স্কুল ভোটে মুর্শিদাবাদে বাম-কংগ্রেসের জোর লড়াই
নিজস্ব প্রতিবেদন |
রবিবার মুর্শিদাবাদের আটটি ও নদিয়ার তিনটি স্কুলে পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচন ছিল। মুর্শিদাবাদে শাসকদলের ভরাডুবি ঘটলেও নদিয়াতে তারা নজরকাড়া ফল করেছে। মুর্শিদাবাদের ৪টি স্কুলে জেতে কংগ্রেস। বাকি চারটি বামেদের দখলে। শাসকদল খাতা খুলেতেই পারেনি। অন্যদিকে নদিয়ার তিনটি স্কুলেরই সবকটি আসন গেছে তৃণ মূলের ঝুলিতে। বহরপুর মহরানি কাশীশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয় ও নবগ্রামের অনন্তপুর হাইস্কুলের পরিচালন সমিতির ৬টি আসনের সব ক’টির পেয়েছে কংগ্রেস। নবগ্রাম হাইস্কুল ও পাঁচথুপি উচ্চ বালিকা বিদ্যালয়ের ৬টি আসনের মধ্যে ৫টি দখল করেছে কংগ্রেস। অন্য দিকে সাগরদিঘির দিয়াড় হাইস্কুল ও বেলডাঙার শ্রীশচন্দ্র হাইস্কুলের ৬টি আসনের সব ক’টি পেয়েছে বামফ্রন্ট। খড়গ্রামের পুড়াপাড়া হাইস্কুুলের ৬টি আসনের মধ্যে ৪টি ও বড়ঞার নন্দী বন্যেশ্বর জুনিয়র হাইস্কুলের ৩টি আসনের মধ্যে ২টি পেয়েছে বামফ্রন্ট। নদিয়ার তাহেরপুর গার্লস হাই স্কুল, চাকদহের শিকারপুর বিবেকানন্দ হাই স্কুল ও কালীগঞ্জের কামারীহাট হাই স্কুলের পরিচালন সমিতির ভোটে ৬টি করে আসনের সব ক’টিতে জিতেছে তৃণমূল।
|
দ্বিতীয় শ্রেণির ছাত্রীর ‘শ্লীলতাহানি’, ধৃত
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল জিয়াগঞ্জ থানার পুলিশ। রবিবার সন্ধ্যায় জিয়াগঞ্জের এই ঘটনায় ধৃত হাবিবুর রহমান পেশায় রং মিস্ত্রি। সোমবার ধৃতকে লালবাগ এসিজেএম আদালতে হাজির করানো হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন। মুর্শিদাবাদের অতিরিক্ত পুলিশ সুপার (মুর্শিদাবাদ, লালবাগ) মৃণাল মজুমদার বলেন, “ওই ছাত্রীর মেডিক্যাল টেস্টও করানো হয়েছে। এ দিন লালবাগ আদালতে ওই ছাত্রী গোপন জবানবন্দিও দেয়।” পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন ধরে জিয়াগঞ্জের একটি স্কুল ভবন রং করার কাজ চলছে। সেখানেই কাজ করছিল হাবিবুর রহমান। রবিবার সন্ধ্যায় স্কুলের সামনে দিয়ে ওই মেয়েটি যখন যাচ্ছিল তখন হাবিবুর জোর করে তাকে স্কুলের মধ্যে ঢোকানোর চেষ্টা করে। ওই ছাত্রী বাধা দিলে তার শ্লীলতাহানি করে বলেও অভিযোগ। বাড়ি ফিরে ওই ছাত্রী সব কথা বলার পর থানায় শ্লীলতাহানির অভিযোগ দায়ের করা হয়।
|
মারধরের নালিশ
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
বিদ্যুৎ দফতরের কর্মীদের মারধরের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। সোমবার সালার বিদ্যুৎ বণ্টন দফতরের এই ঘটনায় অভিযুক্তের নাম আকবর শেখ। তিনি স্থানীয় গুলহাটিয়া গ্রামের বাসিন্দা। বিদ্যুৎ দফতর সূত্রে খবর, আকবর শেখের দাদা নাজির শেখের ৫০ হাজার টাকার বিদ্যুতের বিল বাকি ছিল। সেই টাকা পাঁচ কিস্তিতে দেওয়ার সুযোগ দেয় বিদ্যুৎ দফতর। এ দিন প্রথম কিস্তির টাকা মেটাতে গিয়ে আকবর শেখ দফতরের কর্মীদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন। অভিযোগ, তিনি দফতরের স্টেশন ম্যানেজার অলকসান প্রধান ও হিসাবরক্ষক পল্লব রায়চৌধুরীকে মারধর করেন। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
|
অস্ত্র-সহ ধৃত
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
আগ্নেয়াস্ত্র-সহ রবিবার রাতে হাঁসখালি থানার পুলিশ এক যুবককে গ্রেফতার করেছে। ধৃত অতীন্দ্র বৈরাগী বগুলার কলেজ পাড়ার বাসিন্দা। মিলেছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও কয়েক রাউন্ড গুলি। দিন কয়েক আগে নৈশ প্রহরীকে খুন করে সোনার দোকানে লুঠ করে দুষ্কৃতীরা। ডাকাতির সঙ্গে ধৃতের যোগ রয়েছে কিনা পুলিশ তা খতিয়ে দেখছে। |