|
|
|
|
জমি বিতর্কে তালা ঝুলল কার্যালয়ে
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
জমি নিয়ে বিতর্কের জেরে শনিবার সন্ধ্যায় সিপিএম প্রভাবিত সরকারি কর্মী সংগঠন কো-অর্ডিনেশন কমিটির হলদিয়া মহকুমা কার্যালয়ে তালা ঝোলানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, কমিটির সদস্যদের মারধর করে কার্যালয়ের আসবাব-সহ বিভিন্ন জিনিসপত্র লুঠও করা হয়। ঘটনার কথা স্বীকার করলেও তৃণমূলের দাবি, ওই ঘটনার সঙ্গে দলের কেউ যুক্ত নয়। হলদিয়ার মহকুমাশাসক শঙ্কর নস্কর বলেন, “জমি নিয়ে উভয়পক্ষের দাবি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।” প্রসঙ্গত, রবিবার ওই কার্যালয়ে কমিটির মহকুমা সম্মেলন হওয়ার কথা ছিল। তার আগে পরিকল্পিতভাবেই এই ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ।
মহকুমাশাসকের দফতর চত্বরের পাশেই রয়েছে কো-অর্ডিনেশন কমিটির দোতলা ভবন। কমিটির দোতলার ঘরগুলি সিপিএম ঘনিষ্ঠ এক ঠিকাদারকে ভাড়া দেওয়া হলেও নীচের তলায় ছিল কমিটির কার্যালয়। কমিটির হলদিয়া মহকুমা সম্পাদক রাকিবুর রহমান বলেন, “বছর কুড়ি আগে হলদিয়া উন্নয়ন পর্ষদের সঙ্গে চুক্তির ভিত্তিতে কমিটি ওই জমি পায়। ওই ঘরের জন্য কমিটি পুরসভাকে নিয়মিত করও প্রদান করে।” তিনি জানান, দুর্গাচকে পূর্ত দফতরের একটি ঘর ভাড়া নিয়ে কার্যালয় চললেও, বছর দু’য়েক আগে নিজস্ব ভবনে তারা চলে আসেন। তাঁর অভিযোগ, “রবিবার সম্মেলনের জন্য কমিটির ঘরে তাঁরা প্রস্তুতির কাজ করছিলেন। তৃণমূলের আট-দশ জন কর্মী সমর্থক হঠাৎ লাঠি নিয়ে কার্যালয়ে হামলা চালায়। মারধর করা হয়। এরপর সবাইকে বের করে দিয়ে জিনিসপত্র লুঠ করে কার্যালয়ে তালা ঝোলানো হয়। সাদা রঙ দিয়ে দেওয়ালে লেখা কমিটির নাম মোছা হয়।” তিনি আরও বলেন, “ওই ঘটনার পর আমরা মহকুমাশাসকের দফতরের সামনে আশ্রয় নিই। বাধ্য হয়ে রবিবারের সম্মেলনের কাজও বন্ধ করতে হয়।” হলদিয়ার তৃণমূল নেতা মিলন মণ্ডলের দাবি, “ওই জমিটি হাসপাতালের। সিপিএম ক্ষমতায় থাকার সময় বেআইনিভাবে জমিটি দখল করে ঘর বানায়। তবে ওই ঘটনার সঙ্গে আমাদের কেউ যুক্ত নয়। স্থানীয় দুষ্কৃতীরাই এসব কাজ করে থাকতে পারে।” |
|
|
|
|
|