টুকরো খবর |
পুজোর ৫০, মরণোত্তর চক্ষু দান
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
সুবর্ণজয়ন্তী উপলক্ষে এই বছরে দুর্গা পুজোয় সাবেকি মূর্তির সঙ্গে পাট ও মাদুরের তৈরির দুর্গা প্রতিমা থাকবে কিশোর সঙ্ঘের মণ্ডপে। শহরের ছয় নম্বর ওয়ার্ডের উত্তর দেবীনগরে আলোক সজ্জার মাধ্যমে তৈরি হবে প্রায় ৭০ ফুট উঁচু আইফেল টাওয়ার। পুজোর কয়েকটা দিন মণ্ডপে থাকবে নানা ধরনের অনুষ্ঠান। পুজো কমিটির সভাপতি গৌতম দে জানান, ১৯৬৩ সাল থেকে এই ক্লাবের পুজো হয়ে আসছে। ৫০ বছর উপলক্ষে এ বার ক্লাবের নিজস্ব ময়দানে তৈরি হচ্ছে বৌদ্ধ মন্দিরের আদলে কাল্পনিক মন্ডপ। পাশেই পুকুরে বাঁশের মাচার উপর প্রর্দশনীর জন্য রাখা থাকবে শিলিগুড়ি থেকে আনা শোলা, পাট ও মাদুর দিয়ে তৈরী বিশেষ দুর্গা প্রতিমা। এ দিন উদ্যোক্তাদের তরফে অমলেন্দু কুণ্ডু জানিয়েছেন, পুজোর ৫০ বছর পূর্তি উপলক্ষে ইতিমধ্যে রক্তদান শিবির করা হয়েছে। পুজোর সময় মরণোত্তর চক্ষু দানের শিবির করা হবে। মণ্ডপের পাশেই মনীষীদের ছবি-সহ তাঁদের করা নানা বক্তব্যের পাশাপাশি পরিবেশ সচেতনা সংক্রান্ত প্রদর্শনীর ব্যবস্থা করা হচ্ছে। মণ্ডপে দীর্ঘ দিন ধরে পড়ে থাকা ঢাকি ও পুরোহিতদের জন্য বিশেষ সংবর্ধনার ব্যবস্থা করা হয়েছে। পরিবেশের কথা মাথায় রেখে মাটির দুর্গা প্রতিমার উপর প্রাকৃতিক রং ব্যবহার করছেন শিলিগুড়ির শিল্পীরা। এই পুজোয় প্রায় আনুমানিক আট লক্ষ টাকা খরচ হবে। তবে তার মধ্যে বড় একটা অংশ এ বার চন্দননগরের আলোকসজ্জার জন্য বরাদ্দ করা হয়েছে।
|
আইসক্রিমে অসুস্থ ১৩১
নিজস্ব সংবাদদাতা • ফালাকাটা |
ফেরিওয়ালার আইসক্রিম খেয়ে অসুস্থ হয়ে পড়ল ১৩১ জন ছাত্র। সোমবার ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের ফালাকাটা ব্লকের জটেশ্বর হাই স্কুল ও লাগোয়া প্রাথমিক স্কুলে। অসুস্থদের বীরপাড়া ও ফালাকাটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুই জন হাসপাতালে ভর্তি হলেও বাকিদের প্রাথমিক চিকিসার পর ছেড়ে দেওয়া হয়। ঘটনার পর অভিভাবকেরা স্কুলের সামনে বসা কয়েকটি দোকান ভেঙে দেন। জটেশ্বর হাইস্কুলের প্রধানশিক্ষক ফেরিওয়ালার বিরুদ্ধে সন্ধ্যায় পুলিশে অভিযোগ জানান। |
|
অসুস্থদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি তুলেছেন রাজকুমার মোদক। |
পুলিশ জানিয়েছে, জটেশ্বর থেকে চার কিলোমিটার দূরে মিন্টু সরকার নামে ওই আইসক্রিম বিক্রেতা থাকেন। বাড়িতে পুলিশ হানা দিলেও খোঁজ মেলেনি। বেশ কিছু আইসক্রিম-সহ ঠেলা গাড়িটি আটক করা হয়েছে। তিনি কোথা থেকে এনে তা বিক্রি করছিলেন তা খোঁজ শুরু হয়েছে। ফালাকাটা বা বীরপাড়ার কারখানা থেকে তিনি তা এনে বিক্রি করছিলেন বলে অনুমান। অতিরিক্ত পুলিশ সুপার আকাশ মেঘারিয়া বলেন, “ওই ফেরিওয়ালার খোঁজে তল্লাশি চলছে। কারাখানা চিহ্নিত করার চেষ্টা হচ্ছে।”
|
ভাঙচুর, ধৃত ৩
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
হাসপাতালে ভাঙচুর ও চিকিৎসককে মারধরের অভিযোগে পুলিশ রবিবার রাতে তিন জনকে গ্রেফতার করল। ধৃতদের মধ্যে কৃষ্ণনগর সরকারি মহাবিদ্যালয়ের ছাত্র টুবাই ঘোষ ও সুজিত ঘোষ টিএমসিপির নেতা। পুলিশ জানায়, রবিবার দুপুরে শুভ রায় নামে তৃণমূল ছাত্র পরিষদের এক নেতা মোটরবাইক দুর্ঘটনায় জখম হন। তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে তাঁর সহপাঠীরা হাসপাতালে ভাঙচুর করে বলে অভিযোগ। তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি জয়ন্ত পাল বলেন, “ধৃতদের মধ্যে দু’জন আমাদের সংগঠনের সঙ্গে যুক্ত। সংগঠন এই ঘটনাকে সমর্থন করে না। ওটা ধৃতদের ব্যক্তিগত কাজ।”
