টুকরো খবর |
বাসে নাবালিকার যৌন নিগ্রহ, গ্রেফতার খালাসি
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
ঝাড়খণ্ডে বাসে নিগৃহীত হল সাত বছরের এক ছাত্রী। অভিযোগ, শিশুটির ওপরে যৌন নিগ্রহ চালায় বাসের খালাসি। অভিযুক্তকে গ্রেফতার করে ধর্ষণের চেষ্টার মামলা হয়েছে। তবে মেডিক্যাল রিপোর্টে ঘটনাটিকে ধর্ষণ বলেই চিহ্নিত করা হয়েছে। পুলিশ জানায়, আজ দুপুরে ঝাড়খণ্ডের খুঁটি জেলার একটি স্কুলের নার্সারির ছাত্রী তার দু’ ভাইয়ের সঙ্গে বাড়ি ফিরছিল। ভিড় বাসে শিশুটিকে বাসের খালাসি বাব্বন খান কোলে বসিয়ে নেয়। তখনই তাকে যৌন নিগ্রহ করা হয় বলে অভিযোগ। জেলার পুলিশ সুপার এম তামিলানন্দ বলেন, “শিশুটির বয়ান অনুযায়ী বাসের খালাসি তার ওপরে যৌন নিযার্তন চালিয়েছে। এর বেশি সে কিছু বলতে পারেনি। আপাতত ওই খালাসির বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার মামলা দায়ের করা হয়েছে।” পুলিশ জানায়, খুঁটি বাসস্ট্যান্ড থেকে চাইবাসা-রাঁচি রুটের বাসে উঠেছিল শিশুটি। সঙ্গে তার দুই ভাইও ছিল। বাসে ভিড় থাকায় শিশুটিকে কোলে বসিয়ে চালকের পিছনের সিটে বসেছিল অভিযুক্ত খালাসি। অভিযোগ, সে মদ্যপ ছিল। তখনই শিশুটিকে যৌন নিগ্রহ করা হয়। ভয় পেয়ে বাসের ভিতরে কান্নাকাটি শুরু করে মেয়েটি। ঘটনাটি কেউই টের পায়নি। হুটার মোড়ের কাছে বাস থামলে ওই ছাত্রী তার ভাইদের সঙ্গে বাস থেকে নেমে যায়। বাড়ি ফিরে পরিজনদের সব কথা জানায় শিশুটি। এরপরই থানায় খবর দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, টুপুদানার কাছে বাসটিকে আটক করা হয়। অভিযুক্ত খালাসিও গ্রেফতার হয়।
|
মণিপুরে পুলিশ গাড়িতে আগুন
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
জিজ্ঞাসাবাদের জন্য এক ব্যক্তিকে আটক করায় আধাসেনা ও পুলিশের কয়েকটি গাড়িতে আগুন দিল জনতা। জ্বালানো হল নিরাপত্তা কর্মীদের এ কে ৪৭ রাইফেল। ভিড়ের মধ্যে থেকে জওয়ানদের উদ্ধার করে পুলিশ। মণিপুরের বুংমুয়াল গ্রামে শনিবার রাতের ঘটনা। পুলিশ সূত্রের খবর, শনিবার রাত ৮টা নাগাদ আসাম রাইফেল্স-এর কয়েক জন জওয়ান জামখোমাং নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। গ্রামবাসীদের অভিযোগ, তাঁকে নিরাপত্তবাহিনীর গাড়িতে তুলে মারধর করা হয়। পরে ওই গ্রামের আরও দু’জন গ্রেফতার হয়। এর পরই উত্তেজনা ছড়ায় এলাকায়। আশপাশের লোকজন জড়ো হয়ে জওয়ানদের গাড়িতে আগুন লাগিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তাকর্মীরা শূন্যে গুলি চালান।
|
ত্রিপুরায় কংগ্রেস ছেড়ে তৃণমূলে
নিজস্ব সংবাদদাতা • আগরতলা |
