঙ্গে হাত মিলিয়ে তৃণমূলের লোকজনই জঙ্গলমহলে অশান্তি তৈরি করেছিল। আগে যারা জনগণের কমিটিতে ছিল, এখন তারা তৃণমূলে যোগ দিয়েছে। সিপিএমের জেলা সম্পাদক দীপক সরকারের কথায়, “মানুষ সব জানেন। এ ভাবে ধাপ্পা দিয়ে, মিথ্যে কথা বলে আর কতদিন চলবে? সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে তো দলের প্রচারই চালানো হচ্ছে।”
বুধবার দুপুরে শিলদায় সরকারি সভা হবে। বৃহস্পতিবার প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী। শুরুতে ঠিক ছিল, ওই দিন দুপুরে মেদিনীপুরে জেলা পরিষদ ক্যাম্পাসের শহিদ প্রদ্যোৎ স্মৃতি সদনে ওই সভা হবে। এখন শোনা যাচ্ছে, এই সভা ঝাড়গ্রামে হবে। সেই মতো প্রস্তুতিও শুরু হয়েছে। এ দিকে, শিলদার সভা থেকে মুখ্যমন্ত্রী যে সব পরিষেবা প্রদান করবেন, তারমধ্যে রয়েছে নিজ ভূমি নিজ গৃহ, পাট্টা বিতরণ, কিষান ক্রেডিট কার্ড, ছাত্রীদের সাইকেল প্রদান, অধিকার প্রকল্পের চেক প্রদান, খেলার সামগ্রী প্রদান, সামাজিক মুক্তি কার্ড প্রদান, স্কলারশিপ, মিনিকিট বিতরণ, ট্রাক্টর, পাওয়ার টিলার, পাম্প সেট বিতরণ প্রভৃতি। সবমিলিয়ে প্রায় সাড়ে ৩ হাজার মানুষ এই সমস্ত পরিষেবা পাবেন। এরমধ্যে লালগড়ের (বিনপুর- ১) ২২৩ জন। জামবনির ২৪৪ জন। উপভোক্তাদের মধ্যে ২১৬ জন মুখ্যমন্ত্রীর হাত থেকে পরিষেবা নেবেন। প্রাথমিক ভাবে তাই ঠিক হয়েছে। কোন ব্লকের কারা মঞ্চে যাবেন, তাঁদের নাম চূড়ান্ত হয়েছে। বাকিরা ক্যাম্প থেকে পরিষেবা পাবেন। উপভোক্তাদের বাসে করে সভায় আনা হবে। এ জন্য ৭০টি বাস ‘বুক’ করা হয়েছে। বাস ছাড়ার কথা বিডিও অফিসের ক্যাম্পাস থেকেই।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.