|
|
|
|
পুর-নির্দেশ না মেনে নির্মাণের নালিশ |
রাতভর কাজ দোকানে
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
পুরসভা ও এসজেডিএ-র উদাসীনতায় অবৈধ ভাবে ওষুধের দোকানের নির্মাণ কাজ চলছে বলে অভিযোগ উঠেছে। শিলিগুড়ি জেলা হাসপাতালের উল্টো দিকে কয়েকটি ওষুধের দোকান ভেঙে মালিকেরা একসঙ্গে একটি দোকান তৈরি করছেন। অথচ নির্মাণ কাজের কোনও অনুমতি তারা নেননি। বিষয়টি জানতে পেরেই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী পুর কমিশনারকে ফোন করে দেখতে বলেন। পুরসভার তরফে বাস্তুকাররা গিয়ে খতিয়ে দেখে নির্মাণ বন্ধ রাখতে বলেছেন সপ্তাহখানেক আগেই। অথচ দিন কয়েক বন্ধ রাখার পর গত ৪ দিন ধরে ফের নির্মাণ কাজ চলছে বলে অভিযোগ। গভীর রাতে দোকান তৈরি করা হচ্ছে বলে ব্যবসায়ীদের একাংশ অভিযোগ করেছেন। যাদের বিরুদ্ধে অভিযোগ তাঁরা অভিযোগ মানতে নারাজ। মালিকপক্ষের অন্যতম দিলীপ সাহা বলেন, “পুরসভা নিষেধ করার পর নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছে। অথচ মিথ্যে অভিযোগ তোলা হচ্ছে।”
নিবেদিতা মার্কেটের ওই জায়গা রেলের হলেও তা এসজেডিএ’র কাছে হস্তান্তর হওয়ার কথা। সেই মতো রেল কর্তৃপক্ষকে এসজেডিএ’র তরফে টাকা দেওয়াও হয়েছে। আগেও নিবেদিতা মার্কেটে ওই দোকানগুলির লাগোয়া অপর কয়েকটি ওষুধের দোকান ভেঙে একই ভাবে একটি দোকান তৈরি করা হয় বলে অভিযোগ। তাও পুরসভা এবং এসজেডিএ’র উদাসীনতায় ওই দোকান তৈরি করে নেন মালিকেরা। এ বার একই ভাবে গভীর রাতে রাস্তায় লোক চলাচল বন্ধ হলে দোকান তৈরি হচ্ছে বলে অভিযোগ। এসজেডিএ-র মুখ্য কার্যনির্বাহী আধিকারিক শরদ দ্বিবেদী জানান, আগেও পুলিশে অভিযোগ করা হয়েছিল। এ ক্ষেত্রেও তাই হবে। তাঁরা ব্যবস্থা না নেওয়ায় এসজেডিএর নমে উদাসীনতার অভিযোগ উঠেছে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব বলেন, “শীঘ্রই এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” তা ছাড়া পুরসভা কাজ বন্ধ রাখতে বলার পরেও কী ভাবে কাজ হচ্ছে তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। অনেকেরই সন্দেহ পুর কর্তৃপক্ষই আড়ালে তাদের মদত করছে। না হলে বারবার একই ভাবে কোনও রকম অনুমোদন ছাড়া কী করে নির্মাণ কাজ চলছে। পুরসভার মেয়র গঙ্গোত্রী দত্ত বলেন, “ফের নির্মাণ কাজ করা হচ্ছে বলে এ দিন আমার কাছেও অভিযোগ এসেছে। অবিলম্বে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।” |
|
|
|
|
|