মামলার শুনানি
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
দু’সপ্তাহ পর ফের বর্ধমানের কেতুগ্রামের ছোট রেলে ধর্ষণ মামলার শুনানি শুরু হল কাটোয়ার ফাস্ট ট্র্যাক কোর্টে। মঙ্গলবার ওই ঘটনার অভিযোগকারিণীকে প্রায় আধ ঘণ্টা ধরে জেরা করেন অভিযুক্তের আইনজীবী প্রসেনজিৎ সাহা। আজ, বুধবার কাটোয়া-আমোদপুর ন্যারো গেজ লাইন (ব্রড গেজের কাজ চলছে) ট্রেনের গার্ড দিলীপকুমার সরকারের শুনানি শুনবেন বিচারক। সম্প্রতি পথ দুর্ঘটনায় মারা যান এই ঘটনার অন্যতম অভিযুক্ত জামিনে থাকা বীরভূমের লাভপুরের ফরিদ শেখ ও নানুরের কালাম শেখ। সে কারণে দু’সপ্তাহ শুনানি স্থগিত ছিল। |
রাস্তা সংস্কারের দাবি, স্মারকলিপি
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
শহরের রাস্তা সংস্কার ও এলাকার পার্কিং ব্যবস্থার উন্নয়নের দাবিতে মঙ্গলবার আসানসোলের মহকুমাশাসককে স্মারকলিপি দিল যুব কংগ্রেসের আসানসোল শাখা। মহকুমাশাসক অমিতাভ দাস প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। মহকুমাশাসকের দফতরে যাওয়ার আগে কয়েকশো সদস্য সমর্থকদের একটি মিছিল আসানসোলের রবীন্দ্রভবন এলাকা থেকে বেরিয়ে বিভিন্ন এলাকায় ঘোরে। বিক্ষোভের নেতৃত্ব দেন সংগঠনের প্রাক্তন জেলা যুব সভাপতি তথা আসানসোল পুরসভার মেয়র পারিষদ রবিউল ইসলাম। তিনি অভিযোগ করেন, পুজোর সময় শহরে ভিড় বাড়ে। অথচ শহরের রাস্তাগুলির অবস্থা খুবই খারাপ। আসানসোলের পার্কিং ব্যবস্থাও বেহাল। অবৈজ্ঞানিক পার্কিং ব্যবস্থার জন্য শহরে ব্যাপক যানজটও হচ্ছে। |
জমি অধিগ্রহণ নিয়ে জনশুনানি
নিজস্ব সংবাদদাতা • বুদবুদ |
রেলের ফ্রেট করিডর নির্মাণের জন্য জমি অধিগ্রহণের ব্যাপারে গলসি ১ নম্বর ব্লকে জনশুনানি হল মঙ্গলবার। গলসি ১ নম্বর ব্লকের মানকর ও রায়পুর মৌজার বাসিন্দাদের জমি অধিগ্রহণের ব্যাপারে ছিল এই শুনানি। মানকর ভূমি রক্ষা কমিটি অধিগ্রহণের ব্যাপারে বিরোধিতা করে। কমিটি দাবি করে, যে নকশা থেকে জমি অধিগ্রহণ করা হবে তাতে কয়েক হাজার পরিবার গৃহহীন হয়ে পড়বেন। নকশাটি প্রস্তাবিত জায়গা থেকে ৫০০ মিটার দূরে নিয়ে যাওয়া হলে অসুবিধা হবে না। কমিটির যুগ্ম সম্পাদক শুভব্রত বসু ও সম্পাদক কল্লোল সিংহ রায় জানান, রেল কর্তৃপক্ষ ২০০৮ সালের আইন অনুযায়ী ক্ষতিপূরণ দিতে চাইছে। যেখানে কর্মসংস্থানের কোনও উল্লেখ নেই। তাঁদের দাবি, ২০১৩ সালের নতুন আইন অনুযায়ী জমি অধিগ্রহণ করা হলে তাঁরা বিষয়টি ভেবে দেখবেন। |
বেতন না মেলার অভিযোগ, অনশন
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
বিএসএনএলের বাম প্রভাবিত ক্যাসুয়াল মজদুর ইউনিয়নের ঠিকাকর্মী ও নিরাপত্তারক্ষীরা বকেয়া বেতনের দাবিতে মঙ্গলবার থেকে সংস্থার কন্যাপুর জিএম কার্যালয়ের সামনে রিলে অনশন শুরু করেছেন। |
ছাত্রীকে কটূক্তি, ধৃত
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
ছাত্রীকে কটূক্তি করার অভিযোগে আসানসোল উত্তর থানার পুলিশ মঙ্গলবার এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। নাম মহম্মদ সাকিল। ঘটনায় জড়িত অভিযোগে আরও দুজনকে খুঁজছে পুলিশ। |