নতুন টুর্নামেন্টে নতুন রূপে মহেন্দ্র সিংহ ধোনি।
চুলের ছাঁট বদলে ফেলে রবিবার ধোনি রাঁচিতে তাঁর ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগ টি টোয়েন্টির প্রথম ম্যাচে নেমে পড়তেই ভারতীয় ক্রিকেট মহল পেয়ে গেল নতুন এক চর্চার বিষয়। ধোনির ‘মোহক’ হেয়ারকাট।
বিভিন্ন ওয়েবসাইটে ভারত অধিনায়কের নতুন হেয়ার স্টাইলের ছবি ভেসে উঠতেই রবিবার ছুটির সন্ধ্যায় সোশ্যাল নেটওয়ার্কে জমা পড়ল অসংখ্য পোস্ট। বেশির ভাগই ধোনির এই নব কলেবরে উচ্ছ্বসিত হয়ে। চ্যাম্পিয়ন্স লিগের ওয়েবসাইটে শুরু হয়ে যায় অনলাইন সমীক্ষা। যার প্রশ্ন, ‘ধোনির এই নতুন হেয়ারকাট আপনার কেমন লাগছে?’ বলা বাহুল্য, যার বেশিরভাগ উত্তরই ছিল ‘কুল’ বা ‘সুপারকুল’।
দক্ষিণ আফ্রিকার দল টাইটানসের করা ১৮৫ রান তুলে দিয়ে চার উইকেটে ম্যাচ জিততে চেন্নাই সুপার কিংসের সমস্যা হয়নি। মাইক হাসি (২৬ বলে ৪৭) এবং সুরেশ রায়না (২৮ বলে ৪৭) ম্যাচের ভাগ্য মোটামুটি ঠিক করে দিয়ে যান। ধোনি (৭) রান না পেলেও চেন্নাইয়ের সেই পুরনো দাপটই দেখা গিয়েছে। |
প্রথম ম্যাচ চলাকালীন প্রায় ২০ মিনিটের জন্য আলো চলে যাওয়া, ধোনিদের ম্যাচেও কয়েক মিনিটের জন্য বিদ্যুৎ বিভ্রাট। বিশ্ব ক্রিকেটের নামী-দামি সব প্লেয়ার। কিন্তু সে সব নিয়ে কারও যেন মাথা ব্যথা নেই। ধোনির নতুন ছাঁটের ক্যারিশমা এমনই। ইতালিয়ান তারকা ফুটবলার মারিও বালোতেলির মতো এই নতুন হেয়ার স্টাইল ধোনির। সেই কারণেই বোধহয় টুইটারে এক ধোনি ভক্ত লিখলেন, “এই হেয়ার-কাট দেখার পর বালোতেলি নিশ্চয়ই ধোনিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন।” এমন হেয়ার স্টাইল এক সময় করেছিলেন ডেভিড বেকহ্যামও। ধোনির চুলের স্টাইল তাঁর আন্তর্জাতিক ক্রিকেট জীবনের শুরু থেকেই বহুচর্চিত। একেবারে শুরুতে তাঁর সেই লম্বা চুলের প্রশংসা করেছিলেন তৎকালীন পাকিস্তান প্রেসিডেন্ট পরভেজ মুশারফও। সেই হেয়ার স্টাইল বদলাতেও বারণ করেছিলেন তাঁকে। ধোনি অবশ্য তা শোনেননি। চুল ছেঁটে ফেলেন। |
ধোনির চুল-বিবর্তন। কেরিয়ারের শুরুতে ঝাঁকড়া চুলো থেকে চ্যাম্পিয়ন্স লিগে মোহক ছাঁট। |
বিশ্ব কাপ জয়ের পর মাথা পুরো কামিয়ে ফেলা নিয়েও কম আলোচনা হয়নি। এ বারও তেমনই আলোচনা তাঁর এই নতুন ছাঁট নিয়ে। রবিবার সকালেই নিজেকে নতুন চেহারায় নিয়ে আসেন সিএসকে ক্যাপ্টেন। খেলা শুরুর আগেই সেই ছবি টুইটারে পোস্ট করে হইচই ফেলে দেন সিএসকে দলের সাপোর্ট স্টাফ রাসেল রাধাকৃষ্ণন। তার পর চেন্নাই সুপার কিংস ও টাইটানস্-এর মধ্যে ম্যাচে টিভিতেই সবাই দেখে নেন নতুন ধোনিকে। এ দিনের প্রথম ম্যাচে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো ২৫ রানে হারায় ব্রিসবেন হিটকে। |