ফের ধাক্কা খেল ত্রিপুরা কংগ্রেস। শ’পাঁচেক সদস্য, সমর্থককে নিয়ে তৃণমূলে যোগ দিলেন সদর জেলা কংগ্রেস সভাপতি তপন দত্ত। তৃণমূলের রাজ্য কমিটির চেয়ারম্যান রতন চক্রবর্তী জানিয়েছেন, সদরের ২২ জন কর্মকতা-সহ ৪৬০ জন কংগ্রেস কর্মী গত কাল তাঁদের দলে যোগ দিয়েছেন। রতনবাবু বলেন, “বড়জলা, রামনগর ও প্রতাপগড় এলাকার কংগ্রেস কর্মীদের একাংশ তৃণমূল শিবিরে এসেছেন। রাজ্যে বামফ্রন্টের বিকল্প শক্তি হিসেবে কংগ্রেসের পরিবর্তে তৃণমূলকেই মানুষ গ্রহণ করেছেন।” দুর্গাপুজোর পর তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্মেলন হওয়ার কথা। ওই সময় কেন্দ্রীয় নেতৃত্বের কয়েক জন ত্রিপুরায় থাকতে পারেন। সে কারণেই দলের সংগঠনিক ভিত্তি মজবুত করার প্রস্ততি চলছে।
|
একশো দিনের কাজ নিয়ে ক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সম্প্রতি ভোপালে অনুষ্ঠিত একটি সভায় একশো দিনের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ভারতের ৯টি রাজ্য থেকে আসা ২৬০ জন শ্রমিক প্রতিনিধি। তাঁদের অভিযোগ, কেন্দ্রীয় সরকারের ১০০ দিনের কাজ প্রকল্পে বছরে খুব কম দিনই কাজ পাচ্ছেন তাঁরা। দেখা যাচ্ছে, ২০০৯ সালে যেখানে সর্বোচ্চ গড়ে ৫৪ দিন কাজ দেওয়া গিয়েছিল, চলতি আর্থিক বর্ষে তা কমে গড়ে ৩৯ দিনে ঠেকেছে। ১০০ দিনের কাজের জন্য বরাদ্দও কমেছে। শ্রমিকদের দাবি, সামান্য জব কার্ড পাওয়ার জন্যও পঞ্চায়েত অফিসে ধর্না দিতে হচ্ছে তাদের। পারিশ্রমিক পেতে দেরি হচ্ছে, বেকার ভাতাও দিনের পর দিন পাচ্ছেন না তাঁরা। কাজের জায়গায় পানীয় জল, বাচ্চা রাখার জন্য ক্রেশ ইত্যাদি সুবিধাগুলিও নেই। অসংগঠিত ক্ষেত্রে নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য তাঁরা তৈরি করেছেন রাষ্ট্রীয় মজদুর অধিকার মোর্চা। তার অন্যতম সদস্য পশ্চিমবঙ্গ খেতমজুর সমিতি।
|
ব্রহ্মপুত্রে ঝাঁপ তিন জনের
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
ভাড়া নেওয়া নৌকা থেকে ব্রহ্মপুত্রে ঝাঁপ দিলেন একই পরিবারের তিনজন। গুয়াহাটির ঘটনা। আজ সকালে শুক্লেশ্বরের ঘাট থেকে এক দম্পতি নৌকা ভাড়া করেন। তাঁদের উমানন্দ যাওয়ার কথা ছিল। সঙ্গে একটি শিশুও ছিল। আচমকাই বাচ্চাকে নিয়েই জলে ঝাঁপ দেন দম্পতি। তল্লাশিতে সন্ধ্যা পর্যন্ত দেহ মেলেনি।
|
মধ্য অসমে বন্ধ
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
২৪ ঘণ্টার মধ্য-অসম বন্ধে ব্যাহত হল মরিগাঁও, কার্বি আংলং, নগাঁওয়ের জনজীবন। টিয়া ও কার্বি ছাত্র সংগঠন ওই বন্ধ ডেকেছিল। নগাঁওয়ের রহা ও কোঠিয়ালিতে বন্ধ সমর্থকদের তাণ্ডবে ১০টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। জখম এক। কার্বি আংলং-এর হাওড়াঘাটে বন্ধ সমর্থকেরা একটি অ্যাম্বুলেন্সও ভাঙচুর করে। সেটির চালক জখম হন।
|
মগধ এক্সপ্রেসে আগুন |
|
ছবি: পিটিআই। |
মগধ এক্সপ্রেসের একটি কামরায় অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়াল। সোমবার সকাল সাড়ে ১১টা নাগাদ বাক্সার কাছে গাহামার এবং চৌসা স্টেশনের মধ্যে ঘটনা ঘটে। রেল সূত্রের খবর, কামরায় আচমকা আগুন লেগে যায়। যাত্রীদের অন্য কামরায় নিয়ে যাওয়া হয়। কেউ হতাহত হননি। পূর্ব-মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক অমিতাভ প্রভাকর বলেন, “আগুন লাগার কারণ জানতে তদন্ত চলছে।” রেল জানিয়েছে, নয়াদিল্লি থেকে পটনা হয়ে ইসলামপুরে যাচ্ছিল ট্রেনটি। আগুন লাগার পর সেটিকে চৌসা স্টেশনে নিয়ে যাওয়া হয়। অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে পরিস্থিতি সামলানো যায়নি। পরে দমকল আগুন নেভায়।
