অসামরিক প্রতিরক্ষা (সিভিল ডিফেন্স) জেলা ঘোষণা করে বাঁকুড়ায় বিপর্যয় মোকাবিলার পরিকাঠামো গড়ায় জোর দিচ্ছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার থেকে দু’দিনের বাঁকুড়া জেলা সফরে এসে দু’টি উদ্ধারকারী গাড়ি ও দু’টি স্পিড বোট দেবেন বলে জানিয়েছেন জেলাশাসক বিজয় ভারতী। রবিবার তিনি সার্কিট হাউসে সাংবাদিকদের বলেন, “জেলায় ডুবুরি নেই। তাই জেলার ৬০ জন যুবককে এ ব্যাপারে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। বুধবার বারিকুলে মুখ্যমন্ত্রী জনসভা করবেন। সেখানে তিনি জেলার জন্য একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও ঘোষণা করবেন।” মুখ্যমন্ত্রী শেষ জেলাসফরে এসে বাঁকুড়া জেলার জন্য একটি বিশ্ববিদ্যালয় গড়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। জেলাশাসক জানান, ওই বিশ্ববিদ্যালয়ের জন্য বাঁকুড়া ২ ব্লকের তিলাবেদিয়া মৌজায় প্রায় ৮ একর খাস জমি তাঁরা চিহ্নিত করেছেন। আপাতত ওই জমিতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গড়া হবে। জেলা সফরে মুখ্যমন্ত্রী ওই বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস করবেন। এ ছাড়াও ভৈরববাঁকি নদীর উপর একটি সেতু নির্মাণের জন্য ৫ কোটি ৩২ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। ওই সেতুরও শিলান্যাস করার কথা তাঁর। প্রশাসন সূত্রে খবর, “বিশ্ববিদ্যালয় ও ভৈরববাঁকির সেতু-সহ রানিবাঁধ ও মেজিয়ায় ডিগ্রি কলেজ, রাইপুরে পলিটেকনিক কলেজের শিলান্যাস এবং খাতড়া মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের উদ্বোধন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।”
|
একটি পিকআপ ভ্যান ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক ব্যক্তির। জখম হলেন আট জন। রবিবার দুপুরে দুঘর্র্টনাটি ঘটেছে পুঞ্চা থানার পায়রাচালি গ্রামে। মৃত ব্যাক্তির নাম রবীন্দ্রনাথ হাঁসদা (৬৮)। তাঁর বাড়ি বাঁকুড়া জেলার খাতড়া থানার মৌকুড়া গ্রামে। আহত তিন জনকে মানবাজার গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তি থাকা বাঁকুড়ার খাতড়ার বাসিন্দা রামপদ কর্মকার বলেন, “রবিবার সকালে প্রায় ১৫-১৬ জন পিকআপ ভ্যান ভাড়া করে ঝাড়খণ্ডের হাতিখেদা গ্রামের উদ্দেশ্যে বেরিয়েছিলাম। পায়রাচালি গ্রামের কাছে উল্টো দিক থেকে আসা একটা লরি আমাদের গাড়িটায় ধাক্কা মারে। আমাদের গাড়ি উল্টে গেলে তলায় চাপা পড়ে আমার ডান হাতের তিনটে আঙুল কাটা পড়ে। বাসিন্দারা উদ্ধার না করলে আরও বড় বিপদ হতে পারত।” অন্য আহত মুকুটমণিপুর গ্রামের বাসিন্দা বিশ্বনাথ মুর্মু বলেন, “আমি কয়েক ফুট দূরে ছিটকে পড়েছিলাম।”
|
তৃণমূলের দুই মহিলা প্রধান ও উপপ্রধানকে হেনস্থার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম সাগর মাঝি। ইন্দাসের বিহার গ্রামে তাঁর বাড়ি। শনিবার রাতে তাঁকে ধরা হয়। শুক্রবার দুপুরে ইন্দাস ব্লক অফিস চত্বরে বিডিও-র ডাকা বৈঠকে যোগ দিতে আসা তৃণমূল বিধায়ক গুরুপদ মেটের অনুগামী মঙ্গলপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিতা রানা বাসরি এবং আকুই ১ পঞ্চায়েতের প্রধান ইতু রায় ও উপপ্রধান সুফলচন্দ্র মণ্ডলকে হেনস্থার অভিযোগ ওঠে ইন্দাস ব্লক তৃণমূল যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেনের অনুগামীদের দিকেই। তৃণমূল নেতা রবিউল হোসেন অবশ্য দাবি করেন, “সাগর আমাদের দলের সক্রিয় কর্মী। বিধায়কের কথায় প্রধানরা তাঁকে মিথ্যা অভিযোগে ফাঁসিয়েছেন।”
|
একটি বাড়িতে হানা দিয়ে পুলিশ দুই কুইন্ট্যাল মিনিকিট ধান ও আটটি ত্রিপল আটক করে। রবিবার বরাবাজারের হেরবনা গ্রামের ঘটনা। ওই ঘটনায় লটপদা লোকাল কমিটির সম্পাদক সুভাষ মাহাতোর নামে উপভোক্তাদের বঞ্চিত করে সরকারি জিনিস আত্মসাৎ করার অভিযোগ দায়ের হয় বরাবাজার থানায়। পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করেছে। সুভাষবাবুর দাবি, তাঁকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। বরাবাজারের স্থানীয় তৃণমূল নেতা শেখ নসীমের অভিযোগ, “সিপিএম পরিচালিত লটপদা পঞ্চায়েত কর্তৃপক্ষ দুর্নীতিতে যুক্ত। পঞ্চায়েত থেকেই ওই জিনিসপত্র সরানো হয়েছিল।” যদিও সিপিএমের স্থানীয় নেতৃত্ব অভিযোগ মানেননি।
|
চার শহিদের স্মৃতিতে রবিবার বিকেলে পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে সভা করল ঝাড়খণ্ড বিকাশ মোর্চা। দলের নেতা অজিত মাহাতো জানান, ১৯৯৪ সালের ২২ সেপ্টেম্বর পুরুলিয়া শহরের ঠিক বাইরে দলের একটি কর্মসূচিতে এসে পুলিশের গুলিতে তাঁদের চার দলীয় কর্মী নিহত হন। তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই সভা। উপস্থিত ছিলেন ঝাড়খণ্ড পার্টি (নরেন)-এর সভানেত্রী চুনীবালা হাঁসদা।
|
কলেজ পরিচালন সমিতিতে তাঁদের প্রতিনিধিত্বের সুযোগ, বেতন বৃদ্ধি-সহ তিন দফা দাবিতে জেলার মন্ত্রী শান্তিরাম মাহাতোকে স্মারকলিপি দিলেন ওয়েস্টবেঙ্গল কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি প্রোগ্রেসিভ পার্টটাইম টিচার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের পক্ষে স্বপন মাহাতো জানান, মন্ত্রী তাঁদের দাবি শিক্ষামন্ত্রীর গোচরে আনবেন বলে জানিয়েছেন। |