স্কুল ভোটেও তৃণমূলের গোষ্ঠী লড়াই
নিজস্ব সংবাদদাতা • কালনা |
পাথরডাঙা সর্বপল্লী উচ্চবিদ্যালয়ের পরিচালন সমিতির ভোটে লড়াই হতে চলেছে তৃণমূলের দু’টি গোষ্ঠীর। স্কুলটি কালনা ১ ব্লকের বেগপুর পঞ্চায়েতে। দীর্ঘদিন ধরে এই পঞ্চায়েত এলাকায় তৃণমূলের দু’টি গোষ্ঠী রয়েছে। একটি ইনসান মল্লিকের। অন্যটি হারান শেখের। শনিবার ছিল এই স্কুলের পরিচালন সমিতির মনোনয়ন জমা দেওয়ার দিন। নির্ধারিত সময় পর্যন্ত ৬টি আসনের জন্য মোট ১২ জনের মনোনয়ন জমা পড়েছে। তৃণমূল নেতা হারান শেখ বলেন, “আমাদের বিপক্ষে যে ৬টি মনোনয়ন জমা পড়েছে তার মধ্যে একজন শিক্ষক ছাড়া বাকিরা সিপিএমের লোক।” ঘটনা শুনে ইনসান মল্লিকের পাল্টা বক্তব্য, “কারা দলের লোক তা ঠিক করে ঊর্ধ্বতন নেতারা। যে দলের কোনও পদে নেই, তার মন্তব্যের আর কী মূল্য রয়েছে।” স্কুল পরিচালন সমিতির ভোটে দলের দু’টি গোষ্ঠীর মনোনয়ন জমা দেওয়ার প্রসঙ্গে কালনা ১ ব্লকের তৃণমূল সভাপতি উমাশঙ্কর সিংহরায় বলেন, “বিষয়টি শুনেছি। এটুকু বলতে পারি দলবিরোধী কার্যকলাপ বরদাস্ত করা হবে না। শীঘ্রই বিষয়টি জানানো হবে দলের ঊধর্বতন কর্তৃপক্ষকে।”
|
সুষ্ঠু কেবল পরিষেবা দিতে সম্মেলন
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
সুষ্ঠুভাবে কেবল পরিষেবা দেওয়ার লক্ষে কাটোয়া শহর ও তৎসংলগ্ন এলাকার কেব্ল অপারেটরদের নিয়ে গঠিত ‘কাটোয়া কেব্ল অপারেটরস্ কংগ্রেস ইউনিয়ন’এর প্রথম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। এ দিন পুরসভা পরিচালিত ‘আশ্রয়’তে সম্মেলনের উদ্বোধন করেন বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। সংগঠন সূত্রে জানা গিয়েছে, ৪২টি কেব্ল অপারেটরের প্রায় ২০০ জন কর্মী ও গ্রামীণ এলাকার কেব্ল অপারেটররা এ দিনের সম্মেলনে উপস্থিত ছিলেন। বিধায়ক ওই সব শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, “কেন্দ্রীয় সরকার আম আদমি বিমা যোজনা প্রকল্প চালু করেছে। প্রতি মাসে মাত্র ১০০ টাকা দিলেই শ্রমিকেরা ওই বিমার সুবিধা পাবেন।” এ দিনের সম্মেলন শেষে সংগঠনের সভাপতি ও সম্পাদক নির্বাচিত হন যথাক্রমে অশোককুমার কুণ্ডু ও আশিস দত্ত।
|
পুকুরের দখল নেওয়াকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত হয়েছেন একই পরিবারের চার জন। তাঁরা কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি। শনিবার বিকেলে কাটোয়ার পাঁজোয়া গ্রামের ঘটনা। পুলিশ জানায়, ওই গ্রামের নতুন পুকুরের দখল নিয়ে প্রথমে দু’পক্ষের মধ্যে বচসা হয়। পরে লাঠিসোটা নিয়ে সংঘর্ষ বাধে। আহত হয়ে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছেন ক্ষুদিরাম দাস, তাঁর স্ত্রী শঙ্করী দেবী, মেয়ে পুষ্প ও ভাইপো বাসুদেব। তাঁদের দাবি, ওই পুকুরটিতে গত ২৫ বছর ধরে ভাগচাষ করার পর তাঁরা এ বছরের জ্যৈষ্ঠ মাসে পুকুরটি কেনেন। তা সত্ত্বেও অন্য কয়েক জন ব্যক্তি পুকুরে জাল ফেলে মাছ ধরছিলেন। তার প্রতিবাদ করাতেই সংঘর্ষ। পুলিশের কাছে তাঁরা বেশ কয়েকজনের নামে অভিযোগও দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
|
অবশেষে চালু হল কাটোয়া শ্মশানঘাটের বৈদ্যুতিক চুল্লি। রবিবার চুল্লিটির উদ্বোধন করেন বর্ধমানের জেলাশাসক সৌমিত্র মোহন। ছিলেন এডিএস (উন্নয়ন) অমিত দত্ত, এসডিও (কাটোয়া) আর অর্জুন, কাটোয়ার পুরপ্রধান শুভ্রা রায়। বছর তিনেক আগে পুরসভা পরিচালিত এই শ্মশানঘাটের চুল্লির শিলান্যাস করেন তৎকালীন জেলাশাসক ওঙ্কার সিংহ মিনা। কাটোয়ার কংগ্রেস বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, “নির্ধারিত সময়ে কাজ শেষ হয়েছে।” পুরসভা সূত্রে খরচ, কেন্দ্রীয় সরকারের গঙ্গা অ্যাকশান প্ল্যান (দ্বিতীয় পর্যায়) থেকে পুরসভার বাস্তুকারসমূহের অধিকর্তা দফতর এই কাজ করেছে। খরচ হয়েছে ১ কোটি ৫৪ লক্ষ টাকা।
|
পুরসভা ও কালনা সুইমিং অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে রবিবার সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয় কালনা সুইমিং পুলে। বিভিন্ন বিভাগে মোট ৬৭ জন প্রতিযোগী যোগ দেয়। প্রতিযোগিতা শেষে এ দিনের সফলদের পাশাপাশি সম্প্রতি কালনা সুইমিং পুল থেকে রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় যোগ দিয়েছিল তাদেরও পুরস্কৃত করা হয়। |