দোকানে আগুন লাগানোর নালিশ |
শান্তিনিকেতন তদন্ত কেন্দ্রের আওতাধীন শ্যামবাটি বাজারের এক সাইকেল দোকানে আগুন ধরানোর অভিযোগ উঠল স্থানীয় কিছু যুবকের বিরুদ্ধে। এই মর্মে বোলপুরের ব্যবসায়ী সমিতি লিখিত অভিযোগ জানিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শান্তিনিকেতনের শ্যামবাটি বাজারে ওই এলাকার সঞ্জিত সিংহের সাইকেল দোকান রয়েছে। রবিবার গভীর রাতে দোকানে আগুন লাগার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। ঘটনাস্থলে আসে পুলিশ এবং দমকল। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা। সঞ্জিতবাবুর অভিযোগ, “২০১১ সাল থেকে শুরু করে এ দিন পর্যন্ত এলাকার কিছু যুবক নানা ভাবে আমাকে হেনস্থা করছে। দিন কয়েক আগে এক যুবকের সাইকেল সারানোেকে কেন্দ্র করে বচসা হয়। ২০১১ সালে এই সাইকেল দোকান জ্বালিয়ে দেওয়া হয়েছিল।” বোলপুর ব্যবসায়ী সমিতির সম্পাদক সুনীল সিংহ বলেন, “এই ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। পাশাপাশি কেন বারে বারে এই দোকানে হামলা চালানো হচ্ছে, সেটাও খতিয়ে দেখতে পুলিশকে বলা হয়েছে।” এই ঘটনার প্রতিবাদে এক বেলা বাজার বন্ধ রেখেছিলেন স্থানীয় ব্যবসায়ীরা। শান্তিনিকেতন তদন্তেকেন্দ্রের আইসি পার্থসারথি মণ্ডল বলেন, “অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের খোঁজ চলছে।”
|
খানাখন্দে ভর্তি বোলপুর শহরের রাস্তাঘাট চলা ফেরার অযোগ্য। অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিতে সোমবার দুপুরে প্রতীকী পথ অবরোধ করল ডিওয়াইএফ। এ দিন বোলপুরের চিত্রা মোড়ে বাম নেতৃত্বের পাশাপাশি ছিলেন এলাকার ওই সংগঠনের নেতাকর্মীরা। পরে দুপুর ১২টা নাগাদ পুলিশের আশ্বাসে পথ অবরোধ তুলে নেন তাঁরা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বোলপুরের পুরসভা এলাকা, জনস্বাস্থ্য কারিগরি দফতরের আওতাভুক্ত রাস্তা-সহ একাধিক রাস্তা বেহাল। প্রসঙ্গত, কিছু দিন আগে বোলপুর শহর ও ব্লক কংগ্রেসের উদ্যোগে, শহরের রাস্তাঘাটের বেহাল অবস্থার জন্য এই চিত্রা মোড়েই ধানের চারা পুঁতে প্রতীকী প্রতিবাদ জানিয়েছিলেন।
|
পঞ্চায়েত ভোটের কয়েক সপ্তাহ যেতে না যেতেই বিজেপির টিকিটে জেতা এক পঞ্চায়েত সদস্য যোগ দিলেন তৃণমূলে। সোমবার ঘটনাটি ঘটেছে রাজনগর পঞ্চায়েতে। তৃণমূল পরিচালিত রাজনগর পঞ্চায়েতের ২ নম্বর সংসদ থেকে জেতা মুন্নি বিবি নামে সদস্যের দাবি, উন্নয়ণের স্বার্থেই তিনি দল বদল করলেন। এমনিতে ১৩ আসন বিশিষ্ট ওই পঞ্চায়েতের ৭টি আসন পেয়ে তৃণমূল ক্ষমতায় রয়েছে। এই দল বদল একমাত্র বিরোধীদের একটি আসন কমে যাওয়া ছাড়া, তেমন কোনও পরিবর্তন হচ্ছে না। এখন বিরোধী আসনে রয়েছেন ৪ কংগ্রেস ও ১ বিজেপি সদস্য।
|
সাত দফা দাবিতে সোমবার সাঁইথিয়া বিদ্যুৎ দফতরে বিক্ষোভ দেখায় অ্যাবেকা। পরে তারা স্মারকলিপিও দেয়। |