দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি লরি ধাক্কা মারলে দ্বিতীয় লরির খালাসির মৃত্যু হয়। জখম হন চালক। রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে ২ নম্বর জাতীয় সড়কের বুদবুদ থানার সাধুনগর এলাকায়। দুর্ঘটনার পর স্থায়ী ট্রাফিক ব্যবস্থার দাবিতে বিক্ষোভ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে, এ দিন সকাল সাড়ে ৬টা নাগাদ সাধুনগরে জাতীয় সড়কের ধারে একটি লরি দাঁড়িয়ে ছিল। সেই সময় বর্ধমানের দিকে যাওয়া একটি লরি পিছন থেকে তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই প্রাণ হারান লরির খালাসি। জখম হন চালক। জেলা পুলিশ সুপার এসএমএইচ মির্জা জানিয়েছেন, জখম চালককে স্থানীয় পুরষা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
|
সিপিএমের নেতাকে গ্রেফতারের দাবি
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
আসানসোলের সিপিএম সাংসদ বংশগোপাল চৌধুরী-সহ রানিগঞ্জের চার সিপিএম নেতাকে গ্রেফতারের দাবিতে তৃণমূলের নেতৃত্বে মিছিল হল তিরাট গ্রাম পঞ্চায়েত এলাকায়। আসানসোল পুরসভার চেয়ারম্যান জিতেন তেওয়ারির অভিযোগ, ১৭ তারিখ চেলোদ উচ্চ বিদ্যালয়ের পরিচালনায় নির্বাচিত তৃণমূল সদস্য উত্তম বাউড়িকে বংশবাবুর উস্কানিতে তিন জন সিপিএম নেতা দলীয় সর্মথকদের নিয়ে অপহরণ করেছিল। পুলিশ তাঁকে উদ্ধার করে। চার জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলেও কেউ গ্রেফতার হয়নি। বংশবাবু জানান, পুলিশ অভিযোগের সত্যতা যাচাই করে ব্যবস্থা নিলে তাদের কোনও আপত্তি নেই। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।
পুরনো খবর: স্কুলের পরিচালন সমিতির নির্বাচনে মারধরের নালিশ
|
ট্রেনে কাটা পড়ে মৃত
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
রেললাইন পেরোতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। রবিবার সকাল সাড়ে ১০টা নাগাদ দুর্গাপুর পূর্ব কেবিনের কাছে ঘটনাটি ঘটেছে। রেল পুলিশ সূত্রে খবর, মৃতের নাম প্রিয়নাথ সরকার (৩১)। তাঁর বাড়ি নডিহায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুর পূর্ব কেবিনের কাছে রেললাইন পেরোচ্ছিলেন প্রিয়নাথবাবু। সেই সময় আচমকা শিয়ালদহ রাজধানী এক্সপ্রেস ধাক্কা মারে তাঁকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রিয়নাথবাবুর। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।
|
কাঁকসায় পথসভা
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
ইউপিএ সরকারের দুর্নীতি, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং এলাকার উন্নয়নের দাবিতে কাঁকসায় পথসভা করল বিজেপি। রবিবার এই সভায় বক্তব্য রাখেন দলের জেলার সহ-সভাপতি মোহরলাল বন্দ্যোপাধ্যায়, ব্লক সভাপতি ফুলেনা রায়।
|
দিশারির জয়
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
বক্তারনগর স্পোটর্স অ্যান্ড কালচারাল আসোসিয়েশনের ফুটবলে জিতল দুর্গাপুর দিশারি। তারা কাজোড়া পল্লিমঙ্গল ক্লাবকে ১-০ গোলে হারায়। |