টুকরো খবর
জোটসঙ্গীর খোঁজে জয়ী মের্কেল
সংখ্যাগরিষ্ঠ ভোটে জিতে জার্মানির চ্যান্সেলর হলেন আঙ্গেলা মের্কেলই। এই নিয়ে পর পর তিন বার। তবে মাত্র চারটি আসনের জন্য হাতছাড়া হয়ে গেল একক গরিষ্ঠতার নম্বরে পৌঁছনোর সুযোগ। গত বারের জোট সরকারের শরিক দল ফ্রি ডেমোক্র্যাটিক পার্টি এ বার সব চেয়ে কম আসন পেয়েছে। মোট আসনসংখ্যার ৫%-এরও কম আসন পাওয়ায় আগামী চার বছর পার্লামেন্টে প্রতিনিধিত্ব থাকছে না তাদের। ফলে নতুন জোটসঙ্গীর খোঁজ করছেন মের্কেল। মের্কেলের ক্রিশ্চান ডেমোক্র্যাটিক ইউনিয়ন এবং তাদেরই আর এক শরিক ক্রিশ্চান সোশ্যাল ইউনিয়ন পেয়েছে মোট ৩১১টি আসন। গাণিতিক হিসেবে তা হল পার্লামেন্টের নিম্ন কক্ষ বুন্দেস্টাগের মোট আসনসংখ্যার ৪১.৭%। মের্কেল দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, দলের প্রতি জনগণের কতটা আস্থা তা ভোটের ফলে পরিষ্কার হয়ে গিয়েছে।

টাইফুনের কবলে
রবিবার রাতে টাইফুন উসাগি আছড়ে পড়ল দক্ষিণ চিনে। চিনের সরকারি সংবাদ সংস্থা সূত্রে খবর, এখনও পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে। গত তিন দশকের মধ্যে সব চেয়ে শক্তিশালী এই টাইফুনে বাতিল হয়েছে একশোরও বেশি উড়ান। হংকং বিমানবন্দরে আটকে রয়েছেন হাজার হাজার যাত্রী। গুয়াংডং প্রদেশের অবস্থা সব থেকে খারাপ। দু’লাখেরও বেশি মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ভেঙে পড়েছে সাত হাজার বাড়ি। রাস্তায় উপড়ে পড়েছে বড় বড় গাছ। ১৪টি উপকূল শহরের সমস্ত স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। আবহবিদেরা জানিয়েছেন, ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১৬৫ কিলোমিটার। রাস্তা থেকে একটা আস্ত গাড়ি উড়িয়ে নিয়ে যেতে পারে তা। তবে রবিবার রাত থেকে সোমবার ঝড়ের গতিবেগ কিছুটা কমেছে। গত সপ্তাহে তাইওয়ান ও ফিলিপিন্সে এই টাইফুনের কবলে পড়ে মারা গিয়েছিলেন অন্তত চার জন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.