|
|
|
|
বাবার খুনি দাদাকে মেরে থানাতে হাজির দুই ভাই
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
হাড়িয়ার নেশা করে মায়ের উপর দাদা অত্যাচার করত বলে অভিযোগ। এই রাগে দাদাকে লাঠি দিয়ে পিটিয়ে খুন করবার অভিযোগ উঠেছে দুই ভাইয়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার গভীর রাতে ডুয়ার্সের শামুকতলা থানার আদিবাসী মহল্লা বানিয়াডাবরি গ্রামে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, নিহতের নাম ফ্রান্সিস খড়িয়া (৩২)। দাদাকে খুন করার পর রাতেই দুই ভাই শামুকতলা থানায় আত্মসমর্পণ করেন। ধৃতদের নাম শুকরা ওঁরাও ও বিফে ওঁরাও। স্থানীয় বাসিন্দারা পুলিশকে জানিয়েছেন, ফ্রান্সিস কোনও কাজ করতেন না। ধৃত দুই ভাই দিনমজুরি করে সংসার চালান। দুই ভাই এবং মায়ের কাছ থেকে টাকা নিয়ে দিনভর নেশা করত বলে অভিযোগ। বাড়ি থেকে টাকা না দিলে বাড়িতে তিনি গোলমাল করতেন বলে অভিযোগ। দেড় বছর আগে নেশার ঘোরে বাবাকে পিটিয়ে খুন করার অভিযোগ ওঠে নিহত ফ্রান্সিসের বিরুদ্ধে।
তিনি ছয় মাস জেলেও ছিলেন। জামিনে ছাড়া পেয়ে এসে তিনি ফের বাড়িতে অশান্তি শুরু করেন বলে অভিযোগ। নেশার জন্য বাড়ির জিনিসপত্রও তিনি বিক্রি করে দিচ্ছিলেন বলে অভিযোগ। অভিযোগ, ঘটনার দিন নিহতের মা বিরসি খড়িয়া গাছের কলা বিক্রি করেন। রাতে নেশা করে এসে মায়ের কাছে টাকা দাবি করে ফান্সিস। কুড়ুল নিয়ে তিনি মা’কে ভয় দেখানো শুরু করেন। তার পরে মাকে মারতে চেষ্টা করেন। মাঁকে বাঁচাতে গেলে দুই ভাইকে তিনি মারতে যান। সেই সময় দুই ভাই দাদা’র উপর লাঠি নিয়ে চড়াও হন বলে অভিযোগ। লাঠি পেটার জেরে ঘটনাস্থলেই ফ্রান্সিস মারা যান। আলিপুরদুয়ার অতিরিক্ত পুলিশ সুপার আকাশ মেঘারিয়া জানান, দাদাকে খুন করার অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করা হয়েছে। নেশার টাকার জন্য নিহত মা ও ভাইদের উপর অত্যাচার করত। ঘটনাস্থল থেকে কুড়ুল, লাঠি উদ্ধার করা হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু হয়েছে। |
|
|
|
|
|