টুকরো খবর |
ফকিরের হাতে ‘প্রতারিত’ দম্পতি, উধাও টাকা-গয়না
নিজস্ব সংবাদদাতা |
কঠিন রোগে আক্রান্ত হয়ে কয়েক মাস শয্যাশায়ী বৃদ্ধা মা। এক ফকির প্রতিশ্রুতি দিয়েছিলেন, রোগ সারিয়ে দেবেন। তার জন্য দরকার টাকা ও সোনার গয়না। বিশ্বাস করে তাঁর হাতে কয়েক লক্ষ টাকার গয়না তুলে দিয়েছিলেন গড়িয়াহাটের এক দম্পতি। পরে দেখলেন ফকির উধাও। গায়েব গয়না-সহ টাকা। ঘটনাটি ঘটেছে গত সপ্তাহে পাটুলি থানার রামগড়ে। পুলিশ তদন্তে নামলেও এখনও খোঁজ মেলেনি প্রতারক ফকিরের। ওই দম্পতি রবিবার জানান, অগস্ট মাসে তাঁরা সংবাদপত্রে মিঁয়া মুসাজি নামে এক ফকির বাবার বিজ্ঞাপন দেখেন। সেখানে দাবি করা হয়, ওই ফকির সব রোগ সারিয়ে দেন। দম্পতির দাবি, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে তাঁরা ফকিরের রামগড়ের অফিসে যান। তাঁদের থেকে ৪০ হাজার টাকা নেন তিনি। বিনিময়ে তাবিজ দেন। তাবিজ দিয়ে গয়না নিয়ে আসতে বলেন শুদ্ধ করার জন্য। পুলিশ জানায়, ওই দম্পতি ১৬ সেপ্টেম্বর গয়না নিয়ে ফকিরের অফিসে গেলে তিনি তা রেখে যেতে বলেন ও পরে আসতে বলেন। কথামতো গেলে ওই দম্পতি দেখেন, অফিস বন্ধ। ফকিরের খোঁজ নেই। পুলিশ জানায়, ওই ফকিরের বাড়ি আজমের শরিফে। কয়েক মাস আগে তিনি রামগড়ে ওই বাড়ি ভাড়া নেন। তদন্তকারীদের দাবি, আরও বেশ কয়েক জন প্রতারিত হয়েছেন ফকিরের কাছে।
|
অভিভাবিকা পুলিশি হাজতে |
দমদমের ক্রাইস্ট চার্চ গার্লস স্কুলের ভাঙচুরের অভিযোগে ধৃত ঝর্ণা পাত্রকে তিন দিন পুলিশি হাজতে রাখার নির্দেশ দিয়েছে ব্যারাকপুর আদালত। শনিবার ঝর্ণাদেবীকে বাগুইআটির অর্জুনপুরের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তাঁর মেয়ে ওই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। স্কুলে ১২ সেপ্টেম্বরের ভাঙচুরের ঘটনায় অভিভাবক, বহিরাগত মিলিয়ে এ-পর্যন্ত ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে অন্যতম দুই মূল অভিযুক্ত রেশমি দে ও পাপিয়া মজুমদারকে এখনও গ্রেফতার করা যায়নি। তাঁদের খোঁজ চলছে। পাপিয়ার পড়শিদের অভিযোগ, ওই মহিলাকে খুঁজতে এসে পুলিশ রাতবিরেতে তাঁদের জিজ্ঞাসাবাদ করছে। চার্চ অব নর্থ ইন্ডিয়ার কলকাতা ডায়োসেসের সাম্মানিক সচিব আবির অধিকারী জানান, স্কুল খোলার প্রস্তুতি চলছে। তবে ঠিক কবে খুলবে, এখনই বলা যাচ্ছে না। তদন্ত কমিটি শীঘ্রই ফের স্কুল পরিদর্শন করবে। যে-সব জিনিস ভাঙা হয়েছে, তালিকা তৈরি করে তার মূল্যায়ন চলছে। |
পুরনো খবর: ১০ লক্ষ ক্ষতিপূরণ ক্রাইস্ট চার্চ স্কুলকে, গ্রেফতার আরও ১
|
লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ছিনতাই |
টাকা ভর্তি ব্যাগ নিয়ে বাড়ি ফিরছিলেন এক যুবক। হঠাৎ চোখে তীব্র জ্বালা অনুভব করেন তিনি। সেই সুযোগে তাঁর টাকার ব্যাগ নিয়ে দুষ্কৃতী পালিয়ে যায়। পুলিশ জানায়, শনিবার রাতে বাঁশদ্রোণী পিরপাড়ায় ঘটনাটি ঘটেছে বলে থানায় অভিযোগ করা হয়েছে। বাবুন সামন্ত নামে বিবেকানন্দ পার্কের ওই যুবক একটি অর্থ লগ্নি সংস্থার সঙ্গে জড়িত। সেই সংস্থার টাকা নিয়ে বাড়ি ফেরার পথেই ওই ঘটনা ঘটে। পুলিশ জানায়, বাবুনের বক্তব্যে অসঙ্গতি আছে। চোখে লঙ্কাগুঁড়ো দিলে যে-সব লক্ষণ থাকার কথা, তাঁর চোখে তা ছিল না। শনিবার রাতে ওই ঘটনা ঘটলেও রবিবার সকালে রিজেন্ট পার্ক থানায় অভিযোগ করা হয়। কেন রাতেই থানায় জানানো হয়নি, তাও ভাবাচ্ছে পুলিশকে।
