...গন্ধ এসেছে থিমের ভিড়ে সামাজিক সচেতনতার বার্তাও
চেতনতা গড়ে উঠলে ভাষা পায় প্রতিবাদ। সচেতনতা গড়ে উঠলে হয়তো বা রুখে দেওয়া যায় অপরাধের ঊর্ধ্বগতি। পুজোর শহরে থিমের ভিড়ে যে তাই জায়গা করে নেবে সামাজিক সচেতনতাও, তাতে আর সন্দেহ কী!
এ কালের মেয়েরা যতই এগোক ছেলেদের সঙ্গে কাঁধ মিলিয়ে, এখনও দেশে অপরাধের তালিকায় একটা বড় জায়গা দখল করে আছে কন্যাভ্রূণ হত্যা। জন্মের আগে শিশুর লিঙ্গ নির্ধারণ এবং কন্যাভ্রূণ হত্যা যে কতখানি অমানবিক, তা মনে করাতেই বেহালার শকুন্তলা পার্কের নেতাজি সঙ্ঘের এ বারের থিম।
মণ্ডপ সাজবে বিষয় সম্পর্কিত চালচিত্রে, থার্মোকল, কাচ, প্লাস্টার অফ প্যারিসের ব্যবহারে নানা রঙের কাজে। প্রতিমাও সাবেকি ধাঁচ থেকে অনেকটাই আলাদা। প্রতিটি পুরুষের অস্তিত্বের পিছনে যে একটি কন্যা বা নারী রয়েছে, সে ভাবনাই তার আঙ্গিকে।
কালীঘাটের সঙ্ঘশ্রী-র ভাবনা “ঘাটে দেবীর চরণ, জলে মায়ের বরণ।” মূলত আদিগঙ্গাকে কেন্দ্র করেই তাঁদের এই থিম। ৫১ পীঠের অন্যতম মহাতীর্থ কালীঘাট। সেই কালীঘাটের পাশ দিয়ে বয়ে চলা আদি গঙ্গা আজ দূষিত।
অথচ কালীঘাটে শিল্প-সংস্কৃতি, জীবিকার বিকাশ ঘটেছিল আদিগঙ্গাকে ঘিরেই। যাতায়াতের প্রধান মাধ্যমও ছিল আজকের এই মৃতপ্রায় নদী। তাই তাকে আগের হালে ফিরিয়ে আনার বার্তাই দিতে চায় এই পুজো। মণ্ডপ নৌকোর আদলে। অন্দরসজ্জায় আদি গঙ্গাকে কেন্দ্র করে গড়ে ওঠা রাসপুতুল, পটচিত্র ও শাঁখার কাজের শিল্পকলা।
দক্ষিণেশ্বরের রামগড় জয়শ্রীনগর অ্যাসোসিয়েশনের প্রতিবাদ অর্থলোভী মানসিকতার বিরুদ্ধে। তাঁরা মনে করেন, সমাজ, পরিবার, রাজনীতি দাঁড়িয়ে অর্থের উপর। টাকার লোভ মানুষকে করে তুলছে অপরাধপ্রবণ। টাকার পিছনে দৌড়তে গিয়ে ক্রমশ নিঃস্ব হয়ে যাচ্ছে মানুষ। এই পুজোর এ বারের থিম তাই ‘মানুষগুলো শূন্য ছুঁলো’।
মণ্ডপের ভিতরে উঁচুতে রাখা প্রচুর ৫০০ ও হাজার টাকার নকল নোট। টাকার নেশায় মেতে সেই নোট ছুঁতে সিঁড়ি বেয়ে উঠছে মানুষ। কিন্তু অর্থ কখনওই মূল্যবোধ, সামাজিক কাজকে ছাপিয়ে যেতে পারে না। তাই দেবী এখানে নিরস্ত্র। টাকা নামক অস্ত্রটি ছাড়াই তিনি ত্রিভুবনজয়ী।
তারা রোডের গোল্ডেন অ্যারো ক্লাবের এ বারের থিম ‘অর্ধনারীশ্বরবাদ’। উভলিঙ্গ বা লিঙ্গহীন প্রজন্ম পৌরাণিক বিশ্বাসে সৃষ্টির আদিতত্ত্বে অর্ধনারীশ্বর রূপে প্রতিভাত। এমন মানুষদের নিয়ে গড়া এলজিবিটি আন্দোলনের মুখ হয়ে উঠেছিলেন পরিচালক ঋতুপর্ণ ঘোষ। তাঁর ছবিতে, তাঁর বক্তব্যে বারবারই উঠে এসেছে সেই ভাবনা। প্রয়াত পরিচালককে, তাঁর ভাবনাকে শ্রদ্ধা জানাতেই এই পুজোর এ বারের থিম। মণ্ডপ সেজেছে আর্ট এবং টিস্যু পেপারে রং করে। ফুটিয়ে তোলা হয়েছে অর্ধনারীশ্বর মূর্তি, সৃষ্টিতে নারী-পুরুষের সমান শক্তির কথা। মণ্ডপের বাইরে আলোর খেলায় উভলিঙ্গের জিনগত বিশ্লেষণ। শিল্প ও বিজ্ঞানভাবনা দুই-ই স্থান পেয়েছে এই পুজোয়।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.