পালাল কয়েদি
নিজস্ব সংবাদদাতা |
সকলের চোখের সামনে পালাল চুরির অভিযোগে গ্রেফতার হওয়া এক ব্যক্তি। সোমবার, সল্টলেক এসিজেএম আদালতে। তার নাম রঞ্জন ঢোল। পুলিশ জানায়, রবিবার ভুবনেশ্বর থেকে রঞ্জন, ত্রৈলোক্য সোয়েন ও প্রকাশ কুমার বেহরাকে ধরা হয়। তাদের এসিজেএম আদালতের দ্বিতীয় গেট দিয়ে কোর্ট লক-আপে পাঠানো হচ্ছিল। তার পরেই রঞ্জনকে পাওয়া যায়নি। ঘটনার সময়ে কর্তব্যরত পুলিশকর্মীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দু’জনের বিরুদ্ধে বিভাগীয় তদন্তও চলছে। সূত্রের খবর, ধৃতেরা এক কুখ্যাত সমাজবিরোধীর সঙ্গী। পুলিশের অনুমান, একটি হত্যার ঘটনায় তারা যুক্ত ছিল। |
এ বার ছাত্রকে মার রবীন্দ্রভারতীতে |
মাস দুয়েক আগে স্নাতকোত্তর স্তরের এক ছাত্রীকে মারধরের ঘটনায় গ্রেফতার হয়েছিলেন টিএমসিপি-র এক নেতা। এ বার স্নাতক স্তরের এক ছাত্রকে নিগ্রহের অভিযোগ উঠল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের চার ছাত্রের বিরুদ্ধে। পুলিশ জানায়, ওই চার ছাত্রের নাম সিমিওন সোরেন, কানু মণ্ডল, রাকিব হোসেন ও স্বপ্নদীপ তালুকদার। পুলিশ জানায়, সোমবার ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র কমলাশঙ্কর দলুই পরীক্ষার ফল আনতে বিশ্ববিদ্যালয়ে যান। অভিযোগ, ওই চার ছাত্র তাঁকে মারধর করেন। ছাত্র সংগঠনের গোষ্ঠী-দ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে বলে পুলিশের অনুমান। জুলাইয়ে এমএ-র এক ছাত্রীকে মারধর ও শ্লীলতাহানির ঘটনায় টিএমসিপি-র সাত পড়ুয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়। এ দিনের ঘটনায় অভিযুক্ত সিমিওন আগের ছাত্রী-নিগ্রহেও যুক্ত ছিল। |