|
কৃতী পড়ুয়াদের সংবর্ধনা অনুষ্ঠান |
রাজারহাট-গোপালপুর বিধানসভা কেন্দ্রে এ বছরের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আইসিএসই, আইএসসি, সিবিএসই এবং মাদ্রাসা পরীক্ষার সফল ১৫০০ ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হল। রবিবার সন্ধ্যায় বাগুইআটির যুগীপাড়া স্পোর্টস কমপ্লেক্সের মাঠে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু, বিধায়ক সব্যসাচী দত্ত, নির্মল ঘোষ, বাঙুর এলাকার কাউন্সিলর মৃগাঙ্ক ভট্টাচার্য প্রমুখ। শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু বলেন, “ভবিষ্যতে আরও সফল ভাবে এগিয়ে যেতে শুধু কৃতী পড়ুয়াদেরই নয়, সমস্ত সফল ছাত্রছাত্রীকেই সংবর্ধনা দেওয়া হল।” পরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
|
অস্ত্র গান-নাটক |
নারী নির্যাতন থেকে শুরু করে যে কোনও রকম অত্যাচারের বিরুদ্ধে নাটক, গান, কবিতাকে হাতিয়ার করে রাস্তায় নামার ডাক দিলেন বামপন্থী বিশিষ্ট জনেরা। রবিবার সুবর্ণবণিক সমাজ ভবনে ‘সংস্কৃতি সমন্বয়’-এর কনভেনশনে সমস্ত ধরনের অত্যাচার রুখতে, গণতন্ত্র বাঁচাতে সুস্থ সংস্কৃতির প্রসার ঘটানোর আবেদন জানানো হয়। কনভেনশনে উপস্থিত ছিলেন কামদুনি, কাটোয়া, সুটিয়ার প্রতিবাদীরা।
|
ট্রান্সফর্মার ফেটে |
ট্যাংরার চিংড়িঘাটা লেনে একটি ট্রান্সফর্মার ফেটে দুই কিশোর আহত হয়েছে। পুলিশ জানায়, আহতদের নাম মহম্মদ সানি ও মহম্মদ শাহিদ। দু’জনেরই বাড়ি ট্যাংরার ডি সি দে রোডে। রবিবার সকালে তারা ট্রান্সফর্মার রাখার ঘেরা জায়গায় ঢোকে। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানান, কিছু ক্ষণের মধ্যেই প্রচণ্ড শব্দ হয় ট্রান্সফর্মার থেকে। দেখা যায়, পাশেই অগ্নিদগ্ধ অবস্থায় পড়ে আছে সানি ও শাহিদ। পুলিশের অনুমান, তারা ট্রান্সফর্মারের তেল চুরি করতে গিয়েছিল।
|
জলে টান |
কলকাতা বিমানবন্দরে জল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা সমস্যায় পড়েন। রবিবার সকালে যাত্রীরা নতুন টার্মিনালের অভ্যন্তরীণ উড়ান এলাকার শৌচাগারে ঢুকে দেখেন, জল পড়ছে না। তাঁরা তো বিপাকে পড়েনই। শৌচাগার পরিষ্কার রাখতে হিমশিম খেয়ে যান সাফাইকর্মীরাও। বিমানবন্দর সূত্রের খবর, আচমকাই পাম্প বিকল হয়ে সমস্যা দেখা দিয়েছিল। ইঞ্জিনিয়ারদের ডেকে সমস্যার সমাধান করা হয়।
|
ঝুলন্ত দেহ |
আলিপুর বডিগার্ড লাইনে এক মহিলার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, মৃতের নাম গীতাদেবী (৫০)। তাঁর স্বামী নাগেশ্বর রাম কলকাতা পুলিশের সহিস। তিনি পলাতক।
|
১০ ডাকাত ধৃত |
মুকুন্দপুরের একটি হোটেল থেকে রবিবার রাতে এক দল ডাকাতকে আটক করেছেন গোয়েন্দারা। পুলিশ জানায়, ধৃতেরা ঝাড়খণ্ডের বাসিন্দা। |
|