|
আডবাণীর সঙ্গে নীতীশ কুমারের সম্পর্ক |
|
ছবি: পিটিআই। |
জেডি (ইউ) এনডিএ ছাড়লেও বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীর সঙ্গে নীতীশ কুমারের সম্পর্ক সব সময়ই ভাল। সোমবার দিল্লির বিজ্ঞান ভবনে জাতীয় সংহতি পরিষদের বৈঠকে দেখা মাত্রই বিহারের মুখ্যমন্ত্রী নীতীশের কাছে চলে এলেন আডবাণী। তাঁকে দেখে নীতীশও নিজের আসন ছেড়ে করমর্দন করতে এগোলেন। দু’জনে একসঙ্গে হাসি মুখে ছবিও তুললেন। প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে নরেন্দ্র মোদীর নাম ঘোষণা করবে বিজেপি, এই আশঙ্কায় এনডিএ ছাড়েন নীতীশ। তাঁর আশঙ্কা সত্যি হয়েছে। এই বিজ্ঞান ভবনেই গত কয়েক বছর মুখ্যমন্ত্রীদের অনেক সম্মেলনে মোদীকে এড়িয়ে গিয়েছেন তিনি।
|
মন্ত্রীকে জেরা |
ইশরাত জহান ভুয়ো সংঘর্ষ মামলায় গুজরাতের আইনমন্ত্রী প্রদীপসিন জাডেজাকে সোমবার জেরা করল সিবিআই। তাদের সঙ্গে দেখা করতে বলে নোটিস পাঠানো হয়েছে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কমল ত্রিবেদীকেও। এই মামলার তদন্ত ‘কী ভাবে বন্ধ করা যায়’, সেই ব্যাপারে আলোচনার জন্য ২০১১ সালে ত্রিবেদীর নিজের চেম্বারে একটি বৈঠক করা হয় বলে অভিযোগ। এ দিন গাঁধীনগরে সেই বৈঠকের ব্যাপারেই জাডেজাকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই কর্তারা।
|
নায়ডু-চৌটালার আশ্বাস |
চন্দ্রবাবু নায়ডু এবং ওম প্রকাশ চৌটালা এনডিএ-র শরিক হবেন। সোমবার বিজেপি নেতৃত্বকে এই ব্যাপারে আশ্বস্ত করেছেন এই দুই নেতা। অকালি দলের নেতা নরেশ গুজরালের বাড়িতে এ দিন এক গোপন বৈঠক হয় বিজেপি নেতা অরুণ জেটলি ও চন্দ্রবাবু-চৌটালার। সেখানে তাঁদের এনডিএ-তে যোগ দেওয়া নিয়ে কথা হয়। তাঁকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণার পরেই নরেন্দ্র মোদী এনডিএ-র বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন। তিনি চান, ভোটের আগেইবেশ কিছু শরিককে পেতে, যাতে মোদী নিজের গ্রহণযোগ্যতাও বাড়াতে পারেন।
|
জগনের জামিন |
|
এর আগে ছ’-ছ’বার তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে। ১৬ মাস হায়দরাবাদের চঞ্চলগুড়া জেলে কাটানোর পরে অবশেষে সোমবার জামিন পেলেন ওয়াইএসআর কংগ্রেস প্রধান জগন্মোহন রেড্ডি। গত বছরের মে মাসে হিসাব বহির্ভূত সম্পত্তি মামলায় জগনকে গ্রেফতার করে সিবিআই। বিশেষ সিবিআই কোর্টে সিবিআই জানায়, জগনের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে। এর পর জগনের জামিন হয়।
পুরনো খবর: ধৃত জগন্মোহন, প্রভাব নিয়ে দ্বিধায় কংগ্রেস
|
দল ছাড়ছেন |
দল ছাড়ছেন তিন বারের কংগ্রেস সাংসদ রাও ইন্দ্রজিৎ সিংহ। গত মাসেই সনিয়া গাঁধীর জামাই রবার্ট বঢরার জমি কেলেঙ্কারির বিরুদ্ধে তদন্তের দাবিতে সরব হয়েছিলেন তিনি। |
|