টুকরো খবর
শিল্পের জমি ফেলে রাখা নিয়ে ফের হুঁশিয়ারি পার্থের
শিল্পের জন্য জমি নিয়ে ফেলে রাখা যাবে না। সোমবার বণিকসভা বেঙ্গল চেম্বার অফ কমার্সের অনুষ্ঠান শেষে ফের এই হুঁশিয়ারি দিলেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এ ধরনের ঘটনায় রাজ্য সরকার কড়া ব্যবস্থা নিতে চলেছে বলে তাঁর দাবি। এ দিনের অনুষ্ঠানে জমির প্রসঙ্গ তোলেন শিল্পমন্ত্রী নিজেই। তাঁর অভিযোগ, রাজ্যের ভাবমূর্তি ম্লান করার জন্যই অযথা জমি সমস্যা নিয়ে আলোচনা হয়। তাঁর দাবি, শিল্পের জন্য প্রয়োজনীয় জমি রয়েছে। এবং দফায় দফায় বিনিয়োগকারীদের জমি দেওয়াও হচ্ছে। একই সঙ্গে তিনি বলেন, “জমি নিয়ে ফেলে রাখলে আগামী এক মাসের মধ্যেই এ বিষয়ে পদক্ষেপ করবে সরকার।” তিনি কোনও সংস্থার নাম না-করলেও সংশ্লিষ্ট সূত্রের খবর, জয় বালাজি, আধুনিক-সহ বড় প্রকল্পের নামও এই তালিকায় রয়েছে। শিল্পায়ন প্রসঙ্গে পশ্চিমবঙ্গের ভাবমূর্তির কথা উঠে এসেছে বেঙ্গল চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট কল্লোল দত্তের বক্তব্যেও। তিনি জানান, রাজ্যের ইতিবাচক দিকগুলি গুরুত্ব না-পেলে মার খাবে শিল্পায়ন প্রক্রিয়াই।

পড়ল সেনসেক্স
রিজার্ভ ব্যাঙ্কের ঋণনীতির বিরূপ প্রভাব এখনও কাটিয়ে উঠতে পারেনি শেয়ার বাজার। সোমবারও সেনসেক্স পড়েছে ৩৬২.৭৫ পয়েন্ট। বেশি করে পড়েছে ব্যাঙ্ক এবং নির্মাণ সংস্থার শেয়ার দর। শুক্রবার রিজার্ভ ব্যাঙ্ক তার ঋণনীতি ঘোষণা করার পর বড় পতন হয় সূচকের। গত দু’দিনের লেনদেনেই সেনসেক্স পড়ল প্রায় ৭৪৬ পয়েন্ট। রিজার্ভ ব্যাঙ্কের নতুন গভর্নর রঘুরাম রাজন দায়িত্ব নেওয়ার আগে শেয়ার বাজারের আশা ছিল, পূর্বসূরি ডি সুব্বারাওয়ের বিপরীত রাস্তায় হেঁটে রাজন সুদের হার কমাতে পদক্ষেপ করবেন। কিন্তু মূল্যবৃদ্ধির মোকাবিলায় তিনিও রেপো রেট বাড়ানোয় বাজার আতঙ্কে রয়েছে।ব্যাঙ্কের রেটিং কমাল মুডিজ, ফিচ। ভারতীয় স্টেট ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা এবং পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের রেটিং কমল। স্টেট ব্যাঙ্কের কিছু ঋণপত্র এবং স্থানীয় মুদ্রার আমানতের মূল্যায়ন কমিয়েছে মুডিজ। ফিচ রেটিং কমিয়েছে বাকি দু’টি ব্যাঙ্কের।

নজিরবিহীন বিক্রি আইফোনের
তিন দিনে বিক্রির সংখ্যাটা ৯০ লক্ষেরও বেশি। শুক্রবার বাজারে আসার পর অ্যাপল দুনিয়ার দুই নয়া মডেল, আইফোন ফাইভ এস এবং আইফোন ফাইভ সি-র গড়ে ফেলা এই নতুন ‘রেকর্ড’ তাক লাগিয়ে দিল গোটা বিশ্বকে। পূর্বসূরি আইফোন ফাইভের তিন দিনে ৫০ লক্ষ বিক্রির হিসেব যার কাছে এখন অনেকটাই ম্লান। এমনকী আইফোন ফাইভ এস-এর চাহিদা তার প্রাথমিক জোগানকেও ছাড়িয়ে গিয়েছে। অনলাইনে বুকিং করা অনেকেই এখন পরের দফার জোগানের জন্য হা-পিত্যেশ করে আছেন। আর সপ্তাহান্তের এই নজিরবিহীন বিক্রির পরিসংখ্যান হাতে পেয়ে অ্যাপল কর্ণধার টিম কুক-এর বিবৃতি, “এখনও পর্যন্ত এই আইফোনটাই আমাদের সেরা।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.