জেলায় নতুন হাঁস-মুরগির খামার
চারদিকে ঝোপঝাড়। ব্রোডার শেডগুলো সংস্কারের অভাবে ধুঁকছে। কর্মীর সংখ্যা কম। কমেছে হাঁস-মুরগির সংখ্যাও। এমনই হাল মেদিনীপুরে অশোকনগরের কাছে রাজ্যের অন্যতম সরকারি এক খামারের। এই অবস্থায় পুরনো খামারের পাশেই নতুন খামার তৈরি করছে প্রাণিসম্পদ বিকাশ দফতর। দফতরের উপ-অধিকর্তা তপন সাধু খান বলেন, “নতুন খামারটির পরিকাঠামো অত্যাধুনিক হচ্ছে। ল্যাবরেটরি থেকে মিক্সিং ইউনিট, সবই থাকছে। কাজ অনেকটা এগিয়েছে। চালু হলে এটিই হবে রাজ্যের সবথেকে বড় সরকারি হাঁস-মুরগি খামার।”
কাজটি করছে পূর্ত দফতরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ডিভিশন। নতুন খামার তৈরি শুরু হয়েছে গত বছরের গোড়ায়। দফতরের এগ্জিকিউটিভ ইঞ্জিনিয়ার তরুণ চক্রবর্তীর আশ্বাস, “কাজ স্বাভাবিক ভাবেই এগোচ্ছে। অত্যাধুনিক ব্রোডার সেড থেকে রিজার্ভার, সমস্ত কিছু তৈরি হয়েছে। আর এক মাসের মধ্যে নতুন খামার তৈরির কাজ শেষ হয়ে যাবে।” দফতরের আশা, সব ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষে বা আগামী বছরের গোড়ায় নতুন খামার চালু হবে।
মুখ্যমন্ত্রী হওয়ার পর জঙ্গলমহলের উন্নয়নে নানা প্রকল্পের কথা শুনিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই অন্যতম মেদিনীপুরে নতুন সরকারি খামার। শুধু পরিকাঠামো তৈরিতে ব্যয় হচ্ছে ৭ কোটি ৮২ লক্ষ ২৬ হাজার ৪০০ টাকা।
দফতর সূত্রে খবর, ১৯৫০ সালে মেদিনীপুর শহরের অশোকনগরের কাছে পুরনো হাঁস-মুরগির খামারটি গড়ে ওঠে। সব মিলিয়ে প্রায় ৮ একর জমির উপর খামারটি রয়েছে। নতুন খামারটি গড়ে উঠছে প্রায় ৬ একর জমির উপর। পুরনো খামারে এখন মুরগি রয়েছে প্রায় ৮০০। হাঁস প্রায় ৬০০। নতুন খামারে প্রায় সাড়ে ৪ হাজার মুরগি থাকবে।
বিভিন্ন সরকারি প্রকল্পে গরিব মানুষকে গরিব মানুষকে স্বনির্ভর করতে হাঁস-মুরগির ছানা দেওয়া হয়। প্রাণিসম্পদ বিকাশ দফতর সূত্রে খবর, ২০১২-’১৩ সালে ২ লক্ষ ৪২ হাজার ৬০০টি মুরগির ছানা বিতরণ করা হয়েছিল। আর চলতি বছরে ১ এপ্রিল থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ১ লক্ষ ১৪ হাজার মুরগির ছানা বিতরণ করা হয়েছে। হাঁসের ছানার ক্ষেত্রেও এক ছবি। ২০১২-’১৩ সালে ১৫ হাজার ২০০টি হাঁস ছানা বিতরণ করা হয়। আর এ বছর ১ এপ্রিল থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ৫ হাজার ৫০০টি হাঁস ছানা বিতরণ করা হয়েছে। এই চাহিদা মেটানো ধুঁকতে থাকা পুরনো খামারটির পক্ষে সম্ভব নয়। তাই কখনও টালিগঞ্জ থেকে হাঁস-মুরগির বাচ্চা আনতে হয়। কখনও পূর্ব মেদিনীপুর বা বাঁকুড়া থেকে। বর্ধিত চাহিদার কথা মাথায় রেখে নতুন খামার তৈরি হচ্ছে মেদিনীপুরে। হাঁস-মুরগির খাবারও তৈরি হবে খামারে।

খামারে থাকবে
• ব্রোডার সেড ৯টি
• ফিড গোডাউন
• মিক্সিং ইউনিট
• ১০ হাজার গ্যালন ক্ষমতাসম্পন্ন জলাধার
• অত্যাধুনিক ল্যাবরেটরি
• পোস্টমর্টেম রুম
• গভীর নলকূপ ২টি
• সেলস্ কাউন্টার


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.