টুকরো খবর
ক্রীড়ামন্ত্রীর দেওয়া মাঠ পাচ্ছে না মহমেডান
‘ফ্রেন্ডস অব দ্য স্টেডিয়াম’-এর বিরুদ্ধে ক্রীড়ামন্ত্রী মদন মিত্র যে ব্যবস্থা নিয়েছিলেন মঙ্গলবার তাতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। ওই সংস্থার সঙ্গে রাজ্য সরকারের ৩০ বছরের চুক্তি ছিল। বর্তমান রাজ্য সরকার ওই সংস্থাকে জানিয়ে দেয়, ওই চুক্তি বাতিল করা হচ্ছে। রাজ্য সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ওই সংস্থা কলকাতা হাইকোর্টে আবেদন করে। এ দিন সংস্থার আইনজীবী সুব্রত মুখোপাধ্যায় শুনানিতে বলেন, রাজ্য সরকারের সঙ্গে করা চুক্তি এক পক্ষ বাতিল করতে পারে না।

জোসিমারের পিঠে মহমেডান কোচ আজিজ। ছবি: শঙ্কর নাগ দাস।
চুক্তি অনুযায়ী যুবভারতীর বাইরের কিছু মাঠ ওই সংস্থা উঠতি খেলোয়াড়দের প্রশিক্ষণ দেওয়ার এবং যুবভারতীর উন্নয়নে কাজ করত। রাজ্য সরকার তাদের কাছ থেকে মাঠ কেড়ে নিয়ে মহমেডানকে অনুশীলন করার জন্য দিয়ে দেয়। ময়দানে মহমেডানের মাঠের সংস্কার চলছে বলে তাদের অনুশীলনের মাঠ প্রয়োজন ছিল। বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় স্থগিতাদেশ দেওয়ায় মাঠ ‘ফ্রেন্ডস অব দ্য স্টেডিয়াম’ এখন ব্যবহার করবে। ফলে অনুশীলনের স্থায়ী মাঠ নিয়ে সমস্যায় মহমেডান। স্থিতাবস্থা বজায় থাকায় যুবভারতীর যে সব অংশে ওই সংস্থা উন্নয়ন ও সামাজিক কাজ করত, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তা চালু থাকবে।

নাটকীয় জয় শিখরদের
টিঅ্যান্ডটির বিরুদ্ধে থিসারা পেরিরার ৩২ বলে অপরাজিত ৫৭-র সৌজন্যে ৪ উইকেটে নাটকীয় জয় পেল সানরাইজার্স হায়দরাবাদ। মূলপর্বের প্রথম ম্যাচে অধিনায়ক শিখর ধবন টস জিতে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোকে ব্যাট করতে পাঠান। ড্যারেন ব্রাভোর ৪৪ বলে ৬৬ রানের উপর ভর করে শেষ পর্যন্ত ১৬০-৮ তুলে ফেলে টি অ্যান্ড টি। যা তাড়া করতে নেমে পার্থিব পটেল (১৭), ধবন (২৩) আর জেপি দুমিনির উইকেট হারিয়ে বিপদে পড়ে গিয়েছিল এক সময় সানরাইজার্স। ১৩ ওভারে হায়দরাবাদের স্কোর ছিল ৯৫-৩। এখান থেকেই টিমকে টেনে তোলেন থিসারা। তার আগে ডেল স্টেইনের আগুনে পেসে ওপেনার লেন্ডল সিমনস শূন্য রানে ফেরার পর চাপ কাটিয়ে টি অ্যান্ড টিকে ম্যাচে ফেরান ব্রাভোই। অবশ্য দীনেশ রামদিনদের মিডল অর্ডারে ইশান্ত শর্মা, থিসারা পেরেরা আর ড্যারেন স্যামি ধস না নামালে আরও বড় টার্গেটের চাপে পড়তে হত সানরাইজার্সকে। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল সাত রান। দ্বিতীয় বলে চার আর তৃতীয় বলে ছক্কা হাঁকিয়ে দলকে দুর্দান্ত জয় (১৬৪-৬) এনে দেন কর্ণ শর্মা (৫ বলে ১৩)। এ দিনের প্রথম ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ব্রিসবেন হিটকে ৪ রানে হারায় টাইটানস।

আরও তিন পদক
কেরলে আন্তঃ অঞ্চল জুনিয়র অ্যাথলেটিক্সে শিলিগুড়ি আরও ৩টি পদক পেল। মঙ্গলবার অনূর্ধ্ব ১৬ চারশো মি. রিলের বালক বিভাগে সোনা পেল পরিতোষ বর্মন। অনূর্ধ্ব ১৬ বালিকা ৪০০ মি. রিলেতে ব্রোঞ্জ পায় ফারহিনা পারভিন। সোমবার অনূর্ধ্ব ১৮ চারশো মিটার বালিকা বিভাগে রিলেতে ব্রোঞ্জ পায় শিপু মণ্ডল। প্রতিযোগিতায় এর আগে শিপু লং জাম্পে সোনা ও অশেষ রায় হাই জাম্পে সোনা পেয়েছিল।

