টুকরো খবর
ধরা পড়ল না ইভটিজার
ঘটনার আটচল্লিশ ঘণ্টা পরেও আসানসোলের একজন ইভটিজারকেও গ্রেফতার করতে পারেনি আসানসোল উত্তর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, তারা এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছে। তল্লাশি চলছে। নজরে এলেই ধরা হবে এদের। শনিবার রাত সাড়ে সাতটা নাগাদ আসানসোল উত্তর থানার ঢিল ছোঁড়া দূরত্বে জনা কয়েক ইভটিজারের হাতে প্রহৃত হন এক প্রতিবাদী বাবা। ওই দিন তিনি নিজের মেয়েকে টিউশন থেকে নিয়ে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, ২ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন মোড়ের কাছে একটি দোকানে বসে থাকা জনাকয়েক দুষ্কৃতী তাঁর মেয়ের উদ্দেশ্যে কটূক্তি করে। এগিয়ে এসে প্রতিবাদ করেন ওই ছাত্রীর বাবা বজরঙ্গ পন্ডিত। তখনই তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। বজরঙ্গবাবুর মাথা ফেটে যায়। এরপরই পালিয়ে যায় দুষ্কৃতীরা। আসানসোল উত্তর থানায় অভিযোগ দায়ের করেন প্রহৃত বাবা। এই ঘটনাকে কেন্দ্র করে ওই দিন থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। সোমবারও ক্ষুব্ধ ছিলেন এলাকার বাসিন্দারা। এর উপর ৪৮ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরেও একজনও দুষ্কৃতী ধরা না পড়ায় বাসিন্দারা ক্ষুব্ধ। ক্ষোভ বাড়ছে পুলিশের প্রতিও। রবিবার রাতেই কমিশনারেটের এডিসিপি (সেন্ট্রাল) সুরেশ কুমার জানিয়েছিলেন, দুষ্কৃতীদের চিহ্নিত করা গিয়েছে। এদের বাড়ি বাড়ি তল্লাশি হয়েছে। কিন্তু এরা পালিয়ে যাওয়ায় ধরা যায়নি। সোমবারও একজনকে ধরা যায়নি। পুলিশকে প্রশ্ন করা হলে জানা যায়, দুষ্কৃতীরা এলাকা ছাড়া। তবে পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করে এদের হদিস পাওয়ার চেষ্টা চলছে। সুরেশকুমার সোমবার জানিয়েছেন, ওই অঞ্চলে পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে। অপরিচিত মুখ দেখলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সিদ্ধান্ত প্রত্যাহারের চিঠি দিলেন না মেয়র
আসানসোল পুরসভার কংগ্রেসের মেয়র পারিষদকে অপসারণের সিদ্ধান্ত প্রত্যাহারের চিঠি সোমবারও দিলেন না মেয়র তাপস বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসের ১২ জন কাউন্সিলর বুধবার বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে জানা গিয়েছে। কংগ্রেসের পরিষদীয় দলনেতা তথা ডেপুটি মেয়র অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, “প্রদেশ নেতাদের সব বলেছি। যেমন নির্দেশ আসবে তেমনি ব্যবস্থা নেব।” অমরনাথবাবু জানান, মঙ্গলবার পর্যন্ত তাঁরা অপেক্ষা করবেন। বুধবারই বৈঠক করে সিদ্ধান্ত নেবেন। গত ২৩ অগস্ট কংগ্রেসের মেয়র পারিষদ গোলাম সরওয়ারকে তাঁর পদ থেকে সরতে হয়। অভিযোগের আঙুল ওঠে মেয়র তাপসবাবুর দিকে। গোলাম সরওয়ারের বিরুদ্ধে অভিযোগ, তিনি পদে বহাল থেকে মেয়রের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। পুরসভার বেনিয়ম নিয়ে প্রকাশ্যে কথাও বলেছেন। গোলাম সরওয়ারকে সরানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানায় কংগ্রেস।