|
স্বাস্থ্য-শিক্ষা সচেতনতায় শিবির
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
স্বাস্থ্য-শিক্ষা সহ বিভিন্ন বিষয়ে অভিভাবক এবং ছাত্রছাত্রীদের সচেতন করতে সোমবার এক শিবির হল শালবনি থানার কুতুরিয়া জুনিয়র হাইস্কুলে। স্কুল কর্তৃপক্ষ ও এক সংস্থার যৌথ উদ্যোগে এই শিবির আয়োজিত হয়। শালবনির এই স্কুল এলাকাটি জঙ্গল ঘেরা। শিক্ষিতের হারও বেশি নয়। অধিকাংশ বাসিন্দাই প্রাথমিকের পর আর স্কুলমুখো হননি। পরিস্থিতি বদলাতেই শিবির। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরুনাংশু দে বলেন, “আমাদের স্কুলের একাংশ ছাত্রছাত্রীও নিয়মিত স্কুলে আসে না। এ সমস্যা জঙ্গলমহলের অধিকাংশ স্কুলেই রয়েছে। আমরা অভিভাবকদের বোঝাচ্ছি, ছেলেমেয়েদের স্কুলে পাঠান। ওরা লেখাপড়া করুক। সমস্যা হলে আমাদের বলুন। সব ছেলেমেয়েকে স্কুলমুখো করতে এবং উচ্চশিক্ষার আগ্রহ বাড়াতেই আমাদের এই উদ্যোগ।”
|
পেটের রোগে আক্রান্ত বহু
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
পেটের রোগে আক্রান্ত হয়ে হাসপাতলে ভর্তি হয়েছেন দাঁইহাটের কাজি পাড়ার ১৫ জন বাসিন্দা। বাড়িতে চিকিৎসা চলছে আরও ২৫ জনের। সোমবার কাটোয়া ২-এর বিএমওএইচ বিশেষজ্ঞ দল নিয়ে ওই গ্রামে যান। চিকিৎসা করার সঙ্গে সঙ্গে পুরসভার সরবরাহ করা পানীয় জল ব্যবহারের পরামর্শ দেন তাঁরা। পুরপ্রধান সন্তোষ দাস জানান, ব্লিচিং পাউডার ছড়ানো হয়েছে। সচেতনতা প্রচারও চলছে। কাটোয়া ২-এর বিডিও চন্দ্রশেখর মাইতি বলেন, “জল থেকেই ওই এলাকায় পেটের রোগ ছড়িয়েছে। প্রাথমিক ভাবে ডায়েরিয়া বলে মনে হচ্ছে।”
|
ক্যানসার কর্মশালা
নিজস্ব সংবাদদাতা • শান্তিনিকেতন |
শান্তিনিকেতন এবং শ্রীনিকেতনের আশপাশের ৫০টি গ্রামের বাসিন্দাদের মধ্যে স্বাস্থ্য বিষয়ক সচেতনতা গড়ে তুলতে উদ্যোগী হয়েছে বিশ্বভারতীর পল্লি সংগঠন বিভাগ। মানুষের মধ্যে ক্যানসার নিয়ে সচেতনতা বাড়াতে সম্প্রতি হয়ে গেল ‘আসুন আমরা ক্যানসার জয় করি’ শীর্ষক কর্মশালা। আহ্বায়ক ছিলেন বিশ্বভারতীর পল্লি সংগঠন বিভাগের অধ্যাপক সুজিতকুমার পাল।
|
স্তন ক্যানসার পরীক্ষা দরকার প্রতি মাসেই |
হাত দিলে স্তনের কোথাও কোনও কঠিন বস্তুর উপস্থিতি টের পাওয়া যাচ্ছে কি না, প্রাথমিক ভাবে মহিলাদেরই সেটা পরীক্ষা করে দেখা উচিত বলে মনে করেন ক্যানসার বিশেষজ্ঞেরা। স্তন ক্যানসার বিষয়ে সচেতন হওয়ার জন্য প্রত্যেক মহিলার প্রতি মাসে অন্তত এক বার এই পরীক্ষা করা দরকার। সোমবার একটি বেসরকারি হাসপাতালের উদ্যোগে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ক্যানসার সচেতনতা সংক্রান্ত অনুষ্ঠানে এ কথা জানান বিশেষজ্ঞ চিকিৎসক গৌতম মুখোপাধ্যায়। এক ছাত্রীর প্রশ্নের জবাবে গৌতমবাবু বলেন, “অল্প বয়সি মহিলাদের স্তনে টিউমার হলে সেটা তেমন চিন্তার বিষয় নয়। কিন্তু ২৫ বা তার বেশি বয়সিরা যদি ওই ধরনের কোনও কঠিন জিনিসের উপস্থিতি টের পান বা স্তনের ত্বকের রঙে কোনও রকম বদল দেখেন, সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যাওয়া উচিত।” তামাকজাত দ্রব্য ব্যবহারের ফলে ক্যানসার বাড়ছে বলেও জানান তিনি। পরিসংখ্যান দিয়ে গৌতমবাবু বলেন, “তামাকজাত দ্রব্য ব্যবহারের ফলে এ রাজ্যে প্রতি বছর ১৩ থেকে ২১ বছরের হাজার দুয়েক ছেলেমেয়ে ক্যানসারে আক্রান্ত হন। তবে মশলাদার খাবার, পাঁঠার মাংস, মদ বা তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ বা বর্জন করে ওই রোগের আশঙ্কা কমানো যায়।” |
|