বড় ম্যাচে আজ নেই র‌্যান্টি-পেন
কলকাতা লিগে আজ বুধবার তাঁর দলের প্রথম বড় ম্যাচ। টোলগে-জোসিমারদের বিরুদ্ধে। কিন্তু তার আগের সকালে অনুশীলনে নিরুত্তাপ ইউনাইটেড কোচ এলকো সাতোরি। বলছেন, “কলকাতা লিগ নয়। আমার কাছে গুরুত্বপূর্ণ আই লিগ।” তাই মহমেডান ম্যাচকে কোনও গুরুত্বই দিতে নারাজ দীপক মণ্ডলদের ডাচ কোচ। এ দিন আই লিগে প্রথম একাদশের আট জনকে বাদ দিয়েই দলকে অনুশীলন করালেন তিনি। বুধবারেও সেই র‌্যান্টি-দীপক-বেলোদের সকালে অনুশীলনে আসতে বলেছেন কোচ। যা ময়দানে অভিনব ঘটনা। মহমেডানের বিরুদ্ধে এরিয়ান ম্যাচের মতোই ফের রিজার্ভ দল নামাবেন বলে তৈরি এলকো। যে কারণেই ম্যাচে খেলবেন না র‌্যান্টি-বেলো-দীপকদের মতো গুরুত্বপূর্ণ ফুটবলাররা। চোটের কারণে নেই মহমেডানের ব্রাজিলীয় লুসিয়ানো সাব্রোসা। এ বার সেই চোটের তালিকায় নতুন সংযোজন পেন ওরজি। তাই ইউনাইটেডের বিরুদ্ধে টোলগে-জোসিমারকে নিয়েই হয়তো প্রথম দল সাজাবেন কোচ আব্দুল আজিজ।

বুধবারে কলকাতা লিগ
মহমেডান : ইউনাইটেড স্পোর্টস
(যুবভারতী ৪-০০)

মারের অস্ত্রোপচার
পিঠে ব্যথার সমস্যা ভোগাচ্ছিল চলতি মরসুমের মে থেকেই। সে সব সামলেই উইম্বলডন জয়। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেন অস্ত্রোপচার করতেই হবে। গত সপ্তাহেই তা ভক্তদের জানান অ্যান্ডি মারে। মঙ্গলবার লন্ডনে অস্ত্রোপচারের পর টুইটারে ছবি পোস্ট করেছেন বিশ্বের তিন নম্বর টেনিস তারকা। সঙ্গে স্কটিশ চ্যাম্পিয়ন লিখেছেন, “আমার কাছে আপনাদের এই শুভেচ্ছার মূল্য অনেক। সবাইকে ধন্যবাদ। অস্ত্রোপচার হওয়ার পর যখন জ্ঞান ফেরে, প্রথম প্রশ্নটাই করেছিলাম আমি কি জিতেছি?”
কোর্টে ফিরতে সময় লাগবে। তাই চলতি মরসুমের শেষ চারটি টুর্নামেন্টে খেলতে দেখা যাবে না মারেকে। নভেম্বর থেকে মায়ামিতে আগামী মরসুমের প্রস্তুতি শুরু করবেন গত বারের যুক্তরাষ্ট্র ওপেন চ্যাম্পিয়ন।

সোলে ফিরলেন জনসন
২৫ বছর আগে ঠিক যেখানে কেরিয়ার শেষ হয়ে গিয়েছিল ডোপ করার দায়ে, সেখানেই ফিরলেন বেন জনসন। কানাডার কলঙ্কিত স্প্রিন্টার। আর ফিরেই বলে দিলেন, “ভাল লাগছে ফিরে এসে। এখানেই ইতিহাস তৈরি হয়েছিল। অনেকে হয়তো বলবেন কলঙ্কিত ইতিহাস। কিন্তু অমি ব্যাপারটা সে ভাবে দেখি না। জানি, যা করেছিলাম ভুল ছিল। ২৫ বছর পরেও তাই ভুগছি।” অ্যাথলেটিক্সে নিষিদ্ধ ড্রাগ ব্যবহারের বিরুদ্ধে প্রচার করতেই জনসনের এই সফর। সোলে তিনি পায়ের ছাপও দেন। আর আড়াই দশক আগে ফিরে যেতে পারলে কী করতেন প্রশ্ন শুনে বলে দেন, “আমি এখনও বিশ্বাস করি কোনও ড্রাগ ব্যবহার না করেও তখন অলিম্পিকে জিততে পারতাম।”

সিন্ধুকে অর্জুন
আইবিএল ফাইনালে ব্যস্ত থাকায় ৩১ অগস্ট রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নেওয়ার সুযোগ ছিল না, তাই মঙ্গলবার ক্রীড়ামন্ত্রী জিতেন্দ্র সিংহ ‘অর্জুন’ পুরস্কার দিলেন পিভি সিন্ধুকে। গত বছর অনূর্ধ্ব-১৯ এশীয় যুব চ্যাম্পিয়নশিপ জেতার পর থেকেই দাপট দেখানো শুরু ‘নতুন সাইনার’। গত মাসে তিনি প্রথম মহিলা ভারতীয় হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জেতেন। হারান চিনের গত বারের চ্যাম্পিয়ন ইহান ওয়াং আর এশিয়াডে সোনাজয়ী শিজিয়ান ওয়াংকে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.