টুকরো খবর
ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১
এক তরুণীকে ধর্ষণের অভিযোগে সোমবার রাতে এক যুবক গ্রেফতার হল। ধৃত সাজির আলম ট্যাক্সিচালক। পুলিশ জানায়, ওই তরুণীর দাবি, সোমবার নিউ মার্কেটে তাঁর সঙ্গে পরিচয় হয় সাজিরের। দু’জনের বাড়ি একই এলাকায় হওয়ায় সাজির তাঁকে ট্যাক্সিতে উঠতে বলেন। তরুণী রাজি হন। ট্যাক্সিটি ময়দানে পৌঁছলে সাজির তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। ডিউটিরত কিছু পুলিশকর্মী জানান, রাতে ওই দু’জন ময়দানে একটি ঝোপের ধারে ঘনিষ্ঠ ভাবে বসেছিলেন। কিছু পরে এক পুলিশকর্মী দেখেন, ওই দু’জন আপত্তিকর অবস্থায় রয়েছেন। পুলিশকে দেখেই ওই তরুণী সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন ও অভিযোগ করেন, সঙ্গের যুবক তাঁকে ধর্ষণ করেছে। মঙ্গলবার একটি সরকারি হাসপাতালে ওই তরুণীর ডাক্তারি পরীক্ষা হয়েছে। সোমবার সল্টলেকে এক মহিলার শ্লীলতাহানির অভিযোগে এক অটোচালক গ্রেফতার হলেন। মঙ্গলবার আদালত তাঁকে ১৪ দিনের জেল হেফাজত দেয়। পুলিশ জানায়, ছেলেকে নিয়ে এক মহিলা উল্টোডাঙা থেকে করুণাময়ী রুটের ওই অটোতে ওঠেন। অটোতে আরও দু’জন ছিলেন। তাঁরা ৪ নম্বর ট্যাঙ্কে নেমে গেলে কোয়ালিটি বাসস্টপের কাছে অটো থামিয়ে চালক ওই মহিলাকে নেমে যেতে বলেন ও ভাড়া চান। মহিলা না শুনলে চালক তাঁকে থাপ্পড় মারেন বলে অভিযোগ। এ দিকে, মঙ্গলবার পাতিপুকুরের একটি স্কুলে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন প্রধান শিক্ষক দীনেশ শাহ। আজ, বুধবার তাঁকে আদালতে তোলা হবে।

বিজ্ঞানীর মোবাইল চুরি, ধৃত ১
সরকারি সংস্থায় কর্মরত এক বিজ্ঞানী ও তাঁর সহকর্মীদের মোবাইল ও ল্যাপটপ চুরির ঘটনায় সোমবার চিৎপুর থেকে এক যুবক গ্রেফতার হল। ধৃতের নাম আখতার আলি। পুলিশ জানায়, কটক রেলপুলিশ খবর দেয়, সল্টলেকের বাসিন্দা ওই বিজ্ঞানী ১৩ সেপ্টেম্বর হাওড়া থেকে ট্রেনে কেরল যাচ্ছিলেন। কটকে তাঁরা দেখেন তাঁদের ছ’টি ল্যাপটপ ও তিনটি মোবাইল উধাও। ১৪ সেপ্টেম্বর থানায় অভিযোগ জানান। রেলপুলিশ জানতে পারে, বিজ্ঞানীর মোবাইল জোড়াসাঁকো এলাকায় ব্যবহার হচ্ছে। কটক রেলপুলিশের সঙ্গে অভিযান চালিয়ে আখতারকে ধরা হয়। তার কাছ থেকে মেলে মোবাইল। পুলিশের দাবি, জেরায় ধৃত যুবক জানায়, তার এক আত্মীয় ১৩ সেপ্টেম্বর কেরলগামী ট্রেন থেকে কয়েকটি ল্যাপটপ ও মোবাইল চুরি করে। বিজ্ঞানীর মোবাইলটি সে তাকে রাখতে দেয়।

