প্রাণীবন্ধুদের বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • হাওড়া |
নিয়োগ সংক্রান্ত নতুন চুক্তি বাতিল, নিয়মিত বেতনের ব্যবস্থা-সহ নানা দাবিতে সোমবার বিভিন্ন জেলায় প্রাণিসম্পদ বিকাশ দফতরের সামনে বিক্ষোভ দেখালেন ‘প্রাণীবন্ধু’রা। পরে তাঁরা দফতরের উপ-অধিকর্তার কাছে স্মারকলিপি দেন। প্রতিটি গ্রাম পঞ্চায়েতেই একজন করে ‘প্রাণীবন্ধু’ রয়েছেন। তাঁদের নিয়োগ করেছে রাজ্য প্রাণিসম্পদ বিকাশ দফতর। তাঁদের মূল কাজ গাভীর প্রজননের ব্যবস্থা, প্রাণী স্বাস্থ্য শিবিরের আয়োজন, প্রাণী সুমারিতে অংশগ্রহণ করা ইত্যাদি। ‘পশ্চিমবঙ্গ প্রাণীবন্ধু সমিতি’-র রাজ্য সভাপতি সাদিকুল সিরাজ বলেন, “দীর্ঘদিন কাজ করছি। আমাদের মাসিক বেতনের ব্যবস্থা নেই। উল্টে একবার নিয়োগ হওয়ার পরেও ফের আমাদের নতুন করে এমন একটি চুক্তিতেসই করার জন্য চাপ দেওয়া হচ্ছে যা পুরোপুরি বেআইনি।” আগামী ২৬ সেপ্টেম্বর সল্টলেকে পশ্চিমবঙ্গ গো-সম্পদ বিকাশ সংস্থার কর্তাদের হাতেও একই দাবিতে স্মারকলিপি তুলে দেওয়া হবে বলে সাদিকুল জানান। এ বিষয়ে রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ দফতরের মন্ত্রী নুরে আলম চৌধুরী বলেন, “সমস্যাগুলি নিয়ে প্রাণীবন্ধুরা আমার কাছে এলে আলোচনা করব।”
|
|
পাখির মেলা। কুলিকে তরুণ দেবনাথের তোলা ছবি। |
|
রঙিন মাছ চাষে উৎসাহ
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
রঙিন মাছ চাষ রাজ্যে ক্রমশ জনপ্রিয় হচ্ছে। শুধুমাত্র পূর্ব মেদিনীপুর জেলায় বর্তমানে ছয় থেকে সাত হাজার মানুষ রঙিন মাছ চাষের সঙ্গে যুক্ত। রঙিন মাছ চাষ উৎসাহ দিতে সোমবার কাঁথির মীণভবনে মৎস্য দফতর ও কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য মন্ত্রকের সমুদ্রজাত পণ্য রফতানি সংস্থার (এমপিইডিএ) উদ্যোগে এক কর্মশালা হল। কর্মশালায় এমপিডিইএ-র প্রোগ্রাম ম্যানেজার শুভলক্ষ্মী দাস বন্দ্যোপাধ্যায় জানান, মাত্র ৭২০ বর্গফুট জায়গা বা বাড়ির পুকুরেও রঙিন মাছের চাষ করা যায়। এই মাছ চাষ করলে সমুদ্রজাত পণ্য রফতানি সংস্থার পক্ষ থেকে সাড়ে সাত লক্ষ টাকা পর্যন্ত আর্থিক অনুদানের বন্দোবস্ত রয়েছে। এ ছাড়াও বিনামূল্যে পাঁচ দিনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
|
প্রাণিবন্ধুদের দাবি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
চুক্তিপত্র বাতিলের দাবিতে সোমবার জেলা প্রাণিসম্পদ দফতরের সামনে বিক্ষোভ দেখালেন প্রাণিবন্ধুরা। পশ্চিমবঙ্গ প্রাণিবন্ধু কর্মচারী ফেডারেশনের তরফে স্মারকলিপিও দেওয়া হয়। ২০ দফা চুক্তিপত্রে প্রাণিবন্ধুদের স্বার্থ ক্ষুণ্ণ হবে বলে আশঙ্কা। কারণ প্রাণিবন্ধুরা চাকরির দাবি করতে পারবেন না।
|
|
বনে সুন্দর: নিমতার নদীকূলে অসীম সিকদারের তোলা ছবি। |
|