চাকরি মেলেনি, ক্ষোভ জামুড়িয়ায়
২৩ বছর আগে জমি অধিগ্রহণ করে কয়লা খনন করেছিল ইসিএল। অভিযোগ, বিধি মেনে ওই সংস্থা চাকরি দেয়নি। এর প্রতিকারের দাবিতে সোমবার জামুড়িয়ার সাতগ্রাম প্রজেক্টে সকাল ৮টা থেকে দুপুর ২টো পর্যন্ত খনিতে নামার ডুলিতে বসে বিক্ষোভ দেখালেন জমিহারা একটি পরিবার। খনিতে কর্মীরা নামতে না পারায় ব্যাহত হয় উৎপাদন। জমির মালিক জগদীশ সিংহ দাবি করেন, ১৯৯০ সালে তাঁদের এক একর জমি অধিগ্রহণ করেছিল ইসিএল। তখন প্রতি একরে একটি করে চাকরি দেওয়ার বিধি ছিল। জমি নেওয়ার আগে চাকরির প্রতিশ্রুতি দিলেও চালু হওয়ার পর ওই সংস্থা জানিয়ে দেয়, তাঁদের নতুন আইনে ২ একর জমি ছাড়া চাকরি পাওয়া যাবে না। তাঁর আরও দাবি, সব মিলিয়ে ২.৩৯ একর জমির বিনিময়ে পুরনো বিধি মেনে চাকরি দিতে হবে। বারবার প্রতিকারের দাবি জানিয়েও কোনও সমাধান না হওয়ার তিনি বিক্ষোভের মধ্যে দিয়ে প্রতিবাদ জানালেন।

গাড়ি চুরির পান্ডা ধৃত
একটি গাড়ি চুরি হওয়ার ২২ দিন পর কয়েকজন অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ৩১ অগস্ট রানিগঞ্জের পঞ্জাবি মোড় থেকে একটি খালি লরি স্ট্যান্ড থেকে নিয়ে দুষ্কৃতীরা চম্পট দেয়। রবিবার রাতে ডানকুনির একটি ধাবা থেকে রানিগঞ্জের কুন্দন বর্মা, ডানকুনির ভাদুয়ার কৃষ্ণা সিংহ এবং তিলজলার চাউবালা এলাকার প্রদীপকুমার রায়কে পুলিশ গ্রেফতার করে। ওই তিন ধৃতকে সোমবার আসানসোল আদালতে পাঠিয়ে পাঁচ দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এর আগেও কয়েক জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মেলেনি চাকরি, বিক্ষোভ
২৩ বছর আগে জমি অধিগ্রহণ করে কয়লা খনন করেছিল ইসিএল। অভিযোগ, বিধি মেনে ওই সংস্থা চাকরি দেয়নি। এর প্রতিবাদে সোমবার জামুড়িয়ার সাতগ্রাম প্রজেক্টে সকাল ৮টা থেকে দুপুর ২টো পর্যন্ত খনিতে নামার ডুলিতে বসে বিক্ষোভ দেখালেন জমিহারা একটি পরিবার। এর জেরে ব্যাহত হয় উৎপাদন। জমির মালিক জগদীশ সিংহ দাবি করেন, ১৯৯০ সালে তাঁদের এক একর জমি অধিগ্রহণ করেছিল ইসিএল। তখন প্রতি একরে একটি করে চাকরি দেওয়ার বিধি ছিল সংস্থার। জমি নেওয়ার আগে চাকরির প্রতিশ্রুতি দিলেও সংস্থা চালু হওয়ার পর ওই সংস্থা জানিয়ে দেয়, তাঁদের নতুন আইনে ২ একর জমি ছাড়া চাকরি পাওয়া যাবে না। তাঁর আরও দাবি, তাঁর সঙ্গীদেরও সব মিলিয়ে ২.৩৯ একর জমির বিনিময়ে পুরনো বিধি মেনে চাকরি দিতে হবে।

ভুয়ো পরীক্ষার্থী ধৃত
একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের পরীক্ষা দিতে এসে ধরা পড়ল এক ভুয়ো পরীক্ষার্থী। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম আশিস অগ্রবাল। বাড়ি বিহারের ডালটনগঞ্জের পালামৌতে। রবিবার সে দুর্গাপুরের বিধানগরের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে পরীক্ষায় বসে। পুলিশ সেখান থেকেই তাকে গ্রেফতার করে। সোমবার তাকে আদালতে তোলা হলে বিচারক তার জামিন না মঞ্জুর করে ৭ দিনের জেল হাজতে পাঠান।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.