স্কুলবাসে জখম ছাত্র
স্কুলবাসের রেডিয়েটর থেকে গরম তরল ছিটকে আহত হল তিন ছাত্র। মঙ্গলবার, ব্রেবোর্ন রোড উড়ালপুলে। আহত এক ছাত্র হাসপাতালে ভর্তি। বাকি দু’জনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ জানায়, চালকের পিছনের আসনে দুই বন্ধুর সঙ্গে বসেছিল ঋষভ তিওয়ারি (১২) নামে ওই ছাত্র। আচমকা বাসটি ব্রেক কষলে রেডিয়েটর থেকে গরম তরল ছিটকে এসে তাদের গায়ে পড়ে। সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঋষভের পরিবারের তরফে কোনও অভিযোগ দায়ের হয়নি।

ধৃত পুলিশ
পুলিশে চাকরি দেওয়ার নাম করে চার লক্ষ টাকার আত্মসাতের অভিযোগে মঙ্গলবার রাতে জোড়াসাঁকো এলাকা থেকে এক কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতের নাম মাজহার খান। তিনি কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের কর্মী। রাজকুমার দাস নামে হুগলির এক যুবককে কনস্টেবলের চাকরির আশ্বাস দিয়ে মাজহার ন’মাস ধরে দফায় দফায় তাঁর কাছ থেকে চার লক্ষ টাকা নিয়েছেন বলে অভিযোগ। তিনি কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট সেলের লেটারহেডে ‘নিয়োগপত্র’-সহ কিছু কাগজপত্রও দেন রাজকুমারকে। বিশ্বাস অর্জনের জন্য ওই যুবককে মহাকরণ, লালবাজার, বডিগার্ড লাইন্সেও নিয়ে যান। তদন্তকারীদের সন্দেহ, এর পিছনে একটি চক্র রয়েছে এবং তাতে কলকাতা পুলিশের আরও কিছু কর্মী জড়িত থাকতে পারেন।

পথে ব্যক্তির দেহ
রাস্তায় মিলল এক ব্যক্তির দেহ। মঙ্গলবার, ভবানীপুর থানার ২৩ পল্লি মন্দিরের সামনে থেকে। মৃতের নাম তপন মণ্ডল (৪০)। তিনি স্থানীয় বাসিন্দা। পুলিশ জেনেছে, সোমবার তপনবাবু কালীঘাটে বান্ধবীর বাড়ি যান। মত্ত অবস্থায় বান্ধবীকে কটূক্তি করলে কাচের বোতল নিয়ে চড়াও হন মহিলার ছেলে সুবীর ও বন্ধু অমিত। আহত তপনবাবুকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ট্যাক্সিতেই মৃত্যু হলে তাঁকে রাস্তায় ফেলে পালায় অভিযুক্তেরা। পুলিশ জানায়, অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের হয়েছে।

শিশু উদ্ধার
সল্টলেকে একটি বাড়ির চারতলার বারান্দায় আটকে পড়া দেড় বছরের একটি শিশুকে উদ্ধার করল দমকল। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে বৈশাখী আইল্যান্ডের কাছে একটি কেন্দ্রীয় সরকারি আবাসনে। দমকল সূত্রের খবর, শিশুটি ঘর থেকে বারান্দায় চলে যাওয়ার পরেই দরজা আটকে যায়। শিশুটির বাবা-মা দরজা খুলতে না-পেরে দমকলে খবর দেন। ২০-২৫ মিনিট পরে শিশুটিকে উদ্ধার করা হয়।

মহিলাকে ছুরি
এক মহিলাকে ছুরিকাহত করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। সোমবার রাতে, যাদবপুর থানা এলাকায়। অভিযুক্ত অজিত চৌধুরী অটোচালক। তিনি পলাতক। পুলিশ জানায়, জখম ওই মহিলার নাম চন্দনা হালদার। তাঁর স্বামীও অটোচালক। পুলিশের অনুমান, অজিতের সঙ্গে চন্দনাদেবীর স্বামীর বচসার জেরেই ওই ঘটনা।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.